ব্লগিং-এ বাঙ্গালীদের আগ্রহ বরাবরই বেশি। বিভিন্ন ব্লগসাইটের অবস্থা এবং ভিজিটর দেখলেই তা বোঝা যায়। আর সমসাময়িক সময়ে প্রযুক্তি বিষয়ক ব্লগগুলাতেও মানুষের আনাগোনা বেড়েছে। টেকটিউনসই তা উৎকৃষ্ট এক প্রমাণ। সে যাই হোক, একই ধারাবাহিকতায় শুধুমাত্র প্রযুক্তি বিষয়ক ব্লগারদের আরো নিত্যনতুন ব্লগ লিখতে উৎসাহী করতে মাসিক টেকনোলজি টুডে প্রত্রিকার ব্লগসাইট ‘টেকনোলজি টুডে ব্লগ’ আয়োজন করেছে নতুন এক ক্যাম্পেইনের। এর মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট যেকোন বাংলা লেখা লিখেই আপনি জিতে পারেন নেটবুক, ডিজিটাল ক্যামেরা, আইপড, ওয়াইম্যাক্স ইন্টারনেট মডেমসহ আরো বেশ কিছু আকর্ষণীয় পুরষ্কার।
শুধু এখানেই শেষ না। মজার ব্যাপার হচ্ছে ব্লগে আপনার মন্তব্যও যদি তথ্যবহুল এবং সুন্দর হয় তবে সেটিও পুরষ্কারের জন্য বিবেচিত হবে।
৩১শে অক্টোবর পর্যন্ত প্রকাশিত লেখাসমূহ এই প্রতিযোগিতার আওতায় পড়বে। আর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ৭ নভেম্বর।
আশা করি আমার মতো আপনারা অনেকেই এই সুযোগ হাতছাড়া করবেন না। তাই টেকটিউনসের পাঠকদের জন্য এই তথ্যটি শেয়ার করলাম।
সবাই ভালো থাকবেন।
বিস্তারিত জানতে টেকনোলজি টুডের সাইট থেকে ঘুরে আসুন এখনি।
আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...
ভাল খবর। দেখি কি হয়।
—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত