স্বপ্ন এখন হাতের মুঠোয়!! জাতিকে বিরল সন্মান এনে দেয়ার জন্য আসুন বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাই……।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

এতদিন পর নিউজিল্যান্ডের মুখে ঝামা ঘষে দিতে পেরেছি। যে নিউজিল্যান্ড বাংলাদেশের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুলেছিল, সেই নিউজিল্যান্ডকে এমন নাকানি-চুবানি খেতে দেখে মনটা যেন আনন্দে ভরে গেল।
এখনোও কি আপনি বলবেন যে, আশরাফুলকে ছাড়া বাংলাদেশ জিততে পারে না?? এখনো কি বলবেন একটি ম্যাচ জিতলে আর দশটা ম্যাচ বাংলাদেশ কে হারতে হয়?? আমার মনে হয় কেউ আর এখন সে কথা বলবে না।
কারণ পর পর ৩টি ম্যাচ জিতে এবং সেই সাথে নিউজিল্যান্ডের মত শক্তিশালী দেশকে হারিয়ে বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে যে- এই বিশ্বকাপে যদি বাংলাদেশকে কেউ হালকাভাবে নেয়, তাহলে তার কপালে খারাবি আছে।
আর সাকিব যে বিশ্বএর ১নম্বর অলরাউন্ডার, তা তো নিয়মিত প্রমাণ করেই চলেছে। আফসোস- আর ২টা সাকিব আর ১ টা তামিম আমাদের দলে নেই। থাকলে ইন্সাল্লাহ ঘোষনা দিয়ে বিশ্বকাপ জিতে নিয়ে আসতাম।
যাই হোক, আমাদের ক্রিকেট নিয়ে যারা প্রশ্ন তোলে, তাদের মুখটা একবার দেখতে পারলে ৬ মাস নেট ছাড়া থাকতে রাজি আছি।
দেশ ও দেশের মানুষের জন্য যারা এই বিরল সন্মান এনে দিল, আসুন, তাদের প্রাণঢালা অভিননদন জানাই...।

সেঞ্চুরি করার পর সাকিব । । ।

অনেকে প্রশ্ন তুলতে পারে, প্রযুক্তির সাইটে আবার ক্রিকেট কেন? আমার উত্তর হবে- যেখানে ১৬কোটি মানুষের আবেগ-ভালবাসা জড়িত, সেখানে অন্তত এই ব্যপারে আশা করি টেকটিউনের সদস্যগণ কিছু মনে করবেন না।
তবুও বিষয়টা যাতে একেবারে প্রযুক্তির বাইরে চলে না যায়, তাই একটু আনুষ্ঠানিকতা সম্পন্ন করছি- ক্রিকেটের লাইভ স্কোর দেখতে ভিসিট করুন- Cricinfo.com অথবা এখানে ক্লিক করুন।
ভাল থাকুন।

Level 2

আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।

আর ধন্যবাদ দিচ্ছি………………

সাকিব আল হাসান কে-১০৬ রান আমাদের উপহার দেওয়ার জন্য।

সোরওয়ার্দী শুভ কে-নতুন এসেও প্রথমেই ৪ উইকেট তুলে নেওয়ার জন্য।

আর বাকি যারা খেলেছেন তাদেরও অনেক ধন্যবাদ।সকলের ঘাম ঝরানো চেষ্টা ছাড়া নিউজিল্যান্ডের মত একটা দলকে হারানো কখনই সম্ভব হতো না 🙂 😀 🙂 😀 😀 😀 🙂

    হুম সত্যি তাই। শুভ কিন্তু আমার রংপুরের ছেলে। পাশাপাশি স্কুলে পড়তাম আমরা … স্কুল লীগে আমরা এক সাথে কয়েকটি ক্রিকেট ম্যাচ খেলেছি। 🙂

    শাওন ফোন নম্বরটা দেন ভাই। 😀

হাওয়া বেশি দিয়েন না কিন্তু।

    আপনাদের সবাইকেও অভিনন্দন আমাদের প্রিয় টিমের পাশে থাকার জন্য।
    @আউয়াল ভাই- আপনার কথা ঠিক, বেশী ফুলানো উচিত না। অতীত ইতিহাস তার সাক্ষী। তবে আশা করি, এখন থেকে বাংলাদেশ ঘুরে দারাবে।

বাংলার টাইগারদের অভিনন্দন ও শুভেচ্ছা।…

সাবাস বাংলাদেশ ক্রিকেট টিম। এই জয়ের দারা অব্যাহত থাকুক এই কামনা করি বাংলাদেশ ক্রিকেট টিম হতে ।
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

সাবাশ বাংলাদেশ, সাবাশ টাইগারস।
এরকম কিছু লেখা এখানে টিউনে ভেরিয়েশন আনবে।
ধন্যবাদ।

অনেকে প্রশ্ন তুলতে পারে, প্রযুক্তির সাইটে আবার ক্রিকেট কেন?

