ASUS নেটবুক/ নোটবুক/ সকল সিরিজের ওভারভিউ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ASUS X সিরিজ

এক্স সিরিজ এর ইউনিক সেলিং পয়েন্ট (USP) গুলো নিম্নে উল্লেখ করা হল।

ü  Incredible Performance: Productive computing এবং entertainment এর জন্য এক্স সিরিজ একটি আদর্শ নোটবুক। এর চতুর্থ প্রজন্মের ULV (Ultra Low Voltage) প্রসসেসর অপেক্ষাকৃত কম বিদ্যুৎ খরচ করে, মাল্টিটাস্কিং এবং বিনোদন সহ সকল কাজে গতিশিলতা আনে।

ü  Incredible Design: আঙ্গুলের ছাপ প্রতিরোধক অমসৃণ (Matt) ডিজাইন নোটবুকটিকে অস্থায়ী দাগ পড়ার হাত থেকে রক্ষা করে।

ü  Super Hybrid Engine: এতে রয়েছে  Super Hybrid Engine II যা ২ সেকেন্ডে স্ট্যান্ডবাই থেকে রেজিউম এ জেতে সক্ষম এবং ব্যাটারি চার্জ ৫% এর নিচে নেমে আসলে স্বয়ংক্রিয় ভাবে ফাইল সংরক্ষণ করে রাখে।

ü  Sonic Master Audio: অডিও সিস্টেম এ ব্যাবহার করা হয়েছে Sonic Master টেকনোলজি যার ফলে সাউন্ড অনেক ক্রিস্টাল ক্লিয়ার শোনায় এবং সাউন্ড কে বিভিন্ন মুডে কাস্টমাইজ করা যায়।

ü  Large Touchpad with Smart Gesture Technology: এতে রয়েছে বড় আকারের টাচপ্যাড উইথ Smart Gesture option, যার সাহায্যে আঙুলের স্পর্শে ডাবল ক্লিক, জুম, স্ক্রল সহ মাউসের সকল কাজই সহজে করা যায়।

ü  Ice Cool Technology:  এতে ব্যাবহার করা হয়েছে Ice Cool Technology যার ফলে নোটবুক মাত্রারিক্ত গরম হয়না এবং আলাদা ভাবে নোটবুক কুলার ব্যাবহারের প্রয়োজন হয় না।

ü  USB 3.0 Technology: ASUS নোটবুক ই প্রথম USB 3.0 ফিচারড নোটবুক। USB 3.0 এর ডাটা ট্র্যান্সফারের গতি USB 2.0 এর চেয়ে ১০ গুন বেশি।

ü  HDMI 1.4:  এতে রয়েছে হাই ডেফিনেশান মাল্টিমিডিয়া ইন্টারফেইস। যার মেক্সিমাম রেজুলুশন অউতপুট 4K x 2x.

ü  Cloud Storage: ASUS ওয়েব স্টোরেজ এ রয়েছে ৩ গিগাবাইট পর্যন্ত ফ্রী স্পেস। যেখানে গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ এবং সিঙ্ক্রনাইজ করা যায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ASUS K সিরিজ

কে সিরিজ এর ইউনিক সেলিং পয়েন্ট (USP) গুলো নিম্নে উল্লেখ করা হল।

ü  Incredible Beauty: ব্রাশ হেয়ারলাইন মসৃণএলুমিনিউম ডিজাইন এর তৈরি। ল্যাপটপটি ওজনে অপেক্ষাকৃত হালকা এবং পুরুত্ত কম, তাই সহজে বহনযোগ্য।

ü  Splendid Display: Splendid ডিসপ্লে ফিচার ব্যাবহার করে গ্রাফিক্স কে বিভিন্ন মুড এ কাস্টমাইজ করা যায়।

ü  Cloud Storage: ASUS ওয়েব স্টোরেজ এ রয়েছে ৩ গিগাবাইট পর্যন্ত ফ্রী স্পেস। যেখানে গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ এবং সিঙ্ক্রনাইজ করা যায়।

ü  HDMI 1.4:  এতে রয়েছে হাই ডেফিনেশান মাল্টিমিডিয়া ইন্টারফেইস। যার মেক্সিমাম রেজুলুশন অউতপুট 4K x 2x.

