খেলার খবর এর সাথে টিভি চলুন দেখে আসি…।।

টিউন বিভাগ খবর
প্রকাশিত
বর্তমান বিশ্বে খেলাধূলার
জনপ্রিয়তা যে আকাশচুম্বি তা চোখ বন্ধ
করেই বলে দেয়া যায়। ইন্টারনেট
প্রযুক্তির আশীর্বাদে এখন
টিভি কিংবা ডিশ লাইন ছাড়াই
খেলা দেখার সুযোগ আছে।এজন্য
বিভিন্ন লাইভ স্ট্রিমিং ওযেবসাইট
আছে যেখানে আপনি ইন্টারনেটের
মাধ্যমে লাইভ খেলা উপভোগ
করতে পারবেন। বাংলাদেশের
সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস নিউজ
পোর্টালে এই ব্যবস্থাটা রয়েছে।
এখানে একদিকে আপনি যেমন
খেলাধূলার সর্বশেষ খবর পাবেন
অন্যদিকে দেখতে পারবেন লাইভ
খেলাও। সেজন্য আপনাকে খুব
বেশি কষ্টও করতে হবে না।
মাত্র একটি কিল্ক করেই
চলে যেতে পারবেন সরাসরি খেলার
মাঠে। শুরুতে হয়ত বিজ্ঞাপনের
কারণে ১৫ সেকেন্ড সময় নিতে পারে।
কিন্তু এর পর আর কোনো ঝামেলাই নেই।
এখানে আপনি ক্রিকেট, ফুটবলের সব
আন্তর্জাতিক ও ক্লাব পর্যায়ের
খেলাগুলো উপভোগ করতে পারবেন।
কারণ এখানে আছে খেলা প্রচার
কারী সবচেয়ে জনপ্রিয় সবগুলো স্পোর্টস
চ্যানেলই।
যেখানে আপনি একদিকে যেমন
লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ
দেখতে পাবেন
অন্যদিকে ক্রিকেটপেমীরা পাবেন
বিগ ব্যাশ কিংবা আইপিএল।
সাথে বিশ্বকাপ ক্রিকেট তো থাকছেই।
বিশ্বকাপের উন্মাদনা উপভোগ
করতে পারেবন আমাদেরই দেশি লাইভ
স্পোর্টস নিউজ পোর্টালে। কারণ
বেশির ভাগ ক্ষেত্রে যেটা হয়
দরকারের সময়
আমরা গুগলিং করতে করতে অস্থির
হয়ে পড়ি কিন্তু সঠিক
লাইভস্ট্রিমিং সাইটে ঢুকতে পারিনা।
সঠিক লাইভস্ট্রিমিং সাইটের
অ্যাডড্রেস জানা না থাকার
কারণে মাঝে মাঝে গুরুত্বপূর্ন খেলাও
মিস হয়ে যায়। তাই আর
যাতে একটা দরকারী খেলাও মিস
না হয় সেজন্য এখন থেকেই এই
লাইভস্ট্রিমিং সাইটটাকে বুক মার্কও
করে রাখতে পারেন।
এখানে থাকছে:
স্টার স্পোর্টস, স্টার ক্রিকেট, টেন
স্পোর্টস, টেন ক্রিকেট, স্কাই স্পোটস,
ইএসপিএন
টেন অ্যাকশন, জিও সুপার, সনি সিক্স,
গাজী টিভি, চ্যানেল নাইন,
লাইভ টিভির অ্যাডড্রেস: live.bspn24.com

Level 0

আমি মন মাঝি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস