এখন রবি সিমে স্ক্র্যাচকার্ড -এর মাধ্যমে রিচার্জ করুন এবং জিতে নিন আকর্ষণীয় ইউনিলিভার গিফট হ্যামপার।
প্রতি ৯৯৯ টাকা, ৪৯৯ টাকা এবং ৫৯ টাকা স্ক্র্যাচ কার্ড রিচার্জে গ্রাহকদের তাদের টেলিকম খরচের উপর অ্যাড অন হিসাবে ইউনিলিভার গিফট হ্যামপার দেওয়া হবে।
১. প্রতি ৯৯৯ টাকা স্ক্র্যাচ কার্ডে গ্রাহকরা পাবেন নিম্নোক্ত ৫২০ টাকা সম মূল্যের গিফট আইটেম
- ক্লিয়ার শ্যাম্পু ৯০ এমএল
- এক্স ডিও স্প্রে - ক্লোজ আপ ফায়ার-ফ্রিজ ১৫০ গ্রাম
- ভ্যাসলিন হেলদি হোয়াইট ১০০ এমএল
২. প্রতি ৪৯৯ টাকা স্ক্র্যাচ কার্ডে গ্রাহকরা পাবেন নিম্নোক্ত ১৬০ টাকা সম মূল্যের গিফট আইটেম
- ফেয়ার অ্যান্ড লাভলী মাল্টি ভিটামিন ২৫ গ্রাম
- ক্লোজ আপ মেন্থল ফ্রেশ ৫০ গ্রাম
- সানসিল্ক শ্যাম্পু ৯০ এমএল ৩. প্রতি ৫৯ টাকা স্ক্র্যাচ কার্ডে
৩ প্রতি ৫৯ টাকা স্ক্র্যাচ কার্ডে গ্রাহকরা পাবেন নিম্নোক্ত ২৩ টাকা সম মূল্যের গিফট আইটেম
- ফেয়ার অ্যান্ড লাভলী মাল্টি ভিটামিন ১০ গ্রাম
- ২ প্যাকেট ডাভ মিনি প্যাক শ্যাম্পু
- ক্লোজ আপ মিনি প্যাক ১০ গ্রাম
সাধারণ শর্ত
-সকল রবি প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহক কেউ বাদ যাবে না।
- অফারটি শুধু মাত্র স্ক্র্যাচ কার্ডের মাধ্যমেই।
- ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা যত খুশি ততবার এই অফারটি উপভোগ করতে পারবেন।
- গ্রাহকরা নির্বাচিত রবি আউটলেট থেকে গিফট হ্যামপার সহ স্ক্র্যাচ কার্ড কিনতে পারবেন। - গ্রাহকরা শুধু মাত্র ৯৯৯ টাকা/৪৯৯ টাকা/৫৯ টাকা স্ক্র্যাচ কার্ড ক্রয় করলেই ইউনিলিভার গিফট প্যাকের অফারটি লাভ করতে পারবেন।
- ইউনিলিভার পণ্য/গিফট স্ক্র্যাচ কার্ডের সাথে বাণ্ডেল হিসাবে থাকবে।
- স্টক থাকা কালীন সময় পর্যন্ত ক্যাম্পেইন চলবে।
- এই অফারটি নির্বাচিত আউটলেটে পাওয়া যাবে। - ৫৯ টাকা রিচার্জের মেয়াদ ৩০ দিন। এবং ৪৯৯ টাকা ও ৯৯৯ টাকা রিচার্জের মেয়াদ ৩৬৫ দিন।
আমার একটি সাইট আছে মন চাইলে ঘুরে আসতে পারেন। আমার সাইট
আমি শিমুল আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 51 টি টিউন ও 85 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
wo nice post