ব্লগ লিখে নেটবুকসহ আরো পুরষ্কার জিতে নেবার সুযোগ দিয়েছে টেকনোলজি টুডে ব্লগ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ব্লগিং-এ বাঙ্গালীদের আগ্রহ বরাবরই বেশি। বিভিন্ন ব্লগসাইটের অবস্থা এবং ভিজিটর দেখলেই তা বোঝা যায়। আর সমসাময়িক সময়ে প্রযুক্তি বিষয়ক ব্লগগুলাতেও মানুষের আনাগোনা বেড়েছে। টেকটিউনসই তা উৎকৃষ্ট এক প্রমাণ। সে যাই হোক, একই ধারাবাহিকতায় শুধুমাত্র প্রযুক্তি বিষয়ক ব্লগারদের আরো নিত্যনতুন ব্লগ লিখতে উৎসাহী করতে মাসিক টেকনোলজি টুডে প্রত্রিকার ব্লগসাইট ‘টেকনোলজি টুডে ব্লগ’ আয়োজন করেছে নতুন এক ক্যাম্পেইনের। এর মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি সংশ্লিষ্ট যেকোন বাংলা লেখা লিখেই আপনি জিতে পারেন নেটবুক, ডিজিটাল ক্যামেরা, আইপড, ওয়াইম্যাক্স ইন্টারনেট মডেমসহ আরো বেশ কিছু আকর্ষণীয় পুরষ্কার।

শুধু এখানেই শেষ না। মজার ব্যাপার হচ্ছে ব্লগে আপনার মন্তব্যও যদি তথ্যবহুল এবং সুন্দর হয় তবে সেটিও পুরষ্কারের জন্য বিবেচিত হবে।

৩১শে অক্টোবর পর্যন্ত প্রকাশিত লেখাসমূহ এই প্রতিযোগিতার আওতায় পড়বে। আর বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ৭ নভেম্বর।

আশা করি আমার মতো আপনারা অনেকেই এই সুযোগ হাতছাড়া করবেন না। তাই টেকটিউনসের পাঠকদের জন্য এই তথ্যটি শেয়ার করলাম।
সবাই ভালো থাকবেন।

বিস্তারিত জানতে টেকনোলজি টুডের সাইট থেকে ঘুরে আসুন এখনি।

Level New

আমি সেতু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 47 টি টিউন ও 466 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আছি কম্পিউটার আর ইন্টারনেটকে সাথে নিয়ে।ভালোবাসি নতুন আর আনকোরা সফটওয়ার নিয়ে কাজ করতে।ভালো লাগে হার্ডওয়ার নিয়ে ঘাটাঘাটি করতে।পড়ছি বুয়েটে।কাজ করছি টেকনোলজি টুডে'র সহকারি সম্পাদক হিসেবে।কম্পিউটার-এর জগতে শুধু ঘুরেই বেড়াচ্ছি গত প্রায় ১২/১৩ বছর ধরে।কম্পিউটার নিয়েই কাজ করছি ৮/৯ বছর ধরে।জড়িত আছি বিভিন্ন দেশী-বিদেশী সাইট-এর সাথে।মোটামুটি দেশীয় কম্পিউটারের সবক্ষেত্রেই নজর রাখতে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল খবর। দেখি কি হয়।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

হ্যা আমরা জানি, এ ধরনের ক্যাপ্মেইন গুলোর পুরস্কারের তালিকায় ল্যাপটপ, পিসি, মোবাইল ইত্যাদি থাকলেও পাওয়া যায় কেবল তাদের লোগো সম্বলিত টি শার্ট আর ক্যাপ।

    ভাই, একেবারে জটিল বলেছেন।

    —————————————
    আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

    Level New

    দেখাই যাক কি হয়!! ব্লগ তো আমরা কতোই লিখি। এবারে না হয় একটা টি-শার্ট/মগ জিতলামই!!!!

    @ সেতু!
    কিন্তু ল্যাপটপ জেতার জন্য যে ব্লগটা আপনি লিখবেন সেখানে আপনাকে নিশ্চই অনেক শ্রম ও মেধা খরচ করতে হবে। ক্যাপ আর মগে কি আপনার পোষাবে?

    Level New

    কি পুরষ্কার পেলাম সেটা কি খুব বেশি গুরুত্বপূর্ণ? আমি বুঝাতে চেয়েছি যে- দেখাই যাক না কি হয়।
    যেমন ধরুন এই মুহুর্তে টরেন্ট বিষয়ক যেই টিউনটি নির্বাচিত হয়ে আছে সেটা কথাই চিন্তা করুন। আমার এই টিউন লিখে পোষাবে কিনা এটা ভেবে যদি লেখন দিহান ভাই এটা লিখতে বসতেন তাহলে কি এই লেখাটি জন্ম নিতো?

    আমি টিউনটি কোনো বানিজ্যিক উদ্দেশ্যে করিনি। ভাল লেগেছে, মনে হয়েছে যে সবার কাজে লাগবে তাই দিয়েছি, এমন কি গতকালের আগ পর্যন্ত আমার নিজের ব্লগেও দেই নি।
    সবাই স্বার্থ ত্যাগ করে একে অন্যকে যতটুকু পারা যায় সাহায্য করলে একসময় নিজের দরকারেও অন্যদের পাওয়া যাবে।
    এভাবেই কিন্তু একটা সমাজ গড়ে ওঠে।

    Level New

    আপনার কমেন্টের ধরণ দেখে একটা কথাই মনে পড়ে গেল-
    ওপেন সোর্স!!!!

ভাই, এটা কি লোভ দেখিয়ে টিটি থেকে ব্লগার পাচারের ব্যবস্থা? যদি আসলেই পুরষ্কার থাকে তবেই বলেন। আর আমরাও দেখতে চাই আসলেই কেউ না কেউ যেনো পায় ।

    Level New

    সুন্দর কথা বলেছেন দিহান। আপনাকেও একটা কথা বলে নিই। আপনার নামটা গত ৩/৪ মাস ধরে হয়তো টেকটিউনসে দেখছি। আগে অন্য আইডি ছিল কিনা জানি না। আমি কিন্তু ভাই গত ২ বছর ধরেই টেকটিউনসের নিয়মিত ভিজিটর। আমি যদি এই সাইটকে আসলেই ভালোবেসে থাকি এবং আমার ব্রাউজারের বুকমার্ক বানিয়ে রাখি, তাহলে কোনো কিছুর লোভ দিয়েই আমাকে টেকটিউনস থেকে সরানো যাবে না। হ্যা নতুন ভালো সাইট হলে অবশ্যই যাবো, কিন্তু এখান থেকে ব্লগার পাচারের ব্যাপারটা সেক্ষেত্রে আসবে না।
    তবে হ্যা অনেকেই হয়তো আছেন, আরা নিজেদের সাইটের প্রচারণার জন্য ব্লগ লিখেন তাদের কথা বলে কি লাভ আছে? তারা আজ এখানে-কাল ওখানে-পরশু সেখানে, সেটা বলে কি লাভ আছে?
    টেকটিউনস একদিনেই এক-দুইজন লেখক, দশ-বিশজন ভিজিটর নিয়ে তৈরি হয়নি। তাই না?

    না ভাই আমি আগে অন্য কোন আইডি থেকে ব্লগিং করিনা আমার নিজেরও ভাল কোন সাইট নাই, একটা আছে যেটায় যখন মনে ধরে লেখি। কোনদিন আমি আমার সাইটে কাউকে রেফার করিনি। আমার পোস্টগুলো প্রমাণ। আর টেকটিউনস দুদিন পর পর নাই হয়ে যায় সেটা তো দেখেনই। এই কারনে ভাললাগেনা। কিন্তু টেকটিউনসএর আলাদা কোন ম্যাগাজিন নাই যেটা বিক্রি করে সে পয়সা কামাতে পারবে। টেকনোলজি টুডের আছে। আমি সেখানে কাল লেখা শেয়ার করেছি। কিন্তু আমাদের লেখা যদি টেকনোলজি টুডে তাদের ম্যাগাজিনে দিতে চায়? তখন কি আমরা সম্মানী পাবার দাবী করতে পারিনা? কেননা এটা বিজনেস পারপাসে ব্যবহৃত হচ্ছে। কিন্তু তখন যদি তাতে অসম্মতি জানায় টেকনোলজি টুডে? ফলাফল হল বিভেদ।
    কিন্তু টিটিতে সে সমস্যা নাই।

