যদি,
লক্ষ্য করে থাকেন...
তাহলে দেখবেন ফেসবুক কর্তা মার্ক জুকারবারগ বেশিরভাগ সময় অর্থাৎ বেশিরভাগ ইভেন্টে একই ধরণের ধুসর রঙেরে গেঞ্জি পরে আসেন।
কিন্তু এবার তিনি এই প্রস্নের সম্মুখীন হয়েছেন...
তাকে তার টিশার্টের ব্যাপারে প্রস্ন করলে তিনি বেশ সিরিয়াস উত্তর দিয়েছেন।
তিনি বলেছেন,
মানুষ তার প্রাত্যহিক জিবনে সকালে কি খাবো, কোন সাবান ব্যাবহার করব , কোন জামাটা পরবো
এই সব ছোটখাটো বিষয় নিয়ে অনেক চিন্তা ভাবনা করে , ফলে তারা প্রতিদিন অনেক সময়ের অপচয় করে।
কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠেই ব্যাস্ত হয়ে পড়ি।
আমার তো তাদের প্রতি হিংসা হয় যারা রাতে শুধু তিন চার ঘণ্টা ঘুমায়, তারা আরও কত সময় পায় আরও কিছু করার, জানার।
ব্যাস,
এইটুকুই আর একটি খবর আপনাদের জন্য...
মাইক্রোসফট তাদের প্রথম নোকিয়া ছাড়া ফোন অর্থাৎ নিজেদের ব্র্যান্ডের ফোন সামনের ১১ তারিকে লাঞ্চ করবে।
আমার ব্লগিং সাইটঃ বেঙ্গলি টিউটোরিয়াল
আমি সাহেব বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1329 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ, গতকাল অব্দি এই প্রশ্ন আমাকে একজন জিজ্ঞেস করেছিলো… 😀