আপনি কি নিজেকে বাংলাদেশী মনে করেন? তাহলে এড়িয়ে যাবেন না

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আস্সালামু আলাইকুম।

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এটি কোন শিক্ষনীয় কোন পোস্ট দেই নেই। -_-
তবুও না দিয়ে পারলাম না যেহেতু এটা একটা দেশকে নিয়ে কথা ওঠেছে তাও আমার আমাদের প্রাণের চেয়েও প্রিয় দেশ বাংলাদেশ।। নিচে বিস্তারিত ভাবে পড়ুন।

আশাকরি সবাই ভাল আছেন
কিন্তু কেউ ভাল নেই।
কেন?????
কারনটা সবাই জানেন। তাহলে
কিছু একটা করুন, আর কত অপমানিত
হবেন। ৭১ এর সেই বীরদের
উত্তরসারীরা তো ঘুমিয়ে
থাকার পাত্র হতে পারেনা।
কি কিছুই বুঝেন নি? তাই আমরা বাঙালীরা চুপ করে বসে থাকার পাত্র নয়।
শুনুন--- বাংলাদেশ বিশ্বকাপে র
কোয়ার্টার ফাইনালে আর এ
নিয়ে পাকিস্তানি ও ভারত সহ
অনেকেরই চুলকানি। তার মধ্যে
ভারতের একটু বেশি।
মওকা মওকা ভিডিওটি সবাই
দেখেছেন ।
তাহলে আপনি চুপ কেন?
প্রতিবাদ করুন, জয়েন করুন এই
ইভেন্টে
ইভেন্ট লিংক
সকলের রিপোর্টের কারনে
তিনবার আপলোড করা ভিডিও
ইইটিউব থেকে সড়ানো হয়েছে।
আপনিও আসুন আমাদের সাথে
এবং ইভেন্টের. প্রতিবাদগুলো
জোড়ালো করুন।
★★★★★★★★★★★★★
ফেসবুকে আমি ইরফান এলিন।।।।।।
ফেসবুকে আমি আমি ফেবু তে
###সময়ের অভাবে গোছানো
ভাবে লিখতে পারলামনা। তার
জন্য দুঃখিত এবং ক্ষমাপ্রার্থনা
করছি।
পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।।।

আরো একটি কথা আবারো বলছি এই সাইট এ ২ কোটি মেম্বার আছে এদের মধ্যে যাদের ও একটু দেশপ্রেম আছে তারা এই ইভেন্ট এ জয়েন করবেন।।আর গ্রুপ এ যা লিংক দেয়া হবে তাতে রিপোর্ট করবেন।।।।।।।।।।।।।।।।।

প্লিজ দেশের জন্য এতুটুকু কষ্ট করেন।।।

Level 0

আমি টাইগার স্ক্রিপ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 46 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

air prithibite sobai acheche sokolke help korte.tai Ami o amar jototuko shomvob tai help korbo THANKS TO ALL.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এতক্ষণ পর্যন্ত এই পোস্ট টা ১০০ বার দেখা হইছে বাট এখানে কোনো কমেন্ট নাই।তাও গ্রুপে মাত্র ৬ জন জয়েন করছে??????!!!!!!!!!!!!!!

এটাই হলো দেশ প্রেম????????

বাকি ১০০ জনের মধ্যে ৯৪ জন কি দেশ প্রেমিক নয়।??????

তাহলে জয়েন হলো না কেনো?????

তাদের কাছে আমার একটাই প্রশ্ন।।।।।।।।।

আর এখন আমি যদি বলতাম যে গ্রুপে এড হলেই ১ ডলার ফ্রি তাই এতক্ষণে এক জনই ৩-৪ টা ফেইক আইডি দিয়ে জয়েন করত।।।।।
?????????????!!!!!!!!!!!!!!!!!????????///??!!!!!!!!!!!!!