যে জিজ্ঞেস করবে তার মুখখানা দেখিবার চাই। কারা সেই মহান জ্ঞানীরা. . . .

অভিনন্দন বাংলাদেশ !!

প্রযুক্তি অপ্রযুক্তি কোন কথা না, সব চাহিদার উপর নির্ভর ।

অহংকার পতনের মূল। হাও? নিউজিল্যান্ড যাও!

Level 0

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।

প্রযুক্তির ব্লগে ক্রিকেট কেন এমন প্রশ্ন করার মত রাজাকার কেউ আছে বলে মনে হয় না।অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে।আমরা পাশে আছি সুখে-দুঃখে।দয়া করে কেউ বলবেন কি বিশ্বকাপ ক্রিকেট ২০১১ কবে থেকে শুরু হচ্ছে?

    @প্রবাসী ভাই- হা হা হা…… খুব ভাল বলেছেন…… যাই হোক, আমার জানামতে ২০১১ বিশ্বকাপ শুরু হবে ১৯শে ফেব্রুয়ারী India v Bangladesh দিয়ে।
    @দিহান, দেলোয়ার, Ron, নতুন পন্ডিত, কমল, ডিজে আরিফ, আজিজ, রাশিকুল, শাওন, বাবর, রাফসান আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশী টাইগারদের অভিনন্দন দেয়ার জন্য।

বাংলাদেশ সব সময় BEST

আমার মনে হয়, সাকিবের হাতে ক্যাপ্টেন্সির দায়িত্ত পুরোপুরি তুলে দেয়া উচিত। মাশরাফি এলেই সাকিবের ক্যাপ্টেন্সি বাদ দেয়া হয়। যা মোটেই ঠিক না। বিশ্বএর ১ নম্বর অল্রাউন্ডারের হাতেই ক্যাপ্টেন্সি থাকা উচিত।

    কি জানি, তবে মাশরাফি বলে কথা, সাকিব কে পছন্দ করি আবার মাশরাফিকেও করি। কারো পক্ষ নিতে পারছিনা 🙁

    Level 0

    ভাই তাহলে এবার কিছু বলতেই হয়
    ১. শুভেচ্ছা বাংলাদেশ দলের টিম ওয়ার্ককে
    ২. যে দেশে আশরাফুল নেই সে দেশও জিতে, কিন্তু
    ৩. আমাদের দেশের শ্রেষ্ঠ খেলয়ার হাবিবুল বাশারকে শষ্ট করেছে এই ক্যাপ্টেন্সি দিয়ে,
    আমাদের দেশের আরেক শ্রেষ্ঠ খেলোয়ার আশরাফুলকে নষ্ট করা হয়েছে এই ক্যাপ্টেন্সি দিয়ে
    আমরা আর চাইনা এমন কোন খেলয়ার নষ্ট হোক, কারন মাশরাফিকেও ধং করে ফেলা হয়েছে একই ক্যাপ্টেন্সি দিয়ে
    আসরাফুলকে ক্যাপ্টেন্সি দেওয়ার আগে এর ন্তিবাচক দিক নিয়ে অনেক কথা উঠেছে কিন্তু বোর্ড শুনে কার কথা, একে একে সব ধংস করছে,
    ক্যাপ্টেন্সি নিয়ে প্রথমে সবাই ভাল করে, তারপর সব আন্ডায় যায়
    আর চাইনা রত্ন খয়, মাশফির কাছে অথবা রাজ্জাকের কাছে অধিনায়কত্ব থাকাই ভাল

    হুমমম…।। কথা ঠিক 🙁

বাংলাদেশ কোন খেলায় জিতলে মনে হয় নিজেই জিতেছি এবং নিজেকে খুব গর্বিত মনে হয়।
ভালবাসি বাংলাদেশকে,ভালবাসি বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেট টিমকেও।
অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম এবং সংস্লিষ্ট সবাইকে।
আশা থাকল বাংলাদেশ সামনে আরো ভাল ভাল জয় আমাদের উপহার দেবে,
সর্বপরি আসন্ন বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের অবস্থান আরো সুসংহত করবে,
আরো উচুতে তুলে ধরবে আমাদের প্রিয় পতাকাকে,
শুভকামনা রইল বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি।