এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ এপ্রিল ২০১৫ জিতে নিয়ে ২য় বিজয়ী হলেন ময়মনসিংহের ছেলে!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

এখনই ডট কম বর্তমান সময়ের সর্বজনস্বীকৃত জনপ্রিয় ই-কমার্স সাইট। সব ধরণের পণ্য বিক্রিতে এখনই ডট কম এগিয়ে যাচ্ছে অনলাইন বাজারে সবার আগে। বিশ্বস্ত পেইমেন্ট মেথড, ২৪ ঘন্টা কাস্টোমার সেবা এবং দ্রুত পণ্য বাড়িতে পৌঁছে দেওয়ার নিমিত্তে এখনই ডট কম এখন সবার সেরা। তাছাড়া এখনই ডট কম দিচ্ছে পণ্যের যেকোনো সমস্যার জন্য দারুণ রিফান্ড পলিসি। তাছাড়া কর্পোরেট যেকোনো পণ্য কেনার জন্য এখনই ডট কম দিচ্ছে আরও বেশি সুযোগ।

এখনই ডট কম কম্পিউটার পণ্য বিক্রিতেও অনেক বেশি সুনাম অর্জন করছে।

অন্যদিকে টেকটিউনস বাংলা ভাষার সর্বজনগৃহীত বাংলা প্রযুক্তি সোশ্যাল নেটওয়ার্ক। বাংলা ভাষার গণ্ডি পেরিয়ে টেকটিউনস আজ বিশ্ব দরবারে সমাদৃত। বিশ্বস্ত সব কন্টেন্ট এবং টিউটোরিয়াল তৈরিতে টেকটিউনস সবার চেয়ে এগিয়ে। বিশ্বের প্রায় ২০০ এর বেশি দেশ থেকে টেকটিউনস ট্রান্সলেট করেও পড়া হচ্ছে প্রতিনিয়ত। ৩ কোটির বেশি প্রযুক্তি প্রেমীর আজ তাই এক বিরাট প্রযুক্তির আড্ডাখানা টেকটিউনস। নিবিদিত প্রাণ সব টেক প্রেমী আজ তাদের স্বপ্নের ক্যারিয়ারের সন্ধান পাচ্ছে টেকটিউনস থেকে। নতুন নতুন সব প্রযুক্তি আপডেট নিয়ে তাই টেকটিউনস এগিয়ে যাচ্ছে সন্তর্পণে।

এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ

টেকটিউনসের নিবিদিত প্রাণ প্রযুক্তিপ্রেমী টিউনারদের আরও বেশি নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ স্বরূপ বাংলাদেশের জনপ্রিয় ই-কমার্স সাইট এখনই ডট কম এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় প্রযুক্তি সোশ্যাল নেটওয়ার্ক  আয়োজন করছে টেক ফ্রিকদের জন্য অতীব প্রিয় সেরা টিউনার চ্যালেঞ্জ।

টেকটিউনসে টিউনার চ্যালেঞ্জ ঘোষণার সাথে সাথে তা টেক প্রেমীদের মনে নতুনভাবে উদ্যমের সহিত সেই চ্যালেঞ্জে অংশগ্রহন করেন। সেই সাথে চ্যালেঞ্জটি সাড়া  ফেলে দেয় অন্যান্ন সোশ্যাল প্ল্যাটফর্মে। নতুন যারা টেক প্রেমী তারা এই চ্যালেঞ্জের মাধ্যমে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করছেন, সেই সাথে নিয়মিত টিউনাররাও এই চ্যালঞ্জকে নিজেকে নতুন করে প্রকাশ ঘটার সুযোগ হিসাবে নিচ্ছেন।

এখনই – টেকটিউনসের এই চ্যালেঞ্জে প্রতি মাসে সর্বোচ্চ সংখ্যক টিউনকারী এবং সব থেকে সেরা টিউনগুলো চ্যালেঞ্জের শর্ত অনুসারে বিশ্লেষণ করে সেখান থেকে চ্যালেঞ্জের সেরা টিউনার বিজয়ী খুঁজে বের করা হয়। আর সেরা টিউনার বিজয়ী এখনই ডট কম থেকে পুরস্কার গ্রহন করেন।

এপ্রিল ২০১৫ এর এখনই – টেকটিউনস সেরা টিউনারঃ

এখনই টেকটিউনসের সেরা টিউনার হিসেবে চ্যালেঞ্জের সবগুলো শর্তানুসারে এপ্রিল ২০১৫ এর বিজয়ী নির্বাচন করা হয়। এপ্রিল ২০১৫ এর বিজয়ী হন টেকটিউনসের অন্যতম সসৃজনশীল টিউনার জিহাদুর রহমান। জিহাদুর রহমান ময়মনসিং এর ভালুকার ছেলে। এবারের এসএসসি পরীক্ষার্থী জিহাদুর এখনই – টেকটিউনসকে সামনে রেখেই তাঁর অবসর সময়ে নিজেকে মেলে ধরলেন বাংলা ভাষার সর্বাধিক জনপ্রিয় প্রযুক্তি সোশ্যাল নেটওয়ার্ক টেকটিউনসের মাধ্যমে।

মার্চ ২০১৫ এখনই – টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ বিজয়ী টেকটিউনসের অন্যতম জনপ্রিয় টিউনার  ইমরান তপু সরদার

প্রতিযোগিতার নিয়ম যাছাই বাচাই এ উত্তীর্ণ হয়ে বিজয়ী

এখই টেকটিউনস টপটিউনার চ্যালেঞ্জে এর নিয়ম অনুযায়ী শুধু মাত্র মাসের টপ টিউনার তালিকায় থাকলেই সেরা টিউনার হিসেবে বিবেচিত হবে না। মাসের শেষ তারিখে ৩০ বা ৩১ তারিখে তালিকাবদ্ধ টপ টিউনারদের মধ্যে যিনি সর্বোচ্চ টিউনারকারি হবেন তার ১ থেকে ৩০ বা ৩১ তারিখ পর্যন্ত করা প্রতিটি টিউন প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী হয়েছে কিনা তা যাচাই বাচাই করা হয়। প্রতিটি টিউনে শব্দ সংখ্যা ৭০০ শব্দের মধ্যে ছিল কিনা, প্রতিটি টিউনটি মৌলিক কিনা, টিউন গুলো টেকটিউনস ছাড়া পূর্বে কোথাও প্রকাশ হয়েছে কিনা সহ প্রতিযোগির সকল নিয়ম মেনে টিউন করেছে কিনা এ সকল বিষয় টেকটিউনস থেকে যাচাই বাছাই করা হয়।

যদি কোন টিউন প্রতিযোগিতার নিয়ম মোতাবেক না হয় তবে ঠিক তার পরবর্তি টিউনার এর টিউন পর্যালোচনা করা হয়। এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জের নিয়ম অনুযায়ী মার্চ ২০১৫ এর শীর্ষ টিউনকারি টিউনার আইটি সরদার এর মার্চ মাসে করা ৩০ টি টিউন যাচাই বাচাই করা হয়। যাচাই বাচাইয়ে টিউনার আইটি সরদার এর ৩০ টি টিউন এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জের নীতিমালায় উত্তীর্ণ হন। ফলে টিউনার জিহাদুর রহমানকে এপ্রিল ২০১৫ এর এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জের বিজযী হিসেবে ঘোষনা করা হল। একই সাথে তিনি এখনই-টেকটিউনস সেরা চ্যালেঞ্জের দ্বিতীয় বিজয়ী। টেকটিউনস ও এখনই ডট কমের পক্ষ থেকে জিহাদুর রহমানকে আন্তরিক অভিনন্দন!

