এক সময় কল্পবিজ্ঞান মানব-মস্তিস্কের কারসাজিতে পরবর্তীকালে বাস্তাবে পরিনত হয়েছে, তার নিদর্শন রয়েছে ভুড়ি ভড়ি। এ খবরটি শুনে খানিকটা কল্পবিজ্ঞানের মত হলেও, অদূর ভবিষ্যতেই সেই কল্পনা বাস্তবে পরিণত হতে চলেছে। বিভিন্ন ট্যাবলেটের মত পাসওয়ার্ডও পানির সঙ্গে গিলে খেতে পারবেন। তারপর আপনার দেহই হয়ে যাবে, কোন সিষ্টেমের পাসওয়ার্ড। খুব শিগ্রই আর পাঁচটা খাদ্যের মত পাসওয়ার্ডও একপ্রকার খাদ্য হতে চলেছে। পৃথিবীতে কোন পাসওয়ার্ড-ই নিরাপদ নয়। যে কোন পাসওয়ার্ড-ই হ্যাক করতে পারে হ্যাকাররা। তাই তথ্য প্রযুক্তি সংস্থা Pay Pal এর তৈরী করেছে এমন এক প্রযু্ক্তি, যাতে পাসওয়ার্ড ট্যাবলেটের মত পানি দিয়ে গিলে ফোলা যাবে। তা হলে আর চিন্তা নেই পাসওয়ার্ড চলে যাবে পাসস্থলিতে। তার পর মস্তিস্কে। কারো সাধ্য নেই আপনার পাসওয়ার্ড হ্যাক করবে। সাম্প্রতিক একটি তথ্য বলেছে, ২০১৪ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হলো "123456 ও password"। তাহলে বুঝতেই পারছেন যতই আপনি মাথা ঘামিয়ে একটি কঠিন পাসওয়ার্ড তৈরী করুন, হ্যাকারদের কাছে আপনার ব্যক্তিগত জীবনে প্রবেশ “পানি-ভাত”।
খাদ্য পাসওয়ার্ডটি কি ভাবে কাজ করবেঃ
Pay Pal এর প্রধান জনাথন লেব্লাঙ্ক জানাচ্ছেন, একেবারে ক্যাপসুলের মত দেখতে হবে এই পাসওয়ার্ড। ঔষদের মতো পানির সঙ্গে গিলে খেয়ে ফেলতে হবে। হযমের জন্য পাকস্তলি থেকে নির্গত অ্যাসিডেই পাসওয়ার্ডটি কার্যকর হবে। তার পর যেকোন ডিভাইস বা সিস্টেম ব্যবহার করার সময় আর পাসওয়ার্ড মনে রাখতে বা টাইপ করতে হবে না । আপনার আঙ্গুল সহ গোটা দেহই আপনার পাসওয়ার্ড। জনাথন লেব্লাঙ্ক কথায় Pay Pal ভবিষ্যতে আরো কী কী করতে চলেছে, তা এখনই বলা সম্ভব নয়। তবে খাদ্য পাসওয়ার্ড অদূর ভবিষ্যতেই চালু হয়ে যাবে। তথ্যপ্রযুক্তিতে তখন কোন ব্যক্তির দেহই হয়ে যাবে সংস্লিষ্ট ব্যক্তির নিরাপত্তা। পাসওয়ার্ড হ্যাক করার কোন সুযোগ নেই।
সূত্রঃ দৈনিক নয়াদিগন্ত।
আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 104 টি টিউন ও 291 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Tune pore amar matha tai mone hoy hack hoe gelo. Kicui ekhon bujteci na. Capsule kaile paikhanar sate kicu ber hobe na?