জেএসি রেজাল্ট দেখার নতুন নিয়ম ( শুধু ঢাকা বোর্ড এর জন্য )

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আমার সন্ধ্যা হতে মাথাটা গরম প্রিয় টেকটিউন্স এর টিউন গুলো পড়ে, কারণ সবার এক কথা যে জেএসসি/জেডিসি রেজাল্ট পেতে ভিজিট করুন http://educationboardresults.gov.bd/ এ আরে সকলে ঘুরিয়ে পেচিয়ে না বলে এক জনেরটা অনুসরণ করুন আর আপনারা যে জানেন তা আমরা ১ কোটি টিউনার জানি । তবে কেন একই লেখা বারে বারে দিচ্ছেন মাথা কি ঠিক আছে না গেছে।

এই বার আমার কথায় আসি আপনাদের জন্য ঢাকা বোর্ড একটি সহজ নিয়ম বের করেছে তা অনুসরণ করলে একটি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর রেজাল্ট এক সাথে পেতে পারেন সাথে পাবেন কতজন পাস ফেল করল, কতজন A+ পেল ও পাসের হার আর এ নিয়মটি গত বছর চালু হয়ে ছিল।এতে করে রেজাল্ট দেওয়ার সাথে সাথে রেজাল্ট পাবেন একে বারে টেবুলেশন সিটের মত মানে এক বিদ্যালয় বা্ কলেজের পাবলিক পরিক্ষার্থীদের রেজাল্ট রেজাল্ট একসাথে পাওয়া যাবে।এজন্য প্রয়োজন হবে একটি বিদ্যালয়ের EIIN NUMBER. আর এটি পাওয়া যাবে সংশ্লিষ্ঠ শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে।

প্রথমে http://dhakaeducationboard.gov.bd/institution/admin এ ঢুকে আপনার কাংক্ষিত বিদ্যালয়ের EIIN নাম্বার জানুন

তার পর ঐ বিদ্যালয়ের সম্পূর্ন রেজাল্ট পেতে http://result.dhakaeducationboard.gov.bd/ এ ভিজিট করে EIIN বক্সে EIIN Number দিয়ে Login এ ক্লিক করে পেয়ে জান বিদ্যালয়ের পূর্ন রেজাল্ট। আমার টিউনটি  খারাপ হলে মাফ করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন ভাল ভাল টিউন লিখতে পারি।

Level 2

আমি খান সানি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস