বেশ আগে (২০০৭ সালে) গুগল বেশ উৎসাহ নিয়েই কিনে নিয়েছিল ফিড পাবলিশিং প্লাটফরম FeedBurner । টাকার পরিমানটাও ছিল বেশ উচু (প্রায় ১০০ মিলিয়ন) । তারপর হালকা পাতলা কিছু পরির্বতন ছাড়া তেমন কোন নতুনত্ব দেখা যায়নি ফিড বার্নারে । ইদানিংকালে নতুন সব টুলের সাথে ফিড বানার্রের লুক একদমই যাচ্ছিল না । সেই আক্ষেপ থেকে মুক্তি দিতে গুগল এবার নতুন লুক আনলো ফিড বার্নারে ।
ফিডবার্নারে যুক্ত হল রিয়াল টাইম স্ট্যাটস । অর্থাৎ পোষ্ট প্রকাশের পরপরই দেখে নিতে পারেন কোন সাইট থেকে কত ভিজিটর পাচ্ছেন । যদি সোসিয়ালাইজ অপশন থেকে টুইটারে ফিড পাঠিয়ে থাকেন, তাহলে তার রিয়ালটাইম ডাটাও পাবেন ।
আজ একটি অফিসিয়াল পোষ্টের মাধ্যমে গুগল এই ব্যাপারে জানায় । সার্ভিসটি পেতে ফিডবার্নারের প্রথম পাতা থেকে কিংবা সরাসরি এই লিংক থেকে ।
এছাড়াও ফিডবার্নারে চালু হয়েছে মেসেজ সেন্টার এর দ্বারা আপনার সাইটের ফিডের ত্রুটি সংক্রান্ত যেকোন খবর জানতে পারবেন ।
পূর্ব প্রকাশ @ব্লগদেশ
আমি ব্লগদেশ টিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাজের টিউন।
ধন্যবাদ।