আগামী আগষ্ট মাসের ১ তারিখ থেকে ভোটারদের হাতে ১০ বছরের জন্য উন্নমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরনের কার্যক্রম শুরু হবে। সবার হাতে স্মার্টকার্ড তুলে দিবে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মোঃ সালেহ উদ্দিন সাংবাদিকদের জানান, জুলাই মাসের শেষ দিকে না হলেও আগষ্ট মাসের ১ তারিখ থেকে সবার হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হবে। বর্তমানে চালু লেমিনেটেড জাতীয় পরিচয় পত্রটি ফেতর দিয়ে বিনামূল্যে উন্নমানের স্মার্টকার্ড পাবেন ভোটাররা। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ততথ্যে জানা গেছে, স্মার্টকার্ডে ৩ অস্তারে ২৫ টির মতো নিরাপত্তা বৈশিষ্ট্য ও আন্তার্জাতিক মানদন্ড বজায় রেখ ৮টি বৈশিষ্ট্য নিশ্চিত করা হবে। জাতীয় পরিচয় পত্রে জালিয়াতি রোধে নাগরিকদের দেওয়া হবে যন্ত্রে পাঠযোগ্য স্মার্টকার্ড। বর্তমানে এক পৃষ্টায় নাম, পিতা ও মাতার নাম, জন্মতারিখ এবং আইডি নাম্বার এবং অপর পৃষ্ঠায় ঠিকানা সংবলিত লেমিনেটিং কার্ড পাচ্ছেন ভোটাররা। স্মার্টকার্ডে নাগরিকের এসব তথ্যই থাকবে।
গত বছরের ১৬ই ডিসেম্বর জাতিকে স্মার্ট এনআইডি কার্ড উপহার দেওয়ার পরিকল্পনা ছিল নির্বাচন কমিশনের (নিক)। এ উপলক্ষে গত বছরের জুন মাসেই নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পক্ষ থেকে এ বিষয়ে এসএমএস, টিভিস্ক্রল, রোমান ব্যানার, প্রেস অ্যাড, টিভি অ্যাড, বিলবোর্ড, থিম সংয়ের খসড়া অনুমোদন করিয়ে নেয়া হয়েছিল। বিভিন্ন কারণে বিজয় দিবসে স্মার্টকার্ড দিতে না পারার পর চলতি বছরের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে স্মার্টকার্ড দেয়ার পরিকল্পনা চূড়ান্ত করে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন স্মার্টকার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে এনআইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানোও হয়েছিল। কিন্তু ওই দিনও স্মার্টকার্ড দিতে পারেনি ইসি।
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@তমাল উপল: bdit.pw