ব্লগিমেট এর অগ্রযাত্রায় আপনিও শামিল হউন !

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ব্লগিমেট একটি সামাজিক ব্লগিং সাইট।অনেক স্বপ্ন নিয়ে ১লা সেপ্টেম্বর যাত্রা শুরু করেছে ব্লগিমেট।দেখতে দেখতে দেড়টি মাস কেটে গেল,চলুন দেখা যাক এই সময়ের মধ্যে ব্লগিমেট আমাদেরকে নতুন কি কি সুবিধা দিয়েছে।
ব্লগিমেট চালু হওয়ার পর হতে এতে অনেক নতুন নতুন ফিচার সংযোজিত হয়েছে।তার মধ্যে উল্লেখযোগ্য হল ব্লগিমেট মোবাইল ভার্সন, ডাইনামিক RSS Feed, মেসেজিং সিস্টেম, এক্সক্লুসিভ পেজ এবং ব্লগিমেট Shuffle।
ব্লগিমেট মোবাইল ভার্সনঃ

মোবাইলের মাধ্যমে অনেকেই ব্লগিমেট ভিজিট করে।ব্লগিমেটেরপিসি ভার্সন মোবাইলে সম্পূর্ণভাবে কাজ করে না এবং ডাউনলোড হতেও অনেক সময় নেয়, যাব্যয়সাপেক্ষ।এইসব দিক বিবেচনা করে ব্লগিমেট তার মোবাইল ভার্সন নিয়ে এসেছে।যা যেকোনমোবাইলে সহজে দেখা যায়।
মোবাইল সাইট টির ঠিকানা m.blogymate.com
ডাইনামিকRSS Feed:

ব্লগিমেটের ব্লগগুলো সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য RSSfeed খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম।প্রথমে স্ট্যাটেটিক RSS Feed চালু ছিল,যা আপডেট হতেঅনেক সময় নিত।ডাইনামিক RSS Feed সয়ংক্রিয়ভাবে RSS Feed তৈরি করে থাকে এবং কিভাবেএই RSS Feed ব্যবহার হচ্ছে এবং কতবার ব্যবহার হচ্ছে তাও আমাদেরকে অবহিত করে।

মেসেজিংসিস্টেমঃ

প্রথম অবস্থায় ব্লগারদের নিজেদের মধ্যে যোগাযোগ করার কোনমাধ্যম ছিল না।মেসেজিং সিস্টেম চালু হওয়ার পর থেকে যেকোন ব্লগার অন্য ব্লগারকেসহজে মেসেজ পাঠাতে পারে,যার ফলে ব্লগারদের মধ্যে আন্তঃযোগাযোগ সৃষ্টি হয়েছে।

এক্সক্লুসিভ পেজঃ

ব্লগিমেট একটি তথ্য ভান্ডার।একে আরো সমৃদ্ধশালী করারজন্যই ব্লগিমেটে এক্সক্লুসিভ পেজের সংযোজন করা হয়েছে।বিশ্বের বড় বড় বেশিরভাগওয়েবসাইটই ব্লগিমেটের এক্সক্লুসিভ পেজ হিসেবে সংযোজিত হচ্ছে।যার ফলে ভিজিটরব্লগিমেটের নিজস্ব ব্লগের পাশাপাশি ত্রুস রেফারেন্স হিসেবে অন্যান্য ওয়েবসাইটেরতথ্যও দেখতে পারবে।ব্লগিমেটের যারা মেম্বার তারা যাতে তাদের পছন্দীয় পেজগুলো সেভকরে রাখতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে।

ব্লগিমেটShuffle:

ব্লগিমেটের সবচেয়ে নতুন সংযোজন হল ব্লগিমেটShuffle।মাইক্রোব্লগ ও এক্সক্লুসিভ পেজের টপবারে এই Shuffle অপশনটি সংযোগ করাহয়েছে,যার ফলে ভিজিটর ব্লগিমেটের নিজস্ব ব্লগগুলোও ভিজিট করতে পারবে।এই সংযোগটিভিজিটরদের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে এই আমাদের প্রত্যাশা।

ব্লগিমেট প্রতিনিয়ত এর ভিজিটর এবং মেম্বারদের জন্যনিত্যনতুন সুবিধাদি আনার চেষ্টা করে যাচ্ছে, যা প্রথাগত ব্লগিং ধারনাকে পরিবতর্ণকরবে।

ব্লগিমেট আমার আপনার সকলের ওয়েবসাইট, একে সমৃদ্ধ করারক্ষেত্রে আপনিও অগ্রণী ভূমিকা রাখতে পারেন।যেসকল সুবিধাদি আপনি ব্লগিমেটে দেখতেচান,তা ব্লগিমেটকে সরাসরি মেইল করে জানান।

ব্লগিমেটেরঠিকানাঃ http://www.blogymate.com

ই-মেইলঃ[email protected]

Level 0

আমি মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল সাইট দেখলাম