এতদিন পর নিউজিল্যান্ডের মুখে ঝামা ঘষে দিতে পেরেছি। যে নিউজিল্যান্ড বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুলেছিল, সেই নিউজিল্যান্ডকে এমন নাকানি-চুবানি খেতে দেখে মনটা যেন আনন্দে ভরে গেল।
এখনোও কি আপনি বলবেন যে, আশরাফুলকে ছাড়া বাংলাদেশ জিততে পারে না?? এখনো কি বলবেন একটি ম্যাচ জিতলে আর দশটা ম্যাচ বাংলাদেশ কে হারতে হয়?? আমার মনে হয় কেউ আর এখন সে কথা বলবে না।
কারণ পর পর ৩টি ম্যাচ জিতে এবং সেই সাথে নিউজিল্যান্ডের মত শক্তিশালী দেশকে হারিয়ে বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে যে- এই বিশ্বকাপে যদি বাংলাদেশকে কেউ হালকাভাবে নেয়, তাহলে তার কপালে খারাবি আছে।
আর সাকিব যে বিশ্বএর ১নম্বর অলরাউন্ডার, তা তো নিয়মিত প্রমাণ করেই চলেছে। আফসোস- আর ২টা সাকিব আর ১ টা তামিম আমাদের দলে নেই। থাকলে ইন্সাল্লাহ ঘোষনা দিয়ে বিশ্বকাপ জিতে নিয়ে আসতাম।
যাই হোক, আমাদের ক্রিকেট নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের মুখটা একবার দেখতে পারলে ৬ মাস নেট ছাড়া থাকতে রাজি আছি।
দেশ ও দেশের মানুষের জন্য যারা এই বিরল সন্মান এনে দিল, আসুন, তাদের প্রাণঢালা অভিননদন জানাই...।
সেঞ্চুরি করার পর সাকিব । । ।
অনেকে প্রশ্ন তুলতে পারে, প্রযুক্তির সাইটে আবার ক্রিকেট কেন? আমার উত্তর হবে- যেখানে ১৬কোটি মানুষের আবেগ-ভালবাসা জড়িত, সেখানে অন্তত এই ব্যপারে আশা করি টেকটিউনের সদস্যগণ কিছু মনে করবেন না।
তবুও বিষয়টা যাতে একেবারে প্রযুক্তির বাইরে চলে না যায়, তাই একটু আনুষ্ঠানিকতা সম্পন্ন করছি- ক্রিকেটের লাইভ স্কোর দেখতে ভিসিট করুন- Cricinfo.com অথবা এখানে ক্লিক করুন।
ভাল থাকুন।
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।