ü  USB 3.0 Technology:  এতে রয়েছে USB 3.0 পোর্ট যার ডাটা ট্র্যান্সফারের গতি USB 2.0 এর চেয়ে ১০ গুন বেশি।

ü  Incredible Response: এতে রয়েছে  Super Hybrid Engine II ফলে ১৪ দিন পর্যন্ত নোটবুক স্ট্যান্ডবাই মুড এ রাখা যায় এবং স্ট্যান্ডবাই থেকে রিজিউম এ জেতে সময় নেয় মাত্র ২ সেকেন্ড।

ü  Sonic Master Audio: অডিও সিস্টেম এ ব্যাবহার করা হয়েছে Sonic Master টেকনোলজি যার ফলে সাউন্ড অনেক মসৃণ এবং ক্রিস্টাল ক্লিয়ার শোনায় এবং সাউন্ড কে বিভিন্ন মুডে কাস্টমাইজ করা যায়।

ü  Better Cooling System: এ নোটবুকটি দীর্ঘ সময় ধরে ব্যাবহার করলেও অপেক্ষাকৃত কম গরম হয় এবং অসমতল জায়গায়ে রেখে ব্যাবহার করলেও বাতাসের প্রবাহ বাধাগ্রস্থ হয়না।

ü  Large Touchpad with Smart Gesture Technology: এতে রয়েছে বড় আকারের টাচপ্যাড উইথ Smart Gesture Option, যার সাহায্যে আঙুলের স্পর্শে ডাবল ক্লিক, জুম, স্ক্রল সহ মাউসের সকল কাজই সহজে করা যায়।

 

 

 

 

 

 

 

 

 

 

ASUS N সিরিজ

এন সিরিজ এর ইউনিক সেলিং পয়েন্ট (USP) গুলো নিম্নে উল্লেখ করা হল।

ü  SonicMaster premium: এর SonicMaster premium এবং এক্সটারনাল উফার এতে যোগ করেছে সাউন্ড এর অন্যতম মাত্রা।  এছাড়াও এতে রয়েছে MAXX Audio যার মাধ্যমে সাউন্ডকে একুয়ালাইজ করা যায়।

ü  HD Wide Viewing angles: এডভান্স ডিসপ্লে টেকনোলজি এর মাধ্যমে ১৫০˚ এঙ্গেল থেকেও ছবি এবং ভিডিও স্পষ্ট দেখা যায়।

ü  Mettalic Design: এর অবকাঠামো ডিজাইন করা হয়েছে ব্রাশ হেয়ারলাইন আলুমিনিউম দিয়ে। এর অসাধারণ ডিজাইনের জন্য এটি ২০১২ সালে Reddot Design Award অর্জন করেছিল।

ü  Super Hybrid Engine: এতে রয়েছে  Super Hybrid Engine II যা ২ সেকেন্ডে স্ট্যান্ডবাই থেকে রেজিউম এ জেতে সক্ষম এবং ব্যাটারি চার্জ ৫% এর নিচে নেমে আসলে স্বয়ংক্রিয় ভাবে ফাইল সংরক্ষণ করে রাখে।

ü  HDMI 1.4:  এতে রয়েছে হাই ডেফিনেশান মাল্টিমিডিয়া ইন্টারফেইস। যার মেক্সিমাম রেজুলুশন অউতপুট 4K x 2x.

ü  Large Touchpad with Smart Gesture Technology: এতে রয়েছে বড় আকারের টাচপ্যাড উইথ Smart Gesture option, যার সাহায্যে আঙুলের স্পর্শে ডাবল ক্লিক, জুম, স্ক্রল সহ মাউসের সকল কাজই সহজে করা যায়।

ü  USB 3.0 Technology:  এতে রয়েছে USB 3.0 পোর্ট যার ডাটা ট্র্যান্সফারের গতি USB 2.0 এর চেয়ে ১০ গুন বেশি এবং এতে যেকোনো ডিভাইস অনেক দ্রুত চার্জ হয়।

 

 

 

 

ASUS G সিরিজ (Republic Of Gamers)

জি সিরিজ এর ইউনিক সেলিং পয়েন্ট (USP) গুলো নিম্নে উল্লেখ করা হল।

ü  Gamer Centric Design: নোটবুকটির এট্রাকটিভ গেমিং লুক সকল গেইমারদের নজর কাড়বে। এতে রয়েছে অ্যাডজাস্টেবল ব্যাকলিড কি বোর্ড, গেমিং কন্ট্রোল, মেটালিক ডিজাইন।

ü  Extreme Performance: এতে রয়েছে ইন্টেল কোর আই সেভেন এর এইছ কিউ প্রসেসর ও সাথে এনভিডিয়া জিফোরস জি টি এক্স ৮৫০ সিরিজ এর গেমিং গ্রাফিক্স। যার ফলে এতে ডেক্সটপ লেভেল গেমিং পারফরমেন্স পাওয়া যায়।

