এটি একটি প্রতিবাদমূলক পোষ্ট টিটির কাছে।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

টেকটিউনসের নিকট লেখা খোলা চিঠি।

প্রিয় টেকটিউনস,

কয়েকদিন যাবৎ আমি একটা ব্যাপার লক্ষ্য  করলাম অসাধু রাজনীতিবিদরা  আমরা এদেশের জনগনকে কচ্ছপ বানিয়ে ফেলেছে, আমিও এর ব্যতিক্রম নই ।  কারণ আজকাল অন্যায় দেখলে সবাই না দেখার ভান করে পাশ দিয়ে হেটে যায় যেন কোথাও কিছু হয়নি। এর অবশ্য কারণ আছে, বস্তাপচা রাজনীতিবিদ কালো বিড়ালেরা আইনের অপব্যবহার করে এদের ক্ষমতার মাত্রা এমনি পর্যায়ে নিয়ে গেছে যে , এদের অপকর্মের প্রতিবাদ করে কিছু বললে জেল জরিমানাও হতে পারে।

অাসলে কিছুদিন যাবৎ লক্ষ্য করছি কিছু দলকানা রাজনীতিবীদ টেকটিউনসে ঢুকে পড়েছে এবং চান্স পেলেই এরা এদের বস্তাপচা রাজনীতে সম্বনিত মতবাদ  টিউন করে টেকটিউনসকে কলঙ্কিত করার চেষ্টা করছে, স্বাভাবিকভাবে যেটা তারা অন্যজায়গায় সবসময় করে। বুদ্বিমান পাঠক নিশ্চই বুঝে গেছেন এরা কারা।

তো যাই হোক এটা বোধগম্য যে মেধাবী টিউনার তারা তাদের শিক্ষনীয় টিউন দিয়ে টিটিকে যেমন  সমৃদ্ধ করছে অন্যদিকে মেধাশূন্যরা টিটিকে  কলঙ্কিত করার চেষ্টা করছে। তাই টিটির কাছে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Level 0

আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি যে বলেন ভাইজান…. ওইটা আমার ফেভারিট ভিডিও গেমসের রিভিউ…হা হা হা…

ঠিক বলেছেন

দু একটা লিঙ্ক দিলে ভাল হতো ।

prov হিসেবে লিংক দেন দুই একটা

প্রুভ এর জন্য লিঙ্ক দিয়ে কাদা ছুড়োছুড়ি করে আর দিয়ে কি হবে বলুন দাদা, আপনি তো টিটির একজন পাঠক, তাই না। কাদা ছুড়োছুড়ি করে রাজনীতিবিদদের মতো প্রুভ এর চেষ্টা করে কি কোন লাভ আছে?? একদল বলে তুই খাম্বা চোর আর একদল বলে তুই তত্ত্ববধায়কের গদি চোর, পদ্মার পিলার চোর, রেলের স্লিপার চোর। এখন নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন !! চোর দুজন ই। কথা হচ্ছে কে ছোট চোর আর কে বড়। নিজের বিবেকই হচ্ছে বড় প্রুভ।