জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ও ডেভেলপার সম্মেলন’ অনুষ্ঠানে শিক্ষা-প্রশিক্ষন বিভাগে রানারআপ হিসেবে পুরস্কার লাভ করে ‘টিমক্রিয়েটিভ’

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গত১৮এপ্রিল, শনিবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত 'জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার ও ডেভেলপার সম্মেলন' অনুষ্ঠানে শিক্ষা-প্রশিক্ষন বিভাগে রানারআপ হিসেবে পুরস্কার লাভ করে 'টিমক্রিয়েটিভ'।প্রতিষ্ঠানটি তাদের 'ম্যাথপার্কিং' অ্যাপটির জন্যএই পুরস্কারের জন্য নির্বাচিত হয়। উল্লেখ্য 'টিমক্রিয়েটিভ' দেশের সর্ববৃহৎ অনলাইন এডুকেশন পাের্টাল Champs21.com-এর নির্মাতা প্রতিষ্ঠান।


অনুষ্ঠানে বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।সাতটি বিভাগে মোট ১৪ টি সেরা মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।


'টিমক্রিয়েটিভ' নির্মিত 'ম্যাথপার্কিং' অ্যান্ড্রয়েড অ্যাপটি মূলত শিশুদের গনিত ভীতিদূর করবার মজার একটি খেলা।গেমটিতে একজন খেলোয়াড়কে নির্দিষ্ট সময়ের মধ্যে যােগ, বিয়োগ, গুন, ভাগের মাধ্যমে একটি গাড়ি কে পার্কিং লটে সফল ভাবে পার্ক করতে হয় । শুধু শিশুরা নয় যেকোন বয়সের মানুষের খেলার উপেযাগী করেই গেমটি নির্মাণ করা হয়েছে। যাদের গণিত ভীতি আছে তারা এ গেমের মাধ্যমে অঙ্কের চ্যালেঞ্জে আগ্রহী হয়ে উঠেন সহজেই।এই তথ্যের প্রমান মেলে গুগল প্লেস্টোরে গেমটির ডাউনলােড লিঙ্কের কমেন্টগুলো থেকে।


অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠান 'টিমক্রিয়েটিভ'-এর সিইও রাসেল টি আহমেদ বলেন,' আমরা ৫-১০ বছর বয়েসী শিশুদের জন্য শিক্ষা মূলক অ্যাপ নির্মাণ করছি । কারন আমাদের আগামী প্রজন্ম প্রযুিক্তর সব শাখার বিষয়ে প্রচণ্ড আগ্রহী।

অভিভাবক হিসেবে তাদের এই চাহিদা টা আমাদের বুঝতে হবে।তাই শিশুদের মেধা ও শিক্ষার উন্নয়নের জন্য প্রযুিক্তকে বেছে নেয়া টা সবচেয়ে ভালো উপায়।'
উল্লেখ্য আগামী ২৫ মে থেকে ২৯ মে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্য-প্রযুক্তির সবচেয়ে বড় সম্মেলন।আইটিইউ, ইউনেস্কো, ইউএনডিপিএবংইউএনিসিটি এড-এর উদ্যোগে অয়োজন করা হচ্ছে এই 'বিশ্ব তথ্য সমাজ সম্মেলন-২০১৫'। 'জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার প্রাপ্ত ১৪ টি অ্যাপ পাঠানো হবে এই সম্মেলনে।

Level 0

আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস