একটি শোক সংবাদ ! একটি শোক সংবাদ ! টেকটিউন রেজিস্ট্রেশন আবার বন্ধ করে দেওয়া হয়েছে ।
আসা করি ভালো আছেন । কিন্তু হয়তো কেও কেও এই সংবাদ শুনে মন খারাপ করতে পারেন । কারন টেকটিউন এ আবার রেজিস্ট্রেশন বন্ধ হয়েছে । এইটা চালু করার পর স্পাম এর হার হয়তো বেড়ে গিয়েছিলো । প্রতিটা জিনিসের একটা ভালো আর একটা খারাপ দিক আছে । রেজিস্ট্রেশন খুলা রাখার একটা ভাল দিক হল কিছু নতুন প্রতিভাবান টিউনার থেকে নতুন কিছু শিখা জায় । আবার খারাপ দিক হল ইচ্ছা মত স্পাম হয় । তাই বোধয় এইটা আবার বন্ধ করে দেওয়া হইছে । কয়েকজনের জন্য এখন ভালো ভালো অনেক টিউনার রা টিউন করতে পারবে না । তাই দুঃখ । জাই হোক , আপনাদের জানিয়ে দিলাম । এখন থেকে টিউন করার সময় সাবধান থাইক্কেন । টিউনারশিপ গেলে আর পাইবেন না ।
বিদায় ।
টেক টিউন কে নতুন ক্যাটাগরি খুলার জন্য অনুরধ করছি জার নাম হবে " ফ্রী নেট " । কারন বর্তমানে অনেক ফ্রী নেট টিউন হয় । যদি এর একটা ক্যাটাগরি থাকতো তাহলে অনেক ভালো হত । আমরা টিউন গুলা এক সাথে পাইতাম , কোন নির্ধারিত ক্যাটাগরি না থাকায় সবাই একেক ক্যাটাগরি তে টিউন করে । জা আমাদের খুজতে অনেক কস্ট করতে হয় । তাই প্লিয ফ্রী নেট এর ক্যাটাগরি তা বানিয়ে দিবেন ।
জারা জারা একমত কমেন্ট করেন / এই টিউনে নির্বাচিত করে ভোট দিন ।
আমি সাজিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ফারহান সাজিদ । আমি ক্লাস ৮ এ পড়ি । আমার বয়স ১৪ ( জন্ম নিবন্ধন অনুযায়ী ১২ ) আইটি এর প্রতি রয়েছে প্রচুর আগ্রহ ।
শোক নয় সুসংবাদ । আশা করি টিটি আবার সেই চিরচেনা টিটি তে ফিরে যাবে।