সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। শুরু থেকে টেকটিউনসের সাথে থাকলেও এখন আসলে ব্যস্ততার কারণে তেমন একটা আসা হয় না। যাই হউক এবার মুল কথাই আসা যাক।
যারা ফেসবুক ব্যবহার করছেন তারা ইদানীং একটা বিষয় নিশ্চয় খেয়াল করেছেন। কিছু মদন মার্কা পাবলিক আজ কাল বাংলা, হিন্দি, তামিল উর্দু, আরাবিক সব ভাষায় নিজেরা একটা ভিডিও রেকর্ড ফেসবুকে শেয়ার করছ, এবং এই ভিডিও টা ফেসবুকে শেয়ার করার জন্য মানুষকে পারলে জোর করে বাধ্য করছে।
স্যামসাং এর ব্যাটারির উপর প্যাঁচানো কাগজের নিচে নাকি একটা সার্কিটের মত জিনিস আছে। আর এর মাধ্যমে নাকি আপনার মোবাইলের সব কিছু ইন্টারনেটে আপলোড হয়ে যাচ্ছে। আর এই কাজটা নাকি ইংরেজরা করছে। আরে বেক্কলের দল আগে তো দেখে নিবেন এটা আসলে কি? না দেখে অনেকে-ই এটা ছিড়ে ফেলছে। এটা হচ্ছে মোবাইলের “Near field communication (NFC) Antenna. অনেকে এই ভিডিও টা ফেসবুকে দিয়ে নিজেকে হিরো মনে করছে। ভাবছে আমি কোম্পানির এত বড় একটা ভুল ধরে দিলাম আর মানুষের কত বড় উপকার করে দিলাম। অতচ সে নিজেও জানে না মানুষের শখের মোবাইলের যে বারটা বাজাচ্ছে।
NFC কি?
NFC এর পূর্ণ অর্থ হল Near Field Communication, নাম শুনে হয়তো বুঝতে পারছেন কী কাজ করতে পারে এই যন্ত্রটি। NFC যা আপনার স্মার্টফোন অথবা অন্য ডিভাইসগুলোকে যোগাযোগ করতে সাহায্য করে রেডিও সিগন্যাল ব্যবহার করে যখন ডিভাইসগুলো একটি অপরটির কাছে আসে। NFC মূলত RFID এর মতো করে কাজ করে, কিন্তু NFC এর যোগাযোগ করার সীমানা বা দূরত্ব RFID এর থেকে কম। NFC এর যোগাযোগ এর সীমানা হল ৪ ইঞ্চি। NFC সম্পর্কে আরো জানতে একটা বিডিও দেখে নিতে পারেন এখান থেকে
মোবাইল পেমেন্টসঃ
NFC পেমেন্টস কাজ করে অনেকটা টেপ-টু-পে (Tap-to-Pay) স্পর্শবিহীন পেমেন্ট ফিচারের মতো, যেমন মাস্টারকার্ড (MasterCard) এর পে-পাস (PayPass) যা মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের অন্তর্ভুক্ত। একটি NFC ডিভাইস যুক্ত স্মার্টফোন একটি NFC সুবিধাযুক্ত পেমেন্ট টার্মিনালে স্পর্শ করে অথবা তার উপর দিয়ে তা ঘুরিয়ে এনে কোনোকিছুর জন্য পে করা যায় বা কোনোকিছুর দাম দেয়া যায়, এর জন্য কোনো ক্রেডিটকার্ড লাগবে না। এটি ঠিক গুগল ওয়ালেট যেভাবে কাজ করে তার মত।
জানিনা এর আগে এই বিষয়টা নিয়ে কেউ লিখেছে কি না। তবে সবার প্রতি একটা অনুরোধ, যা ছিঁড়ার ছিঁড়েছেন, আর দয়া করে ছিড়বেন না।
আমি হোসাইন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 258 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টাইটেলটা অসাম