Level 0

আসলে ক্যাম্পেইনিংটা পজিটিভলি দেখলে পজিটিভ, আর নেগেটিভলি দেখতে চাইলে তাও হতে পারে

আমি পজিটিভ দিকটাই বলছি,
ব্লগারদেরক্ষেত্রেঃ ব্লগারদের অনেকে হয়তো নিজেকে খুজে পাবেন নতুনভাবে, নতুন রুপে
সাটের ক্ষেত্রেঃ সাইট পাবে ভালো ট্রাফিক, প্লাস একটি ভাল প্লাটফরম
আর জাতীর ক্ষেত্রেঃ জাতি পাবে টেকনোলোজির উপর মানুষের আগ্রহ, আরো কিছু শীক্ষনীয় প্লাটফরম
সকল পজিটিভ লক্ষ্যের জয় হোক

তবে, আমি একটা নেগেটিভ ঘটনা তুলে ধরি,
কিছুদিন আগে আমি এক প্লাটফরম খুব ভালভাবে পড়তে থাকি, পাশাপাশি কমেন্টও,
তো এক জায়গায় দেখলাম, সেই সাইটের এডমিন এর একটা পোষ্টে কেউ একজন সমস্যায় পড়ে কমেন্ট করলেন,
আর সাইটের এডমিন যেকোন কারনে তার উত্তর সঠিকভাবে দিতে ব্যার্থ হয়ে, অন্যভাবে মানে ভুলভাবে সেটার ব্যাখ্যা দিলেন
তো আমি সঠিক সমাধান দিয়ে বিসধ কমেন্ট করলাম,
সমস্যার সমাধান হল,……কথপোকথনের এক পর্যায়ে এডমিনের সাথে দেখা করার শিডিউল হয়,
আমি যথা সময়ে সেখানে উপস্থিতও হই,
এবং কন্টাক নাম্বারে যোগাযোগ করলে তাকে পুর্বালচনার ব্যাপার বলি, তিনি জানালেন,
‘বস এখন নাই…………আপনি কালকে আসুন’
তো তাহার সনে বাত করিয়া আমার যাহা মনে হইতে লাগিলো , তিনারা অনেক উপরের পদের মানুষ হয়ে থাকবেন, এবং আদৌ মিলিবেন কিনা তাহা লইয়া সন্দেহ আছে বৈকি…………

আমি এই ভাবতে ভাবতে ফিরলাম, যে মানুষকে কেন যে তিনারা গাধার সমেত মুলা দেখাইয়া দৌড়-ঝাপ করান তা আমার বোধ-গম্য নয়

    টেকনলজির Student হইয়া আপনি কেমন কইরা এত সুন্দর করে কমেন্ট দিলেন? আমি ভাবনার মধ্যে পড়িয়া গেলাম।

    Level 0

    তাহাই যদি হইয়া থাকে , তবে চলুন আমরা টেকি বিষয় বর্জন করিয়া ভাবালাপ করিতে থাকি,

    আসলে জাকির ভাই, মনের দুঃখে লেখাটা, মানে কমেন্টটা করলাম, কারন আমাদের সমাজের এই রুপটা বড়ই বর্তমান
    তাইতো আমাদেরকে মাঝে মাঝে কবি-সাহিত্যিকদের মত বাত-চিত করতে হয়

সকল বাংলা ভাল সাইটকেই স্বাগতম জানাই বাংলা ভাষা ইন্টারনেটের মাধ্যমে আরো বেশী ছড়িয়ে যাক এই প্রত্যাশাই করি।
দিহান ভাই চিন্তার কারন নাই টেকটিউন্স ছেড়ে আমার মনে হয়না কেউ যাবে কিংবা অন্য কোন সাইটকে বেশী প্রাধান্য দিবে তবে আপনার কথা
“কিন্তু আমাদের লেখা যদি টেকনোলজি টুডে তাদের ম্যাগাজিনে দিতে চায়? তখন কি আমরা সম্মানী পাবার দাবী করতে পারিনা? কেননা এটা বিজনেস পারপাসে ব্যবহৃত হচ্ছে”।–একমত।
আর লাকী ভাইকে,
জাকির says: ৩০ সেপ্টেম্বর, ২০১০ at 11:42 অপরাহ্ন
টেকনলজির Student হইয়া আপনি কেমন কইরা এত সুন্দর করে কমেন্ট দিলেন? আমি ভাবনার মধ্যে পড়িয়া গেলাম।
ধন্যবাদ সবাইকে।

    Level 0

    আতাউর ভাই, মনে অনেক ব্যথা , ঔষধ লাগাই কোথা??

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ।