আউটসোর্সিং মানেই স্বাধীন ও মু্ক্ত পেশা।নিজের ইচ্ছে মতন সময়ে কাজ করাই আউটসোর্সিং।অনলাইনের মাধ্যমে কোন প্রতিষ্ঠান এর কাজ অন্য কোম্পানি বা কোন ব্যক্তির দ্বারা স্বল্প খরচে কাজ করিয়ে নেয়াই এক কথায় আউটসোর্সিং।
আমেরিকা ইউরোপের জিবন যাত্রার ব্যয় বেশী আর তাই বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলো ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে সেই সব আউটসোর্সিং এর কাজগুলো স্বল্পমূল্যে করে থাকে।এছাড়াও বিভিন্ন ফ্রিল্যান্স মার্কেট প্লেস (UPWORK,ELANCE,FIVERR,GURU,99DESIGN)ইত্যাদি সাইটে বিড করেও হাজার হাজার ফ্রিল্যান্সাররা ঘরে বসেই আয় করছে।খুব সুখের ও আনন্দের বিষয় হল:বাংলাদেশ আউটসোর্সিং-এ বিশ্বে তৃতীয় স্থান দখল করে আছে।আর তাই বিভিন্ন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠান যেমন-পেপাল,পাইওনিয়র,পেইজা,স্ক্রিল,জুম ইত্যাদি বেশ কিছু প্রতিষ্ঠা বিভিন্ন সুযোগ সুবিধা বাড়িয়ে দিচ্ছে।এছাড়াও বর্তমানে দেশীয় অনেক ব্যাংকেই সরাসরি অর্থ আসছে। For more details, CLICK HERE go to the link.
কি ধরনের কাজ করা হয়:
আউটসোর্সিং স্বাধীন পেশা যেমন,তেমনি ফ্রিল্যান্সাররা নিজের যোগ্যতা অনুযায়ী ও পছন্দ অনুযায়ী কাজ বেছে নিতে পারে।সচরাচর আউটসোর্সিং মার্কেট প্লেসে যেসব কাজগুলো পাওয়া যায় তার মধ্যে অন্যতম কিছু কাজ বা জব হল: ডাটা এন্টি,গ্রাফিক্স ডিজাইন,ওয়েব ডিজাইন,ওয়েব ডেভেলপমেন্ট,মোবাইল এপস,সফটওয়্যার ডেভেলপমেন্ট,নেটওয়ার্কিং ও তথ্যব্যবস্থা(ইনফরমেশন সিস্টেম),লেখা ও অনুবাদ,ডিজিটাল মার্কেটিং,ব্লগিং,গুগল এডসেনস,প্রশাসনিক সহায়তা,ডিজাইন ও মাল্টিমিডিয়া,গ্রাহকসেবা(Customer Service),বিক্রয় ও বিপণন,ব্যবসা সেবা, ইত্যাদি।
যারা নতুন কাজ করবে ভাবছে তাদের এমন প্রশ্ন হওয়াই স্বাভাবিক।তবে নতুন বলে বন্ধুরা চিন্তার কিছু নেই আজ কাল অনেক ভালো ভালো ইনিস্টিটিউট আছে যারা দক্ষতার সাথেই কাজ শিখায়। CLICK HERE to know more and get IT scholarship .
আমি মহাম্মাদ আফজাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য