আমাদের দেশের সরকার নতুন একটি উদ্যোগ নিয়েছে তা হল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েব সাইট তৈরি এবং সম্পূরর্ণ রূপে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীর ডাটাবেস সহ। এটি একটি ভাল উদ্দ্যোগ কিন্তু এর মধ্যেও রয়েছে নানান বিপত্তি।
1. .bd ডোমেইন রেজিস্টেশনে ১৫ - ২০ দিন সময় নেয়া
2. ডোমেইনের টাকা ব্যাংক এর মাধ্যমে দেয়া ইত্যাদি
আমার পরিচিত এক বড় ভাই (.bd) ডোমেইন রেজিষ্টেশন করতে গিয়ে নিচের বর্নিত অভিজ্ঞতা অর্জন করে যা প্রকৃত পক্ষে প্রশ্ন তুলে দেশ কি ডিজিটাল বাংলাদেশ হবে, হলে কিভাবে, কত দিন লাগবে, মাননীয় প্রধান মন্ত্রীর বেধে দেয়া সময় ২০২১ সালের মধ্যে না আরো বেশী সময় নিবে?
বড় ভাইয়ের ফেইসবুক প্রোফাইলের ঘটনা নিচে হুহু তুলে ধরা হল :
আজকে বিটিসিএলে গেলাম, কোন এক লেখকের ডোমেইন নিয়ে লেখার কারনে বিটিসিএলে টাকা জমা নিচ্ছে না, জমা নিচ্ছে ব্যাংকে, তাদের টাকা তারা ব্যাংকে জমা নিক আর আলু ক্ষেতে জমা নিক আমার সমস্যা নাই, নিলেই হইলো ...
আমার সমস্যা মাননীয় সরকার মহাদয়ের সাথে, আপনি সারা বাংলাদেশের স্কুল কলেজগুলোকে ডোমেইন রেজিস্ট্রেশন করতে বলেছেন ভালো কথা,
সমস্যা নাই, কিন্তু ডোমেইন ডিলিংস করার জন্য সারা বাংলাদেশে মাত্র একজন ব্যক্তিকে রাখার দরকার কি ? ভাগ ভাগ করে দিলেই তো হয়... রেখেছেন ভালো কথা, তারে দিয়ে ৩ সেট ফর্ম ফিলাপ করান কোন যুক্তিতে ? তারাও তো মানুষ ...মোটামুটি হাজার খানিক এপ্লিকেশন পেন্ডিং করে রেখেছেন, তারা সারাদিন লিখেও কুলাতে পারছে না ...
ডিজিটাল দেশ হইছে, এখন ডোমেইন কিনতে যদি বিটিসিএলে যাওয়া লাগে, বাস ভাড়া দিয়ে, রিক্সা ভাড়া দিয়ে, তারপর লাঞ্চ যদি মগবাজারেই করতে হয় ভাত- ভর্তা হোটেলে তাইলে তো আরো সমস্যার কথা, কারন ওইখানে খাবারের দাম বেশি... দাম বেশি দিয়ে খাবার ভালো পাইলে আপত্তি ছিলোনা ...খাবার ওয়াক থু ... টাইপের...
আলু ভর্তা মুখে দাওয়া যায়না
গড়াই মাছ কাচা কাচা
ডাল পুরাই ফালতু
তবে ভাত ভালো আছে ... চালটা টেস্টি...
বিল হইছে ২৮০ টাকা ... কেমনে হইলো আল্লাহ মালুম ...
মাননীয় সরকার মহাদয়, মগবাজার বিটিসিএলে একটি ক্যান্টিন দাওয়া হউক, যেখানে দুপুরের মেনুতে ডাল আলু ভর্তা আর বেগুন ভাজী অত্যন্ত মজা করে রান্না করা হবে ...
বিভিন্ন ধরনের ভাজী পাওয়া গেলে ভালো হয়...
মোটামুটি ১০০ টাকার ভিতরে এগুলি খাওয়া যাবে... পাশে একটি পান ওয়ালার দোকান দেয়া হোক ... আমরা ভাত খেয়ে যেনো পান চাবাইতে পারি...”
কাউকে কষ্ট দেয়ার জন্য আমি লেখিনি শুধু মনের ভিতর জমে থাকা প্রশ্ন গুলো প্রকাশ করলাম, এই কারণে যদি কেউ কষ্ট পায় তবে তার জন্য আমি দুঃখিত
আমি খান সানি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
🙂