যৌথভাবে সুইস স্মার্টওয়াচ তৈরির ঘোষণা দিলো ট্যাগ হয়্যার, গুগল ও ইন্টেল

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ইন্টেল প্রযুক্তি ও অ্যান্ড্রয়েড ওয়্যার ব্যবহার করে যৌথভাবে সুইস স্মার্টওয়াচ তৈরির ঘোষণা দিয়েছে ট্যাগ হয়্যার, গুগল এবং ইন্টেল। এই উদ্যোগের ফলে প্রতিটি কোম্পানির নিজস্ব লাক্সারি ওয়াচমেকিং, সফটওয়্যার ও হার্ডওয়্যার দক্ষতার সমন্বয়ের মাধ্যমে সুইস ঘড়ি নির্মাতা এবং সিলিকন ভ্যালির মধ্যে যৌথ সম্পর্কের নতুন যুগ শুরু হতে যাচ্ছে।

সম্প্রতি সুইজারল্যান্ডের বাসেলওয়ার্ল্ডে ট্যাগ হয়্যার বুথে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যৌথভাবে স্মার্টওয়াচ তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এলভিএমএইচ গ্রুপের ওয়াচ ডিভিশনের প্রেসিডেন্ট ও ট্যাগ হয়্যারের প্রধান নির্বাহী কর্মকর্তা জাঁ-ক্লদ বিভার, অ্যান্ড্রয়েড ওয়্যারের ডিরেক্টর অব ইঞ্জিনিয়ারিং ডেভিড সিঙ্গেলটন ও ইন্টেল নিউ ডিভাইস গ্রুপের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার মাইকেল বেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন।

একসাথে কোম্পানিগুলো একটি বিলাসবহুল পণ্য তৈরি করবে যা ব্যবহারকারীদের জীবনযাত্রাকে নিরবিচ্ছিন্ন রাখবে। ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ডিজাইন, ক্রিয়েটিভিটি ও ইনোভেশন নিয়ে এবং সুইজারল্যান্ডের ওয়াচ ভ্যালিতে স্মার্টওয়াচটি তৈরি হবে।

জাঁ-ক্লদ বিভার বলেন, “সুইস ওয়াচমেকিং এবং সিলিকন ভ্যালির মধ্যে ঘড়ি তৈরির প্রযুক্তি উদ্ভাবন ও ঐতিহ্যে এক সমন্বয় ঘটেছে। আমাদের সম্পৃক্ততা উইন-উইন পার্টনারশিপের মাধ্যমে বহু সিনার্জি তৈরি করবে এবং এতে আমাদের তিনটি কোম্পানীর জন্যই বিশাল সম্ভাবনা রয়েছে।”

ট্যাগ হয়্যারের জেনারেল ম্যানেজার গি সিমন বলেন, “সুইস ঘড়ির গুণগতমান বিশ্বব্যাপী বিখ্যাত। যখন এটা সৃজনশীল প্রযুক্তি এবং ইন্টেল ও গুগলের মতো দু’টি বিশ্ব শক্তির সাথে সম্পৃক্ত হল, তখন অ্যান্ড্রয়েড ওয়্যার প্লাটফর্ম ব্যবহার ও ইন্টেল প্রযুক্তির উপর ভিত্তি করে আমরা ইন্ডাস্ট্রিতে প্রযুক্তিগত বিপ্লব দেখতে পাই। এর একজন অগ্রজ হতে পেরে ট্যাগ হয়্যারের সাথে আমিও গর্বিত।”

ডেভিড সিঙ্গেলটন বলেন, “প্রযুক্তির সাথে সৌন্দর্যকে সমন্বয় করে এই সুইস ঘড়ি বিভিন্ন প্রজন্মের শিল্পী এবং প্রকৌশলীদের অনুপ্রাণিত করেছে, তেমনি গুগলে আমাদেরকেও। তাই আমরা ট্যাগ হয়্যার ও ইন্টেলের সাথে কাজ করে রোমাঞ্চিত। ট্যাগ হয়্যার ও ইন্টেলের সাথে একত্রে কাজ করে আবেগ ও উদ্ভাবনের এ অনন্য সমন্বয়কে বিলাসবহুল বাজারে আনতে পেরে আমরা আনন্দিত। অ্যান্ড্রয়েড ওয়্যার প্লাটফর্ম ব্যবহার করে আমরা একটি উন্নততর, সুন্দর ও আরো স্মার্ট ঘড়ি কল্পনা করতে পারি।”

মাইকেল বেল বলেন, “আমরা মানুষের জন্য বৃহৎ কার্যকারিতা ও ভেল্যু প্রদান করার লক্ষ্যে প্রযুক্তি অভিজ্ঞতা তৈরি করতে কাজ করছি। ইন্টেল বিশ্বাস করে সমন্বিত এ পদক্ষেপ পরিধেয় প্রযুক্তির ক্ষেত্রে নতুন উদ্ভাবনকে অনুপ্রাণিত করবে। ট্যাগ হয়্যার ও গুগলের সাথে সম্পৃক্ততা একটি স্বতন্ত্র স্মার্টওয়াচের মাধ্যমে আমাদেরকে পরিধেয় প্রযুক্তির আরো কাছে নিয়ে এসেছে যা এ ক্যাটাগরিকে আরো সমৃদ্ধ করেছে।”

Level 0

আমি টেকটিউনস মেন্টর X। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস