বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষে, এপ্রিল ১৪, ২০১৫ থেকে গ্রামীণফোন নিয়ে এলো একটি আকর্ষণীয় অফার সকল সম্মানিত প্রিপেইড গ্রাহকদের জন্য (ফ্লেক্সি সিম ছাড়া)। অফারটি এপ্রিল ১৬, ২০১৫ পর্যন্ত চলবে। এই অফারটির মাধ্যমে গ্রাহকগণ ফ্রি ইন্টারনেট এর সাথে ফ্রি জিপি-জিপি এসএমএস দুইটি কিস্তিতে উপভোগ করতে পারবেন। অফারটির বিস্তারিত নিম্নরূপঃ
ফ্রি অফারটি পেতে হলে ১৪২২ লিখে ৮২৮২ নাম্বারে রেজিস্টার করতে হবে
রেজিস্ট্রেশন ১৪ এপ্রিল রাত ১২:০১ মিনিট হতে ১৬ এপ্রিল রাত ১১: ৫৯ পর্যন্ত খোলা থাকবে
ফ্রি ৩৬ এমবি ইন্টারনেট এবং ফ্রি ৩৬টি জিপি-জিপি এসএমএস দুটি কিস্তিতে দেয়া হবে, প্রথম কিস্তিতে ১৪এমবি ইন্টারনেট ও ১৪ টি জিপি-জিপি এসএমএস দেয়া হবে। যা ২৫ এপ্রিল এর মধ্যে পইছে যাবে
দ্বিতীয় কিস্তিতে ২২এমবি ইন্টারনেট ও ২২ টি জিপি-জিপি এসএমএস দেয়া হবে। যা ২৭ এপ্রিল এর মধ্যে পৌঁছে যাবে। ২য় কিস্তি পেতে হলে গ্রাহক কে তার নম্বরটি চালু রাখতে হবে এবং ১৭ এপ্রিল এর পর কমপক্ষে একটি কল করতে হবে।
অফার চলাকালীন গ্রাহকগণ সর্বোচ্চ একবার অফারটি উপভোগ করতে পারবেন
ফ্রি ইন্টারনেট এবং এসএমএস এর মেয়াদ ২ দিন (বোনাস প্রদান এর দিনসহ)
ফ্রি ইন্টারনেট এর ভলিউম শেষে ০.১/১০ কেবি রেটে অতিরিক্ত ডাটা ব্যাবহার চার্জ হবে
ফ্রি ইন্টারনেট মেয়াদ শেষে ইন্টারনেট অফারটি বন্ধ হয়ে যাবে
যেকোনো নন স্টপ ইন্টারনেট প্যাকেজ (স্মার্ট প্যাক, হেভি ইউসেজ প্যাক,রাত্রীকালীনহেভি ইউসেজ প্যাক) হেভি ইউসেজ প্যাকইন্টারনেটযোগ হবে না।
ভলিউম ইন্টারনেট প্যাক -এর ক্ষেত্রে ফ্রি ইন্টারনেট যোগ হবে এবং সর্বোচ্চ মেয়াদ প্রযোজ্য হবে।
*৫৬৭# ডায়াল করে ফ্রি ইন্টারনেট এর ব্যালেন্স এবং মেয়াদ চেক করা যাবে
*৫৬৬*২# ডায়াল করে ফ্রি SMS এর ব্যালেন্স এবং মেয়াদ চেক করা যাবে
১৫% ভ্যাট প্রযোজ্য
পোস্টটি সর্বপ্রথম এখানে প্রকাশিত । ভুল হলে ক্ষমা করবেন
আমি milu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।