সিলিকন ভ্যালির প্রতিষ্ঠিত কোম্পানি অ্যাডব এই সফটওয়্যার কিনে নেন ২৫ বছর আগে ১৯৯০ সালের ১৯ ফেব্রুয়ারি। প্রকৃতপক্ষে ১৯৮৮ সালে থমাস এবং জন কল এই সফটওয়্যার প্রতিষ্ঠা করেন। প্রথমে এটির নাম ছিল ডিসপ্লে, পরবর্তীতে এটার নাম ফটোশপ দেওয়া হয়।
পরবর্তীতে তারা এটি অ্যাডব কোম্পানির কাছে বিক্রি করে।
ফটোশপ ১.০ এর মূল্য ছিল ১০০০ ডলার। এক দশকে ৩ মিলিয়ন কপি ফটোশপ বিক্রি হয়।
সর্বশেষ টেক নিউজের ২য় পর্ব (নিয়ে নিন এখনি ২ জিবি গুগল ড্রাইভ জায়গা সম্পূর্ণ ফ্রিতে )
সর্বশেষ টেক নিউজের ১ম পর্ব ($৪০০ ডলার মূল্যের গুগল আর্থ সফটওয়্যারটি নিয়ে নিন সম্পূর্ণ ফ্রিতে।)
আসলে কি এই সর্বশেষ টেক নিউজ? এখন থেকে এই চেইন টিউনে সবথেকে তথ্যবহুল এবং আলোচিত টেক নিউজ এবং সর্বশেষ অফার এখানে পাবলিশ করা হবে। সব সময় এই টিউনের তথ্য বিশ্বস্ত জায়গা থেকে সংগ্রহ করা হবে।
ধন্যবাদ সবাইকে।
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
টিউনের জন্য ধন্যবাদ।