কি আর বলব?????????? কিছুই বুঝতে পারছি না।।।।।।।।।।।

হাসিনাকে সিটে রেখে এসব ইভেন্ট-ফিভেন্টে কিছুই হবেনা। সাবধানে থাকেন, এদেশীয় হিন্দুদের কলিজা ভারত নিয়ে বেশি কথা বইলেন না। গ্রুপে লোক কম হওয়াটাও একদিক থেকে ভাল। নজরে পরার চান্স কম। মালুদের নজরে একবার পরে গেলে তাদের সরকারের হাতে জঙ্গী বলে ধরা পড়ে যেতে পারেন

indian website hack korla valo hobe

ভাই রিপোর্ট করছি। দেখি কতদুর কি হয়

আমাদের দেশে উন্নতি এজন্য হয় না।।যদি লোভ দেখাইতেন ১০০টাকা বিকাশ দিমু।তাহলে এতখনে ১০-১২লাখ মানুষ জয়েন করত ।। সারথ্যপর সব গুলা।।

বসেরা এখন পযন্ত ইন্ডিয়ান ৩০০০+ সাইট হ্যাক হইছে।।।।।।এখনও আমরা ট্রাই করতেছি

সবচেয়ে বড় কথা হলো ধনি সাইট হ্যাক করা হইছে।।আর কিংস ইলিভেন পাঞ্জাব এর অফিসিয়াল সাইট হ্যাক হইছে।।।।।।

আর কি লাগে।।।।।।

যেই ভিডিওটিকে নিয়ে এতো তোলপার শুরু হয়েছে, সেটা আদও আসল কি না, তা নিয়েই সন্দেহ আমার। এই ভিডিওটা আমি টিভিতে দিতে দেখি নি, আর এটা পেপসির অন্যান্য মওকা ভিডিও গুলো থেকেও ভিন্ন। কারণ মওকা ভিডিও গুলোতে টিমের নামযুক্ত গেঞ্জি নয়, বরং টিমের জার্সি পড়ে থাকে যারা অভিনয় করে। আর এখানে যেসব বাচ্চারা এই অ্যাডটি করেছে, তাদের দেখে এটাকে অফিসিয়াল মনেও হচ্ছে না আমার। সত্যি বলবো, এটা দেখে মনে হচ্ছে ভারতের ঘরোয়া কিছু আবাল পোলাপাইনের বানানো, আর কিছুই না। এ ধরণের ভিডিও-র জন্য একদিকে প্রতিবাদের চিল্লানি, অন্য দিকে কিছু মানুষ এয়ারটেল ব্যবহার বন্ধ শুরু করেছে।

শেষ কথা আমার একটাই। যদি প্রমাণ করতে পারেন এটা আসলেই পেপসি বানিয়েছে, তবেই আমি এ প্রতিবাদে যোগ দিবো। নইলে ভারতের দুইটা আবাল বাচ্চার ভোক**গিরির জন্য এতো তাণ্ডব করার মানে হয় না…

পেপসির সাইটাকে কি কোনও ভাবে হ্যাক করা যায় না? সাথে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সাইটাও। তাহলে ১৮ তারিখের রাতটা একটু শান্তিমতো ঘুমাতে পারতাম। গত কয়দিন হলো রাতে ঠিক মতো ঘুমাতে পারছিনা। যতটা না ইন্ডিয়ানদের উপড় রাগ তারচেয়েও বেশী নিজের উপর। কারণ আমি হ্যাকিং পারি না। আফসোস! ভারতীয় সাইটগুলো এখনও বেঁচে আছে।

হা ভাই ঠিক কিন্তু আমরা আর কি করতে….

ভাল খেলে প্রতিবাদ জানানটাই কি শ্রেষ্ঠ পন্থা নয় ?
আপনাদের টাইগারদের ফিল্ডিং দেখেছেন ?
আশা করব ভাল ক্রিকেট দেবার চেষ্টা করবেন , হ্যাকিং না করে !!!!
আর খেলা টাকে খেলা হিসাবে দেখাটাই কি বুদ্ধিমানের কাজ নয় ??????????

আর একটা বাপার এটা কিন্তু অফিসিয়াল নয় ।

    @নীলোৎপল বেদী: আপনি ঠিক কথা বলেছেন , নাচতে না জানলে উঠানের দোষ ।

    ভারত জিতে যাওটা যেন অস্ভাবিক ভরাত এর আগেতো আকটাও ম্যাচ জিততে পারেনি , বাংলাদেশ কে হারাল কি প্রকারে নিশ্চয় অ্যামপিয়ারকে ঘুষ দিয়াছে……………. lol