রংপুরে অনুষ্ঠিত হলো দেশের প্রথম ও বৃহত্তম ডিজিটাল সম্মেলন “বিগ ডিজাইন ডে ২০১৫”

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আজ শনিবার (২৫-০৪-২০১৫ইং) রংপুর টাউনহলে অনুষ্ঠিত হয় ডিজাইন বিষয়ক কর্মশালা "বিগ ডিজাইন ডে ২০১৫, রংপুর"। দেশের নামকরা সব অভিজ্ঞ ডিজাইনারদের সাথে উক্ত কর্মশালায় যোগ দিয়েছিলেন বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫ শতাধিক নবীন ডিজাইনার। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই পালিত হয় দিনটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু। রংপুরকে ডিজিটাল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক চেস্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় কর্মশালাটি। এরপর একে একে ডিজিটাল ডিজাইনিং এর বিভিন্ন ক্ষেত্র নিয়ে অনুপ্রেরণামূলক উপস্থাপনা তুলে ধরেন ঢাকা থেকে আগত ১৪ জন নামকরা আইটি ব্যক্তিত্ব ও ডিজাইনাররা। ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন, এইচটিএমএল, মোবাইল গেইম ডিজাইন, থ্রিডি মডেলিং ও অ্যানিমেশন, মোশন গ্র্যাফিক্স, ডিজাইন ফ্রিল্যান্সিং ইত্যাদি নানান বিষয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন বক্তারা।

'বিগ ডিজাইন ডে ২০১৫, রংপুর" -তে উপস্থিত ছিলেন...

  • বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরফুদ্দিন মোহাম্মদ ঝন্টু, মেয়র, রংপুর সিটি কর্পোরেশন
  • ওয়াহিদ বিন আহসান, হেড অব ডিজাইন, ইউজার হাব
  • নিলিম আহসান, কো-ফাউন্ডার, ইউজার হাব
  • ডাঃ রাশেদুল মওলা, উপদেষ্টা, ইউজার হাব
  • ডাঃ ফরিদ উল আলম, সহযোগী অধ্যাপক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
  • মোঃ দেলওয়ার হোসেন, সহকারী অধ্যাপক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা, ডিজাইন ওয়ারিওয়ার্স
  • তানবিন ইসলাম সিয়াম, সিয়াম রুপালি ফন্টের জনক
  • আরিফ নিজামি, ব্যবস্থাপক, গুগল ডেভেলপারস গ্রুপ ঢাকা
  • হাসান মাহমুদ, সিইও, কোয়াডরো লিমিটেড
  • সাজিদ ইভান, ফ্রন্ট-এন্ড ডেভেলপার, এসকেনিক এশিয়া
  • নাহিদা পারভিন, সিইও, দিনাজপুর আইটি সল্যুশন
  • আসাদুল আমিন তানবিন, সিজিআই ইন্সট্রাক্টর, এআইইউবি
  • মুহাম্মাদ রবিউল, প্রতিষ্ঠাতা, ব্র্যান্ডিং ভিউ ওয়ার্ল্ডওয়াইড
  • আছিয়া খালেদা নিলা, কো-ফাউন্ডার, ডাইনামিক হাবস
  • নাজমুস সাকিব, আইটি জার্নালিস্ট
  • মোঃ সামজুজ্জামান, প্রভাষক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
  • এছাড়াও আরও অনেকে.

'বিগ ডিজাইন ডে ২০১৫, রংপুর" আয়োজক...

  • বাক্সপা (বাংলাদেশ ইউজার এক্সপেরিয়েন্স প্রফেশনাল'স অ্যাসোসিয়েশন)
  • ইউজার হাব
  • মাসকারা
  • এডুমেকার
  • বিডিজবস
  • টেকশহর.কম
  • রংপুর সোর্স
  • নিজোল ক্রিয়েটিভ
  • রংপুরের খবর
  • টিউনারপেজ

আমার কথা...

