নতুন উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় ওয়েবসাইটের লিংকসমূহ

টিউন বিভাগ খবর
প্রকাশিত

একজন উদ্যোক্তাকে সর্বপ্রথম যে গুণটি অর্জন করা উচিত তা হলো “তার প্রয়োজন অনুযায়ী সঠিক তথ্যগুলো খুঁজে বের করার ক্ষমতা” ! আর সেটা যদি না থাকে তাহলে আমার মনে হয় এই রাস্তা থেক সরে দাড়ানোই বুদ্ধি মানের কাজ হবে। তাছারা ইন্টারনেটের দৌরাত্ত্বে আজকাল তথ্য পাওয়া আর কোনো জটিল বিষয় নয়। কিন্তু দৃষ্টি দিতে হবে এই যে তথ্য গুলি কি ভুল না ঠিক।

কারো কাছে কোনো ভুলভ্রান্তি নজরে এলে বা নতুন কোনো তথ্য উপাত্ত পেলে আমাকে বলবেন আমি সংসোধন করার চেষ্টা করব।

ট্রেড লাইসেন্স এর জন্যেঃ

http://www.dhakacity.org/index.php

কোম্পানি রেজিষ্ট্রেশন এর জন্যেঃ

http://www.roc.gov.bd

http://www.roc.gov.bd:7781

নেম ক্লিয়ারেন্স যাচাই এর জন্যেঃ

http://www.roc.gov.bd:7781/psp/nc_search?p_user_id=

VAT, TAX & Customs সংক্রান্ত তথ্য ও সহযোগিতার জন্যেঃ

http://www.nbr.gov.bd/Portal/HomePage.aspx?lg=bangla

http://www.nbr-bd.org/index.html

http://www.nbrepayment.org

Export-Import বিষয়ক তথ্য সহায়তা ও লাইসেন্স এর জন্যেঃ

http://www.epb.gov.bd

http://www.ccie.gov.bd

http://www.bsbk.gov.bd

http://www.bdtariffcom.org

চেম্বার অব কমার্স বিষয়ক তথ্যঃ

http://www.fbcci-bd.org

http://www.dhakachamber.com

http://www.mccibd.org

বীমা সংক্রান্ত তথ্য সহায়তার জন্যেঃ

http://www.sbc.gov.bd

http://www.jbc.gov.bd

http://www.idra.org.bd/idra-org/index.htm

কপিরাইট সংক্রান্ত সহায়তার জন্যেঃ

http://copyrightoffice.gov.bd

ডিজাইন, পেটেন্ট ও ট্রেড মার্ক সংক্রান্ত সহায়তার জন্যেঃ

http://www.dpdt.gov.bd

ফায়ার লাইসেন্স এর জন্যেঃ

http://www.fireservice.gov.bd

পরিবেশ অধিদপ্তর এর লাইসেন্স এর জন্যেঃ

http://www.doe-bd.org

বিএসটিআই রেজিষ্ট্রেশন ও লাইসেন্স এর জন্যেঃ

http://www.bsti.gov.bd

হালাল ও অর্গানিক সার্টিফিকেট এর জন্যেঃ

http://www.halalbangladesh.org

http://bopma.org

http://www.sgs.es/en.aspx

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত সহায়তার জন্যেঃ

http://www.ictd.gov.bd

http://www.bcc.net.bd

http://www.basis.org.bd

সমবায় অধিদপ্তরঃ

http://www.coop.gov.bd

http://www.rdcd.gov.bd

বানিজ্য মন্ত্রনালয়ঃ

http://www.mincom.gov.bd

শিল্প মন্ত্রনালয়ঃ

http://www.moind.gov.bd

অর্থ মন্ত্রনালয়ঃ

http://www.mof.gov.bd/en

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ঃ

http://www.mosict.gov.bd

http://www.bcsir.gov.bd

কৃষি মন্ত্রনালয়ঃ

http://www.moa.gov.bd

http://www.mofl.gov.bd

বাংলাদেশ ব্যাংকঃ

http://www.bb.org.bd

কর্মসংস্থান ব্যাংকঃ

http://www.karmasangsthanbank.gov.bd

বাংলাদেশ সুপ্রীম কোর্টঃ

http://www.supremecourt.gov.bd/scweb

আরো কিছু প্রয়োজনীয় সাইটঃ

http://www.bangladesh.gov.bd

http://www.legalsteps.com.bd/index.html

http://www.smef.org.bd

http://www.bscic.gov.bd

http://bangladesh.smetoolkit.org/south-asia/en

http://www.bplans.com

প্লীজ ঘুরে আসুন একবার এই ব্লগ থেকেঃ  http://www.trickdon.com

Level 0

আমি মন মাঝি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দরকারি জিনিস, অনেকের কাজে লাগবে।

ধন্যবাদ…।আপনার মতামতের জন্য। @Mosarof_BD

Level 0

A lot of thanks

আপনাকেও #Zahid

ধন্যবাদ সকলকে। ভাল থাকবেন সবাই।

নতুন উদ্যক্তাদের জন্য ট্রেড লাইসেন্স রিনিউ করাটারও খুব মুখ্য বিষয়। খেয়াল রাখা জরুরী।