বিষয়ঃফ্রী নেট বিষয়ক vip গ্রুপ এর প্রতারনা।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

আপনারা অনেকেই জানেন বা শুনেছেন যে আবদুর রহমান সহ বেশ কয়েকজন মিলে ফেইসবুকে একটা ফ্রী ইন্টারনেট বিষয়ক একটা vip গ্রুপ খুলেছেন। এই গ্রুপে তারা নাকি সবসময় working trick দিবেন। এবং এগুলা সবসময় ফুল স্পীডে চলতে থাকবে। বিনিময়ে প্রতিমাসে ১০০ টাকা করে দিতে হবে। ফুল স্পীডের নতুন ট্রিক পাবার আশায় আমি গত ২ দিন আগে গ্রুপটাতে জয়েন দিই। কিন্তু জয়েন দিয়ে দেখি যে ঐগ্রুপে যত ট্রিক আছে তা সবই বিভিন্নজন বিভিন্ন সময় Bd net hacker অথবা Internet Bashing Group এ পোষ্ট করেছে। নতুন কোন ট্রিক নাই এমনকি নতুন কোন সার্ভার ও নেই। তারপরও তাদের দেওয়া ট্রিক দিয়ে আমি চালানোর চেষ্টা করি।

কিন্তু দেখি যে যে লাউ সেই কদু। স্পীড নাই কিছু নাই (সমস্যাটা শুধু আমার একার না আরো অনেকের হয়েছিল। তারা সবাই একই কমেন্ট করেছিল স্পীড আসেনা। স্পীড দেখি শুধু আবাল এডমিনদেরই আসে) । এই নিয়ে গ্রুপ এ পোষ্ট করার পর তারা বলল এই ট্রিক এর স্পীড নাকি শুধু 10.131 আইপি তে পাওয়া যাবে অন্য কোন আইপি তে পাওয়া যাবে না। কিন্তু আমি সহ অনেকের আইপি 10.66. তাদেরকে এইবিষয়ে বলার পর তারা বলল এই আইপি তে নাকি স্পীড একদমই পাওয়া যাবে না। এরপর এডমিনদের অনুরোধ করে ২ টা পোষ্ট করলাম যেন তারা এমন কোন সিস্টেম বের করেন যাতে আইপি কোন সমস্যা না হয়। কিন্তু তারা আমার ২ টা পোষ্টই পেন্ডিং অবস্থায় ডিলেট করে দেয়। তারা আমাকে উত্তর দেয় আমি কি ১০০ টাকা দিয়া এডমিনদের কিনে নিয়েছি নাকি যে তারা নতুন ট্রিক বের করবে।

এরপর আমি তাদের demo গ্রুপ(আসল vip গ্রুপ না। এটার একটা demo version আছে। ঐখানে শুধু screenshot দেওয়া হয়) এ একটা কমেন্ট করি যে “এটা একটা ফালতু গ্রুপ”। এর সাথে সাথে আমাকে আসল গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হয়। এরপর আমি তাদের একজন এডমিন কে কল করে জিজ্ঞাস করি কেন আমাকে ব্যান করা হয়েছে। সে বলল আমি নাকি গ্রুপ এর discipline নষ্ট করেছি।(আসল কথা বলেছি কেন তাই) তাই আমাকে আর এড দেওয়া হবে না। এরপর আমি বললাম তাহলে আমাকে আমার টাকা ফেরত দেওয়া হোক। কিন্তু তারা আমাকে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। আমাকে নাকি টাকা ফেরত দেওয়া হবে না। এরপর সে আমার সাথে খারাপ ব্যাবহার করা শুরু করল আমি নাকি চালাতে পারি না এই পারি না সেই পারি না। অথছ এর আগে অন্য কারো পোষ্ট নিয়ে আমার কোন সমস্যা হয় নি। এমনকি তারা টেকটিউনসের জাহিদুল ভাইকে নিয়েও মশকরা করে। উনি নাকি তাদের কাছে খারাপ ব্যাবহার এর জন্য মাফ চেয়ে ফ্রীনেট এর ট্রিক চাইছেন। ঊনি নাকি আবাল। এছাড়াও যারা ঐগ্রুপ এ ফ্রীনেট এর ট্রিক দেয় তাদের নাম আমি জনমেও কখনো শুনি নাই। কার কাছ থেকে তারা এসব ট্রিক চুরি করে আনে তারাই জানে।

সুতরাং আপনারা যারা এই গ্রুপ এ জয়েন করতে চাচ্ছেন বা করার চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে বলছি জীবনেও এই ভুল করবেন না। এরা সবাই বাটপার। আপনাদেরকে সাহায্য করার মত অনেক ভাল মানুষ আছে। যেমনঃ tamim ctg, raj raju এছাড়া ও আরো অনেকে আছে। একটু ধরয ধরে অপেক্ষা করেন। তারা একটা না একটা ট্রিক ঠিকই বের করবেন। খুব বেশি সমস্যা হলে যাদের বাংলালিঙ্ক ৩জি আছে তারা ২৩ টাকা দিয়ে মরনিং আনলিমিটেড ব্যাবহার করেন। মিনিমাম ১ জিবি ডাউনলোড করতে পারবেন।
আরো কিছু জানার ইচ্ছা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
সবার সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই প্রতারনার হাত থেকে বাঁচতে পারে।

Level New

আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 145 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চুরি করতে গেলে বাটপারদের পাল্লায় পড়তে হবেই।

ফ্রী নেট বিষয়ক পোস্ট টিটি তে না করাই ভাল। পোস্ট দেয়ার পর দিন ই ট্রিক বন্ধ হয়ে যায়।

আরে ভাই ওদের পাল্লায় পড়েছিলেন । কি আর করবেন বলুন …।

বাচাই দিলেন ভাও আমি এখন জাইতাছিলাম অদের কাছে টাকা বিকাশ করতে আল্লাহ হারামিরা এত বর চিটার আল্লাহর গজব পরুক অইগুলার উপর

সুন্দর লিখেছেন ভাই ………।।
মজা পেলাম ভাই ।

সুন্দর টিউন :p

    @ইমরাজ হোসনে: ঠিক কয়ছেন বেসম্ভব সুন্দর Tune!