বিজয়ী টিউনার জিহাদুর রহমানঃ

জিহাদুর রহমান সেই ১১ ডিসেম্বর ২০১২ থেকে টেকটিউনসের একজন নিবন্ধিত টিউনার। এর আগে থেকেই টেকটিউনসের নিয়মিত পাঠক, কিন্তু মূলত টিউন করা শুরু করেন ১১ ডিসেম্বর ২০১২ থেকে। মূলত ওয়ার্ডপ্রেস, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে টিউন করেন।

সবে এসএসসি পরীক্ষা দেওয়া টিউনার জিহাদুর রহমান দারুণ সব টিউন উপহার দিয়ে সবাইকে মাতিয়ে রেখেছেন। পূরা এপ্রিল মাস জুড়ে দারুণ সব ওয়েব টিপস এবং টিউটোরিয়ালমূলক টিউন করে তিনি এখনই – টেকটিউনসের সেরা টিউনার চ্যালেঞ্জের বিজয়ী হলেন।

এপ্রিল ২০১৫ চ্যালেঞ্জ বিজয়ীর পুরস্কার প্রদানঃ

পূরা এপ্রিল মাস জুড়ে এখনই – টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জকে সামনে রেখে সকল শর্তানুসারে সৃজনশীল এবং মানসম্মত টিউন করে বিজয়ী হয়েছেন জিহাদুর রহমান। শর্তানুসারে জিহাদুর রহমানকে এখনই ডট কমের গুলশান কার্যালয় থেকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদানের সময় এখনই ডট কমের কর্মকর্তারা জিহাদুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার প্রদান করেন এখনই ডট কমের ফিন্যান্স এবং একাউন্ট ম্যানেজার জনাব সাঈদ আশরাফ মোহাম্মদ ইকবাল। আরও উপস্থিত ছিলেন এখনই ডট কমের সিনিয়র ডিজিটাল মার্কেটার মো. মাহফুজুল ইসলাম এবং টেকটিউনসের সুপ্রিম টিউনার ইমরান তপু সরদার ও এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ বাস্তবায়নে সার্বিক সহয়তা প্রদান করেন এখনই ডট কমের এসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার জনাব মইনুল ইসলাম

এছাড়া টেকটিউনস প্রতিষ্ঠাতা এবং সিইও মেহেদী হাসান আরিফ এবং এখনই ডট কমের সিইও এবং বর্তমান বেসিস সভাপতি শামিম আহসানও বিজয়ী টিউনারকে অভিনন্দন জানান।

এখনই ডট কমের ফিন্যান্স এবং একাউন্ট ম্যানেজার জনাব সাঈদ আশরাফ মোহাম্মদ ইকবাল  পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলেন,

 "এখনই টেকটিউনস চ্যালেঞ্জ নিঃসন্দেহে ভালো মানের নতুন টিউনার তৈরির এক মহান উদ্যোগ। আমরা এখনই টেকটিউনস চ্যালেঞ্জের সাথে থাকতে পেরে সত্যিই গর্বিত। দ্বিতীয় চ্যালেঞ্জ বিজয়ী হিসেবে জিহাদুর রহমানকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন।"

পুরস্কার বিজয়ী টিউনার জিহাদুর রহমান পুরস্কার শেষে বলেন,

"সকল প্রশংসা মহান আল্লাহ্‌ তা’আলার যিনি আমাদের সৃষ্টি করেছেন। ‘এখনই-টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ’ এ বিজয়ী হতে পেরে আমার খুবই ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাই, বিশ্বের সর্ববৃহৎ বাংলা ভাষায় প্রযুক্তি বিষয়ক সোশ্যাল নেটওয়ার্ক ‘টেকটিউনস’ এর প্রতিষ্ঠাতা মেহেদী হাসান আরিফ ভাইকে এবং বাংলাদেশের প্রথম এবং সেরা ই-কমার্স সাইট ‘এখনই ডট কম’ কে যারা এই কন্টেস্ট এর আয়োজন করেছেন। টেকটিউনস এর সাথে আছি ২০১১ সাল থেকে। সবসময় টেকটিউনস এর সাথেই থাকব – ইনশাল্লাহ্‌। আমার জন্য সবাই দোয়া করবেন।"

 

এখনই ডট কম এবং টেকটিউনসের পক্ষ থেকে জিহাদুর রহমানকে অনেক অনেক অভিনন্দন!!

