আজ শনিবার (২৫-০৪-২০১৫ইং) রংপুর টাউনহলে অনুষ্ঠিত হয় ডিজাইন বিষয়ক কর্মশালা "বিগ ডিজাইন ডে ২০১৫, রংপুর"। দেশের নামকরা সব অভিজ্ঞ ডিজাইনারদের সাথে উক্ত কর্মশালায় যোগ দিয়েছিলেন বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৫ শতাধিক নবীন ডিজাইনার। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই পালিত হয় দিনটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি মেয়র শরফুদ্দিন আহমেদ ঝন্টু। রংপুরকে ডিজিটাল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে সর্বাত্মক চেস্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় কর্মশালাটি। এরপর একে একে ডিজিটাল ডিজাইনিং এর বিভিন্ন ক্ষেত্র নিয়ে অনুপ্রেরণামূলক উপস্থাপনা তুলে ধরেন ঢাকা থেকে আগত ১৪ জন নামকরা আইটি ব্যক্তিত্ব ও ডিজাইনাররা। ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন, এইচটিএমএল, মোবাইল গেইম ডিজাইন, থ্রিডি মডেলিং ও অ্যানিমেশন, মোশন গ্র্যাফিক্স, ডিজাইন ফ্রিল্যান্সিং ইত্যাদি নানান বিষয় সম্পর্কে বক্তব্য প্রদান করেন বক্তারা।
অনেক আগে থেকেই আক্ষেপ ছিল ঢাকায় অনেক অনেক আইটি বিষয়ক অনুষ্ঠান হয় ঢাকাতে। সেগুলোতে যোগ দিতে পারিনা। আক্ষেপ সেখান থেকেই। রংপুরে খুব কম অনুষ্ঠানই হয় আইটি বিষয়ক সেমিনার বা কর্মশালা নিয়ে। শুধু রংপুর নয়, ঢাকা ব্যতীত অন্যান্য জেলায় ভালো মানের প্রোগ্রাম কমই হয় আইটি প্রফেশনালসদের জন্য। অবশেষে মনে হলো, রংপুরে সেরকমই এক প্রোগ্রাম হলো। নিজের জেলাতে বসেই দেশ সেরা অনেক অনেক আইটি ব্যক্তিত্বদের পেলাম। বাক্সপা এর উদ্যোগে আজকে রংপুর থেকেই শুরু হলো দেশের প্রথম ও ডিজিটাল সম্মেলন "বিগ ডিজাইন ডে ২০১৫"। এজন্য স্বাগত জানাই সংশ্লিষ্ট সকলকে। তাঁরা উদ্যোগ নিয়েছেন বিভাগ থেকে ধীরে ধীরে জেলা এবং উপজেলা পর্যায়ে এই সম্মেলনের আয়োজন করতে। সারাদিনব্যাপী এই সম্মেলনে পেয়েছি অভিজ্ঞ প্রফেশনালদের অমূল্য সব কথা। যা মূল্য দিয়ে পরিমাপ করা যায়না। সত্যিই মুগ্ধ হয়ে দেখলাম সব প্রেজেন্টেশন গুলো, স্লাইডগুলো। অসাধারন! মাঝে দেশ কাঁপানো ভূমিকম্পটাতেও মজার অভিজ্ঞতা দিয়েছে সবাইকে। প্রেজেন্টেশন দেখতে দেখতেই হল থেকে বেরিয়ে ভোঁ দৌড় অনেকের। এটাই মজা দিয়েছে বেশী। নবীন ডিজাইনারদের মিলনমেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আজকের এই সম্মেলনটি। বাহিরের জেলার অনেক নবীন, এক্সপার্ট এবং আগ্রহী ডিজাইনাররা এসেছিলেন। সবশেষের দিকে, সম্মাননা প্রদান করা হয় উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গদের। আর একেবারেই শেষ পর্যায়ে এসে হলো ফটো সেশন। আমাদের টেকটিউনস পরিবারের একজন "আরিফ নিজামী" ভাইয়ের সাথে ফটো তুললাম। এরপর ভাইয়ার সাথেও ফটো তুললাম। দিনশেষে একজন প্রযুক্তিখোর হিসেবে আমার দিনটা ভালোই গেল। আবারো ধন্যবাদ জানাচ্ছি এই সম্মেলনের সাথে জড়িত প্রত্যেককে।
আমাকে পেতে পারেন...
বাংলা ব্লগ | ফেসবুক প্রোফাইল | ফেসবুক পেজ | টুইটার | গুগল প্লাস ভেরিফাইড পেজ | ইউটিউব
আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com
@MD. GOLJAR ALI: Thanks