ü  Nvidia Optimus: এটি নোটবুকের একটি ব্যাকগ্রাউন্ড টেকনোলজি, যা GPU কে কাজের ধরনের উপর ভিত্তি করে রাউট করে এবং পাওয়ার সেইভ করে ব্যাটারির স্থায়িত্ব বাড়ায়।

ü  Majestic Sound: এর SonicMaster এবং ROG AudioWizard আপনাকে দিবে অসাধারন সারাউণ্ডিং আউটপুট।

ü  Gaming accessories:   এছাড়াও নোটবুকটির সাথে রয়েছে ROG গেমিং বেকপ্যাক, মাউস এবং গেমিং হেডফোন।

ü  USB 3.0 Technology:  এতে রয়েছে USB 3.0 পোর্ট যার ডাটা ট্র্যান্সফারের গতি USB 2.0 এর চেয়ে ১০ গুন বেশি (Up to 5Gbps)।

ü  HDMI 1.4:  এতে রয়েছে হাই ডেফিনেশান মাল্টিমিডিয়া ইন্টারফেইস। যার মেক্সিমাম রেজুলুশন অউতপুট 4K x 2x.

ü  Large Touchpad with Smart Gesture Technology: এতে রয়েছে বড় আকারের টাচপ্যাড উইথ Smart Gesture option, যার সাহায্যে আঙুলের স্পর্শে ডাবল ক্লিক, জুম, স্ক্রল সহ মাউসের সকল কাজই সহজে করা যায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

ASUS S সিরিজ VivoBook

এস সিরিজ এর ইউনিক সেলিং পয়েন্ট (USP) গুলো নিম্নে উল্লেখ করা হল।

ü  Highly Responsive and Accurate Touch screen: এতে রয়েছে Highly Responsive টাচস্ক্রিন ডিসপ্লে। যার ফলে আঙ্গুলের স্পর্শে এতে ইনপুট দেয়া যায়। এর  টাচ কোয়ালিটি অনেক স্মুথ এবং মাল্টি ফিঙ্গার সাপোর্টেড।

ü  Advance polymer battery: এতে ব্যাবহার করা হয়েছে পলিমার ব্যাটারি যার স্থায়িত্ব বেশি, রিপ্লেস রেট কম এবং পরিবেশ বান্ধব। এবং এটি অপেক্ষাকৃত কম গরম হয়।

ü  Great Style, Mobility and Comfort: এর অবকাঠামো ডিজাইন করা হয়েছে ব্রাশ হেয়ারলাইন আলুমিনিউম দিয়ে। ১৩.৩” ডিসপ্লে সম্বলিত নোটবুকটির পুরত্ত অনেক কম এবং ওজন মাত্র ১.৭ কেজি যা সহজে বহন করা যায়।

ü  Splendid Display: Splendid ডিসপ্লে ফিচার ব্যাবহার করে গ্রাফিক্স কে চারটি ভিন্ন মুড এ কাস্টমাইজ করা যায়।

ü  Sonic Master Audio: অডিও সিস্টেম এ ব্যাবহার করা হয়েছে Sonic Master টেকনোলজি যার ফলে সাউন্ড অনেক মসৃণ এবং ক্রিস্টাল ক্লিয়ার শোনায় এবং সাউন্ড কে বিভিন্ন মুডে কাস্টমাইজ করা যায়।

ü  Large Touchpad with Smart Gesture Technology: এতে রয়েছে বড় আকারের টাচপ্যাড উইথ Smart Gesture option, যার সাহায্যে আঙুলের স্পর্শে ডাবল ক্লিক, জুম, স্ক্রল সহ মাউসের সকল কাজই সহজে করা যায়।

ü  Instant On and Secure Standby: এতে রয়েছে  Super Hybrid Engine II যা ২ সেকেন্ডে স্ট্যান্ডবাই থেকে রেজিউম এ জেতে সক্ষম এবং ব্যাটারি চার্জ ৫% এর নিচে নেমে আসলে স্বয়ংক্রিয় ভাবে ফাইল সংরক্ষণ করে রাখে।

ü  Cloud Storage: ASUS ওয়েব স্টোরেজ এ রয়েছে ৩ গিগাবাইট পর্যন্ত ফ্রী স্পেস। যেখানে গুরুত্বপূর্ণ ফাইল সংরক্ষণ এবং সিঙ্ক্রনাইজ করা যায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

ASUS UX সিরিজ ZenBook

ইউ এক্স সিরিজ এর ইউনিক সেলিং পয়েন্ট (USP) গুলো নিম্নে উল্লেখ করা হল।

ü  Tough and touchable aluminum:   নোটবুক টি আলুমিনিউম এর অবকাঠামো দিয়ে তৈরি এবং পুরত্ত অনেক কম। ওজনে সবচেয়ে হালকা তাই সহজে বহন করা যায়।