সিয়াম রুপালি ফন্টের জনক "তানবিন ইসলাম সিয়াম" ভাইয়ার সাথে আমি "ব্লগার মারুফ"

অনেক আগে থেকেই আক্ষেপ ছিল ঢাকায় অনেক অনেক আইটি বিষয়ক অনুষ্ঠান হয় ঢাকাতে। সেগুলোতে যোগ দিতে পারিনা। আক্ষেপ সেখান থেকেই। রংপুরে খুব কম অনুষ্ঠানই হয় আইটি বিষয়ক সেমিনার বা কর্মশালা নিয়ে। শুধু রংপুর নয়, ঢাকা ব্যতীত অন্যান্য জেলায় ভালো মানের প্রোগ্রাম কমই হয় আইটি প্রফেশনালসদের জন্য। অবশেষে মনে হলো, রংপুরে সেরকমই এক প্রোগ্রাম হলো। নিজের জেলাতে বসেই দেশ সেরা অনেক অনেক আইটি ব্যক্তিত্বদের পেলাম। বাক্সপা এর উদ্যোগে আজকে রংপুর থেকেই শুরু হলো দেশের প্রথম ও ডিজিটাল সম্মেলন "বিগ ডিজাইন ডে ২০১৫"। এজন্য স্বাগত জানাই সংশ্লিষ্ট সকলকে। তাঁরা উদ্যোগ নিয়েছেন বিভাগ থেকে ধীরে ধীরে জেলা এবং উপজেলা পর্যায়ে এই সম্মেলনের আয়োজন করতে। সারাদিনব্যাপী এই সম্মেলনে পেয়েছি অভিজ্ঞ প্রফেশনালদের অমূল্য সব কথা। যা মূল্য দিয়ে পরিমাপ করা যায়না। সত্যিই মুগ্ধ হয়ে দেখলাম সব প্রেজেন্টেশন গুলো, স্লাইডগুলো। অসাধারন! মাঝে দেশ কাঁপানো ভূমিকম্পটাতেও মজার অভিজ্ঞতা দিয়েছে সবাইকে। প্রেজেন্টেশন দেখতে দেখতেই হল থেকে বেরিয়ে ভোঁ দৌড় অনেকের। এটাই মজা দিয়েছে বেশী। নবীন ডিজাইনারদের মিলনমেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজকের এই সম্মেলনটি। বাহিরের জেলার অনেক নবীন, এক্সপার্ট এবং আগ্রহী ডিজাইনাররা এসেছিলেন। সবশেষের দিকে, সম্মাননা প্রদান করা হয় উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গদের। আর একেবারেই শেষ পর্যায়ে এসে হলো ফটো সেশন। আমাদের টেকটিউনস পরিবারের একজন "আরিফ নিজামী" ভাইয়ের সাথে ফটো তুললাম। এরপর ভাইয়ার সাথেও ফটো তুললাম। দিনশেষে একজন প্রযুক্তিখোর হিসেবে আমার দিনটা ভালোই গেল। আবারো ধন্যবাদ জানাচ্ছি এই সম্মেলনের সাথে জড়িত প্রত্যেককে।

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আচ্ছা ভাই রংপুরে কোন সেমিনার বা কর্মশালা কোথায় কখন হয় এর রেগুলার আপডেট কোথায় বা কিভাবে পাওয়া যেতে পারে ??

    @Ashikur Rahman Tomal: একটু জটিল প্রশ্নই করলেন ভাই। আসলে সেভাবে নির্দিষ্ট সাইট বা ফেসবুক গ্রুপ অথবা পেজে তো পাবেন না। তবে ফেসবুক ইভেন্টের কল্যানে কিছুটা জানা সহজ হয়ে গেছে। আপনি একজন প্রযুক্তির মানুষ এবং আপনার ফেসবুক ফ্রেন্ডলিস্ট -এ আপনার মতোই প্রযুক্তির মানুষ থেকে থাকলে অটোমেটিকভাবেই জানা সম্ভব। কারন এখন ফেসবুকের যুগে কোন ইভেন্টের আয়োজন হলে তার একটি ফেসবুক ইভেন্ট তো অবশ্যই খোলা হয়। আর তাই ফেসবুক ইভেন্টগুলো লক্ষ্য রাখবেন, নিয়মিত চেক করবেন।