অনেকেই হয়তো জেনে গেছেন আসছে উইন্ডোজের নতুন ভার্সন Windows 7 এর পরে Windows 8। এক বছর আগে Microsoft বের করে Windows 7 যেটি তাদের মতে দ্রুত ও সর্বাধিক বিক্রি হওয়া Operating System । তাদের মতে 240 মিলিয়ন কপি তারা বিক্রি করেছে ।
তাই এই অভাবনীয় সাফাল্যের পরে তারা (Microsoft) নতুন Windows 7 এর Update version windows 8 বের করবে বলে কাজ চলছে।
Microsoft আশা করছে আগামি দুই বছরের মধ্যে তারা এই নতুন ভার্সন বাজারে আনতে সক্ষম হবে। সাথে সাথে বের করতে চলেছে Office 2013 ও 2015 তাই উইন্ডোজের নতুন ভার্সন গুলোর জন্য আপেক্ষা করতেই হবে 2012 পর্যন্ত । আরও ২০১২ তে দেখা যাবে কি কি নতুনত্ব আনতে পেরেছে উইন্ডোজের মধ্যে।
নিচে একনজরে windows এর Release গুলি
সাথে আমার মতে ফাটা ফাটি একটি উইন্ডোজের একটি ছবি দিলাম
আমার এই টিউনটা এখান থেকে পড়েছি সম্পূর্নটা পড়তে আপনি এখানে যেতে পারেন।
আমি সাইফুল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 280 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জানা ও জানানো আমার প্রধান কাজ। মৃত্যু আমার খুব নিকট ....... তাই সকলের ভালো করার নেশায় ....
আপনার স্টাটাস আপডেটটা আমার কাছে ভালো লাগলো। আপনি বলেছেন সবার ভালো করতে চান , মরণ ও নিকটে। আসলে কার মরন কখন , কিভাবে তা আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারেনা।
মরণের পরে আমাদের যে জীবন সে জীবনের শেষ নেই , ইনফিনিটি । সে জীবনের ভালোর জন্য এই জীবনের সকল ক্ষণ , সেকেন্ড আমাদের কাজে লাগাতে হবে।
ইসলামকে আমাদের জীবনে , মুসলমানদের জীবনে পরিপূর্ন ভাবে প্রয়োগ করতে হবে , তাহলেই আমরা এ জীবন ও পরবর্তি জীবন , উভয়েই সফল হব। এ এর জন্য প্রয়োজন খিলাফত রাস্ট্র , যা মুসলমানদেরকে নিয়ে যাবে বিশ্ব-শাসনের আসনে , করবে সুপার-পাওয়ার। খলিফা মুসলমান-তরুনদের মেধা লালনের জন্য এক লেভেল প্লেয়িং গ্রাউন্ড ডেভেলপ করবে , । যাতে করে একসময় দেখা যাবে , টেটির টিউনারারই এক সুপার-সার্চ ইন্জিন বানাবে যা হবে গুগলের চেয়ে কোটি-গুন কোয়ালিফাইড। আর সেই সার্চ ইন্জিনের প্রথম বিশের ভিতরে আসার জন্য চীন,ভারত, মার্কিন তরুনদের নিত্য গবেষণা।
টিউনের জন্য ধন্যবাদ।
সালাম।