BCS (বাংলাদেশ কম্পিউটার সমিতি) সকল প্রযুক্তি পণ্য উপর এক বছরের ওয়ারেন্টি দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে । আসুন এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি

টিউন বিভাগ খবর
প্রকাশিত

BCS (বাংলাদেশ কম্পিউটার সমিতি) সকল প্রযুক্তি পণ্য উপর এক বছরের ওয়ারেন্টি দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে । কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে ৩ থেকে ১০ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে । এখন যদি কোন প্রযুক্তি পণ্য ১ বছর অতিক্রম হওয়ার পর নষ্ট হয়ে যায় তাহলে আমরা বিপদে পড়ে যাবো । তাই আমাদের নিজেদের স্বার্থে এই প্রতিবাদে অংশ নেওয়া উচিত ।

ইতিমধ্যে ফেসবুকে এই বিষয় নিয়ে তোলপাড় শুরু হয়েছে । অনেক মেধাবী সজ্জন ব্যক্তি বর্গ বিষয়টি সবার দৃষ্টিতে নিয়ে এসেছেন তাদের কিছু কথা শেয়ার করছি ।

ফেসবুকে জনপ্রিয় হার্ডওয়্যার রিভিউ রাইটার ''মোরশেদ আলম সাজ্জাদ '' প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে জন্য প্রতীকী চিঠি লিখেছেন । তিনি সুন্দরভাবে বিষয়টি তুলে ধরেছেন । সেটি হুবুহু শেয়ার করলাম -

#‎LETTER_FOR_SHEIKH_HASINA‬

মাননিয় প্রধান মন্ত্রী,

আসসালামুআলাইকুম। আমরা আপনার দেশের ডিজিটাল জনগন, আমরা যুব সমাজ, আমরা দুরন্ত, আমরা দুর্বার এবং আমরা আজ আসহায়।
আপনি নিশ্চই জানেন যে কম্পিউটার নামক বস্তুটি আমাদের জীবনে ওতপ্রত ভাবে জরিত। এটি ছারা একমুহুর্তও চিন্তা বা কল্পনা করা সম্ভব নয়। আপনার "ডিজিটাল বাংলাদেশ" গড়ার মূল বস্তু এটি। এটি ছারা ডিজিটাল বাংলাদেশ চিন্তা করাও সম্ভব নয়। এই চিন্তা করেই আপনি কম্পিউটার থেকে সকল প্রকার কর তুলে দিয়েছিলেন, এ জন্য আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কিন্তু আপনার স্বপ্ন ধূলীসাত্‍ করার লক্ষে BCS (বাংলাদেশ কম্পিউটার সমিতি) এর কিছু বুড়ো দালাল চক্র যারা সারা জীবন কম্পিউটারের মাউস ধরেছে কিনা সন্দেহ তারা সকল প্রকার কম্পিউটার পন্যে এখন থেকে মাত্র এক বছরের ওয়ারেন্টি সার্ভিস নীতি চালু করেছে এবং সারা বাংলাদেশের সকল ইম্পোর্টারকে সেটা মেনে নিতে বাধ্য করছে। অতে তারা চায়না থেকে অতী নিন্ম মানের প্রোডাক্ট বাংলাদেশে আমদানি করার চিন্তা ভাবনা করছে যাতে সেগুলো এক বছরের বেশি না টিকে।

যেখানে পৃথিবির সকল দেশে ভোক্তা অধিকার আইনের আওতায় তিন থেকে দশ বছরের অতিরিক্ত ওয়ারেন্টি সেবা দিয়ে যাচ্ছে সেখানে ডিজিটাল বাংলাদেশে তার উল্টো ভোক্তা অধিকার নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক বছরের ওয়ারেন্টি পলিসি গ্রহন করেছে।

আপনি হয়তো জানেন যে কম্পিউটারের অনেক পার্ট এ পৃথিবিতে সর্বচ্ছো ১০ বছরের ওয়ারেন্টি আছে কারন ঐসকল প্রোডাক্ট খুব দামী তাই ম্যানুফেক্চারিং কোম্পানী এত লম্বা ওয়ারেন্টি দিয়ে থাকে। এখন যেখেনে ম্যানুফেক্চারিং কোম্পানীগুলো তাদের সর্বচ্ছো ওয়ারেন্টি সেবা দিয়ে যাচ্ছে সেখানে আমদানিকারকরা কেন আমাদের ঐ সেবা থেকে বন্ঞ্চিত করবে ? কেন তারা ডিজিটাল বাংলায় ম্যানুয়াল পদ্ধতি চালু করবে ? কেন তারা ভোক্তা আধিকার আইনকে বুড়ো আঙ্গুল দেখাবে ? কেন তারা আমাদের সাথে প্রতারনা করবে ?

এসবের উত্তর আমার জানা নাই। হয়তো আপনারও জানা নাই। এইসব অসাধু ব্যবসায়িদের বলির পাঠা কেন আমরা হবো?
এ ব্যাপারে আপনার সাহায্য কামনা করছি। আপনার আন্তরিকতাই পারে এদের থেকে আমাদের রক্ষা করতে। আমাদের বাচাঁন।

নিবেদকঃ বাংলার তরুন সমাজ।

প্রতিবাদের বিস্তারিত কার্যক্রম জানতে এই পেজ ভিজিট করতে পারেন - https://www.facebook.com/pages/Protest-Against-Reduced-Warranty-by-Bangladesh-Computer-Samity/1374462949521352

Level New

আমি নভোজিত দাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 156 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি Novojit das dipta । টেকটিউনে dj ndd forever নামে পরিচিত । গেমস ওয়ার্ল্ড নামে চেইন টিউন করছি । যা গেমস সম্পর্কিত । আমাকে ফেসবুকে পাবেন এই লিংকে https://www.facebook.com/novojitdas.dipta । গেমস ওয়ার্ল্ডের সাথে সব সময় থাকতে যোগদান করুন ঃ https://www.facebook.com/groups/gamesworldfans/ আর https://www.facebook.com/games.world.bangladesh


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আন্দোলনে কোন লাভ হবে বলে মনে হয়না । তবে এই সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেলে no.1 Product আনব Amazon থেকে ।
((BCS (বাংলাদেশ কম্পিউটার সমিতি) এর কিছু বুড়ো দালাল চক্র যারা সারা জীবন কম্পিউটারের মাউস ধরেছে কিনা সন্দেহ ।))

হায় সেকুলাস!!!
সত্যিই আমরা এগিয়ে যাচ্ছি 😛
তবে তা আলোর পথে না বরং অন্ধকারে।।।

Level 0

মনে হয় আবার অন্ধকারের যুগে ফিরে যাচ্ছি।

আমরা কি করতে পারি? এটা সাংঘাতিক অন্যায়। আর তারা কে আমাদের প্রযুক্তি পন্যের দাম সময় নির্ধারণ করার। আমরাও একটা কমুনিটি করে 10 বছর করব তাইলে।

Level 0

আমি যত টুকু জেনেছি এরি মধ্যে ব্যবসায়ীরা ১ বছর ওয়ারেন্টি দিয়ে সব কিছু বিক্রি করছে।