আর ১০টা দরকারি সফটওয়্যারের মতো যেহেতু ভাইরাসও এক ধরণের কম্পিউটার প্রোগ্রাম, তাই স্বাভাবিকভাবেই এসবের হোতারাও কিন্তু ‘কম্পিউটার বিশেষজ্ঞ’ তথা প্রোগ্রামার। শুধু তাই নয়, অন্যদের মতো এরাও নিয়মিত রিলিজ করেন তাদের প্রোগ্রামের (!) আপডেট ভার্সন - যার ফলে নিত্য পরিবর্তন ঘটছে কম্পিউটার বা স্মার্টফোন ভাইরাস দ্বারা আক্রান্ত হলে তার লক্ষণসমূহের।
যাই হোক, হররোজ লক্ষণ পরিবর্তিত হলেও এবং দিন-দিন তার তালিকা বড় হলেও মাইক্রোসফট সিকিউরিটি টিমের মতে কিন্তু যে কোনো একটি ডিভাইস ভাইরাসাক্রান্ত কি না স্রেফ তিনটি বিষয় থেকেই তা বোঝা যায়।
দেখুন তো– নিচের তিনটি কথার কোনোটা আপনার সাথে মিলে কি না?
- কম্পিউটার কেমন যেন স্লো
- হুটহাট এটা-সেটা চালু/বন্ধ হয় আর বিভিন্ন ম্যাসেজ দেখায়
- মডেম বা ব্রডব্যান্ড ইন্ডিকেটর বাতি মাঝে মাঝে নিজে নিজে জ্বলে উঠে বা শব্দ হয়
এ তো গেল টুকিটাকি, এবার চলুন দেখে নেই বিস্তারিত লিস্টটিঃ
- ডিভাইস চালু (অন) হতে যদি স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়
- কোনো ড্রাইভ শো না করলে বা নাম পরিবর্তিত হয়ে গেছে দেখলে
- হুটহাট ফাইল ‘নাই’ হয়ে গেলে
- ফাইলের আকার কম বা বেশি দেখালে
- অস্বাভাবিক এরর দেখালে
- সময়-তারিখ নিজে নিজে পরিবর্তিত হলে
- ডিস্কে ব্যাড সেক্টরের সংখ্যা বাড়া
- কিছু কপি-পেস্ট হতে বেশি সময় নেয়া
- ফাইল সেইভ বা প্রিন্ট হতে সময় বেশি নিলে
- স্ক্রিনে অটোম্যাটিক টেক্সট, ছবি বা এনিমেশন আসা-যাওয়া করলে
- কম্পিউটার/স্মার্টফোন ক্রমাগত স্লো হতে থাকলে
- বিভিন্ন মেন্যু, অপশন, লিস্ট ইত্যাদি পরিবর্তিত হতে থাকলে
- ডিভাইসটি ঘন ঘন হ্যাং করলে
- বার বার রিস্টার্ট নিলে
- বিভিন্ন ফাইলের নামের শেষে .exe যোগ হলে
- ইমেজ ফাইলগুলোর আকার কমে কয়েক কিলোবাইটে চলে আসা এবং না খোলা
- ‘Out of Memory’ বা ‘Insufficient Memory’ বার্তা বারবার দেখালে
- কম্পিউটারে টাস্ক ম্যানেজার (Ctrl+Alt+Del) কাজ না করলে
- রেজিস্ট্রি এডিটর (Start>Run>regedit) কাজ না করলে
- স্টার্ট মেন্যুতে সার্চ অপশন না পাওয়া গেলে
- কোনো প্রোগ্রাম রান না করলেও ৫% এর বেশি সিপিইউ’র ব্যবহার দেখানো
- ফোল্ডার অপশন (My Computer>Organize) না দেখালে
- নিজ থেকেই হিডেন ফাইল শো করলে
- উইন্ডোজ ট্রে নোটিফিকেশন এরিয়ায় একই এরর ম্যাসেজ টানা দেখালে
- কোনো এরর ম্যাসেজ নির্দিষ্ট কোনো এন্টিভাইরাস ইন্সটল করতে বারবার সতর্ক করলে
- হুট করেই মাউস বা কীবোর্ড কাজ না করলে
- উইন্ডোজ অস্বাভাবিক আচরণ করলে
মোটামুটি তো জানা হলো যে কীভাবে বুঝবেন আপনার কম্পিউটার বা মোবাইলে ভাইরাস আছে কি না, আগামী পর্বে আমরা জানবো ভাইরাসের প্রকারভেদ ও ক্ষতি করার প্রক্রিয়া।
আগের টিউনঃ ভাইরাস কী?
ধন্যবাদ।