আপনিও হোন এ মাসের এখনই-টেকটিউন সেরা টিউনার চ্যালেঞ্জ এর বিজয়ী

আপনি যদি একজন প্রযুক্তি ফ্রিক হোন তাহলে আপনিও নিজেকে মেলে ধরতে পারেন এখনই – টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জের মাধ্যমে। সেই সাথে গ্রহন করতে পারেন পরবর্তী মাসের আকর্ষণীয় পুরস্কার।

সেজন্য আপনাকে এখনই – টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জের সকল শর্ত মোতাবেক প্রযুক্তি সম্পর্কিত টিউন করতে হবে। টেকপ্রেমীদের বিশ্বের দরবারে মেলে ধরার এক অনন্য সুযোগ এখনই – টেকটিউনস সেরা টিউনার চ্যালেঞ্জ!!

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

congration 😀

শুভেচ্ছা টিউনারকে।

বি:দ্র: ময়মনসিংহ বানানটি ঠিক করেন। 🙁

জিহাদুরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা।

** ছোট মরিচে ঝাল বেশি বলে একটা প্রবাদ আছে। এটা প্রমাণ করতে হবে!! 🙂

সু স্বাগতম তোমাকে জিহাদ , 🙂 আমার বাসা ময়মনসিংহে , চলে এসো সার্কিট হাউস পার্কে , কোলাকুলি করব 😛

জিহাদুর রহমানকে সুস্বাগতম ও অভিনন্দন। আপনার লেখনী হাত খুব ভাল, এত অল্প বয়সে সবাইকে তাক লাগানোর মত…………! যাইহোক পরিশেষে বিজয়ী হওয়ার জন্য লাল গোলাপের শুভেচ্ছা।

এগিয়ে যান।

Level 0

Congrates to Jihad. Ami o Valukar. Jak tahole amar alakar r o 1 jon k pelam ai platform a.

ওয়াও…এখানে দেখি আমি এবং রিয়াদও আছি, ধন্যবাদ ইমরান তপু সরদার ভাইকে এবং স্পেশালি ধন্যবাদ এখনই ডটকম ও টেকটিউনসকে এমন একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ।

অভিনন্দন ভাই। চালিয়ে যান। আবারো দেখতে চাই পুরস্কার হাতে।

অভিনন্দন

অভিনন্দন ভাই

অনেক মেধাবী 🙂

জিহাদুর .তোমার জন্য দোয়া করলাম সামনে এগিয়ে যাও

আরো অনেক দূর এগিয়ে যাও ভাই…

অসংখ্য ধন্যবাদ, ছোট ভাই । টেকনোলোজী বিষয়ে এত আগ্রহ দেখে খুশি হলাম । তবে কোন অবস্থাতেই পড়াশোনা বাদ দিয়ে এগুলো করতে যেও না । আশা করি, কাজকর্মে সর্বদা ধারাবাহিক থাকবে । আবারো ধন্যবাদ জানিয়ে কমেন্ট শেষ করলাম ।

দোয়া করি সামনে আরও ভালো কর যাতে তোমাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।

অভিনন্দন ।

জিহাদুর ভাই গিফ্টটা পছন্ড হল তো???

অভিন্দন

দোয়া করি সামনে আরও ভালো কর যাতে তোমাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।

Congratulations. আশাকরি আমাদেরকে সামনে আরও অনেক কিছু উপহার দিবেন।

এগিয়ে যাও জিহাদুর রহমান, আশা করি দেশের প্রযুক্তি খাতে আরো বেশী অবদান রাখবে ।

এমন আয়োজন সত্যিই টিউনারদের অনেক উৎসাহ যোগায়।…….আমি আশা রাখি টিটি নিজস্বভাবে হলেও এটি অব্যাহত রাখবে।