আজকের এই টিউন কোন টেক বিষয়ক নয়..এই টিউনের পিছনে কাউকে হেয় করার বিন্দুমাত্র ইচ্ছাও আমার নেই । টেকটিউনসে এখন আগের মত নেই, সব বদলে গিয়েছে, বদলে গিয়েছে টেকটিউনস কমিউনিটিও, এখন ঠিক আগের মত স্বাদ টিটিতে পাওয়া যায়না ।
যারা টিটিতে নতুন তারা হয়তো এসবের মানে বুঝবে না, কারণ তাদের কাছে এখানের সব-কিছুই নতুন, তাদের কাছে পূর্বপরিচিত বলতে কিছু এখানে নেই । কিন্তু আমরা.....? আমরা তো পুরানো আমাদের কাছে টিটি মানে
বাংলার সেরা কমিউনিটি....সেরা টেক পরিবার...তবে এখন তা আর নেই । সময়ের সাথে টিটিতে নতুন সব টিউনারের আনাগোনা, নতুন সব লোকজন, আর এরই মাঝে হারিয়ে গিয়েছে আমাদের সেই পুরানো টিউনাররা, কেউ
ব্যস্ত হয়ে পডেছে জীবনের প্রয়োজনে আবার কেউ কেউ টিটিকে ছেডে চলে গেছে চিরদিনের মত । টিটির প্রত্যেকটা Category ছডিয়ে আছে সেইসব সৃজনশীল টিউনারদের অবদান, তাদের স্মৃতি, তাদের সৃজনশীলতা....
টিটিকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি বিষয়ক ব্লগ করার পিছনে তো তাদেরই অবদান রয়েছে । কিন্তু আজ...........? তারা কোথায়.....? তারা হারিয়ে গিয়েছেন ঠিক আমাদের মাঝ থেকে.. তবে এখনও মাঝে মাঝে তাদের কয়েকজনের
কয়েকটা টিউন চোখে পডে..যেমন: শিমুল ভাইয়ের, হোসাইন ভাইয়ের । কিন্তু তাদের বেশিরভাগের আনাগোনা আর দেখা যায় না যাদেরকে টিটি সমাজ বলত গুরু । ওনাদের ছাডা যে টিটি ফাকা এই আমাদের কাছে , বড্ড
মিস করি এখন তাদেরকে তাদের টিউন গুলোকে ।..........................................সেই গুরুদের জন্য ছোট্ট একটা কথা বলে যাওয়া যদি কখনো দেখে আমার এই টিউন: কেন হারিয়ে যাচ্ছেন আপনারা...? আপনাদের ছাডা
যে টিটি ফাকা লাগে আমাদের কাছে, কে কি বল্ল তাতে কি আসে যাই.....ওরা নিন্দুকের দল ওদের জন্য কেন আমরা বঞ্চিত হব...? ফিরে আসুন আপনারা, আমরা অপেক্ষায় থাকলাম...............................<<
আমি হাবিব উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফাজিল অব দা ইয়ার ট্রপি পাইছিলাম কয়েকবার....আর এখনো সেই ফাজলামো যাচ্ছে না । ১০ম শ্রেনীতে সায়েন্স নিয়ে পডছি স্যরি পডছি বল্লে ভূল হবে পডার ট্রাই করতাছি এন্ড দ্যাটস ইট
ভাই আমি আপনার সাথে একমত । আগে যে ধরনের সৃজনশীল টিউন ছিল এখন তা আর নাই। এখন শুধু add আর spam ভিত্তিক টিউন।মডারেটর ভাইয়েরা টউনের মান ঠিক মতো বিচার করেনা। আমি tt visit করি গত তিন বছর যাবৎ কিন্তু ID খোলা বন্ধ থাকার কারনে ID খুলতে পারিনি।কিন্তু এখন ID থোলার পর ও করার সাহস পাইনা।আর নতুন টিউনাররা আজকে ID খুলে পরের দিন ই টিউন করে। আগে টিটিতে সকালে একটা টিউন দেখলে বিকালে সেই টিউন আর প্রথম পাতায় দেখা যায়নি কিন্তু এখন প্রথম পাতার টিউন তিন দিন যাবৎ প্রথম পাতাতেই পরে থাকে।
ভূল হলে ক্ষমা করবোন। এটা আমার নিজস্ব মতামত। কাউকে অাঘাত করার জন্য নয়।