ü  Advanced cooling design:  এর থার্মাল ডিজাইন এ ব্যাবহার করা হয়েছে V শেইপ এয়ার চ্যানেল, যা বাতাসের প্রবাহ বৃদ্ধি করে ফলে নোটবুকটি সহজে গরম হয় না।

ü  Better battery life & instant On:   ডেডিকেটেড ব্যাটারি সেভিং মুড চার্জ ২৫% পর্যন্ত বৃদ্ধি করে। এছাড়াও এতে রয়েছে Super Hybrid Engine II যার ফলে এর স্ট্যান্ডবাই মুড থেকে রিজিউম হতে সময় লাগে মাত্র ২ সেকেন্ড।

ü  Extra Bright and Crisp Display: এতে ব্যাবহার করা হয়েছে 350cd/m2 পেনেল। ফলে ডার্ক এরিয়া ক্লিয়ার দেখায়, লাইট এরিয়া হয় আরও স্পষ্ট।

ü  Full HD panel with IPS technology: ডিসপ্লেতে ব্যাবহার করা হয়েছে ফুল HD IPS Panel যার ফলে 178 degree এঙ্গেল থেকেও ছবি স্পষ্ট দেখায়। IPS প্যানেল এর কন্ট্রাস্ট রেশিও এবং কালার সেচারেইশান 800:1 compared to 300-400:1 on TN screens।

ü  Incredible Response: এতে রয়েছে  Super Hybrid Engine II ফলে ১৪ দিন পর্যন্ত নোটবুক স্ট্যান্ডবাই মুড এ রাখা যায় এবং স্ট্যান্ডবাই থেকে রিজিউম এ জেতে সময় নেয় মাত্র ২ সেকেন্ড।

ü  USB 3.0 Technology:  এতে রয়েছে USB 3.0 পোর্ট যার ডাটা ট্র্যান্সফারের গতি USB 2.0 এর চেয়ে ১০ গুন বেশি (Up to 5Gbps)।

ü  HDMI 1.4:  এতে রয়েছে হাই ডেফিনেশান মাল্টিমিডিয়া ইন্টারফেইস। যার মেক্সিমাম রেজুলুশন অউতপুট 4K x 2x.

ü  Sonic Master Audio: অডিও সিস্টেম এ ব্যাবহার করা হয়েছে Sonic Master টেকনোলজি যার ফলে সাউন্ড অনেক মসৃণ এবং ক্রিস্টাল ক্লিয়ার শোনায় এবং সাউন্ড কে বিভিন্ন মুডে কাস্টমাইজ করা যায়।

 


 

 

 

 

 

 

 

 

 

ASUS T সিরিজ Transformer Book/Flip Book

ASUS নেটবুক/ নোটবুক/ ট্যাবলেট related যে কোন query থাকলে নিচের ASUS Hotline এ যোগাযোগ করতে পারেন।

01977 476 496

01915 476 333

Level 0

আমি shaon_encode। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 55 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমি ৩৫০০০ টাকার মধ্যে আসুস এর ল্যাপটপ কিনার কথা ভাবছি।অনেকেই বলে আসুস কিনে আফসোস করবেন না। কারন আসুস নাকি ২ বছর এর বেশি নাকি টিকে না। কথাটা আসলে কতটুকু সত্যি একটু বলবেন প্লিস।

    30-35000 range e ASUS er kono laptop ny… But 30 er niche quad core ache…. 2012/2013/2014 e laptop ranking e ASUS er obosthan onek valo chilo… apni nijeo google e search kore dekhte paren….Bangladesh e ASUS ekhon notebook/tab/motherboard selling e 2nd position e ache…. r jara bole ASUS valo na… tader ask kore dekhun konta valo r oi Valo brand ti e kine dekhun… 1 year o tike kina…….
    ASUS er puro nam PegAsus…. Pegatron hocche ASUS er manufacturer… jekhane apple shoho onek nami dami brand er hardware toiri hoe….. r ASUS e ekmatro company jader motherboard/ODD/graphics/sound card shoho shob computer hardware nijerai baniye thake…. tai onnoder cheye ASUS er quality kharap hobar kotha na….

Level 0

রেট দিলে ভাল হতো আর বিশেষ করে ASUS T সিরিজ Transformer Book/Flip Book

    Transformer Flip book 47,000BDT
    4th Gen Core i3
    4GB RAM
    1TB HDD