বর্তমান যুগে অনলাইন এবং প্রযুক্তির এর ব্যাপক উন্নতির ফলে গুরুত্বপূর্ণ ডাটা গুলো সংরক্ষণ মুলত শুধু হার্ডডিস্ক কিংবা পেন্দ্রাইভে এর মধ্যেই সীমাবদ্ধ না থেকে তা চলে গেছে অনলাইন ক্লাউড স্টোরেজ পর্যন্ত । আপনি চাইলেই খুব সহজে আপনার গুরুত্বপূর্ণ ফাইল গুলো এখন অনলাইনে সংরক্ষণ করে রাখতে পারবেন । আমার আজকের টিউন টি মুলত এই অনলাইন ক্লাউড স্টোরেজ নিয়েই । বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে অনেক ক্লাউড স্টোরেজ অনলাইন ইউজার দের জন্য এই সুবিধা দিচ্ছে । আমি আপনাদেরকে কিছু অলটাইম পপুলার ক্লাউড স্টোরেজ সাথে পরিচয় করিয়ে দিব ।
১ । One Drive cloud storage
ক্লাউড স্টোরেজ সার্ভিসগুলোর মধ্যে অন্যতম হল One drive cloud Storage . এটি মুলত মাইক্রোসফট এর একটি সার্ভিস । One Drive Cloud Storage তাদের গ্রাহক দের জন্য ১৫ জিবি ফ্রি স্পেস দিয়ে থাকে । এই ১৫ জিবি স্পেস কাজে লাগিয়ে যে কেউ তার প্রয়োজনীয় ডাটা , ডকুমেন্ট , গান , ছবি কিংবা ভিডিও সংরক্ষণ করতে পারবে । অ্যাকাউন্ট খুলতে সরাসরি চলে যান তাদের official website এ
official website ঃ- https://onedrive.live.com/
ফ্রী স্পেস ১৫ জিবি per account
২। Copy (কপি)
copy একটি বহুম জনপ্রিয় ক্লাউড স্টোরেজ সার্ভিস । অনেকেই এটি অনলাইন স্টোরেজ হিসেবে ব্যবহার করে থাকে । অ্যাকাউন্ট খুলার সাথে সাথে আপনাকে ১৫ জিবি ফ্রী জায়গা দেয়া হবে অনলাইন স্টোরেজ এর জন্য । অ্যাকাউন্ট খুলতে চলে যান তাদের ওয়েবসাইট এ
Official website :- https://www.copy.com/home/
ফ্রী স্পেস ১৫ জিবি per account
৩। Box (বক্স)
অনলাইন স্টোরেজ হিসেবে তেমন একটা জনপ্রিয় না হলেও এদের সার্ভিস খুব একটা খারাপ না । তবে এদের স্পেস কম , ১০ জিবি। ইউজার দের প্রতি অ্যাকাউন্ট এর জন্য এরা ১০ জিবি করে স্পেস দিয়ে থাকে । অ্যাকাউন্ট খুলতে চলে যান তাদের ওয়েবসাইট এ
Official website :- https://www.box.com/
ফ্রী স্পেস ১০ জিবি per account
৪। Wuala ( উয়ালা )
নামটা অনেকের কাছে পরিচিত নাও হতে পারে । আমি যদিও নিজেই এদের সার্ভিস ব্যবহার করি কারন এদের ইন্টারফেস টা আমার কাছে অনেক ভাল লাগে । যদিও এরা স্পেস দেয় অনেক কম মাত্র ৫ জিবি । তার পরেও অনলাইন স্টোরেজ হিসেবে খুব একটা খারাপ না । যদি কেউ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এদের Oficial website এ চলে যান
Official website :- https://www.wuala.com/en/
ফ্রী স্পেস ৫ জিবি per account
এবার কিছু কথা
উপরের সাইট গুলো ছাড়াও আর অনেক সাইট আছে যারা এই ধরণের সার্ভিস দিয়ে থাকে । তাদের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় কয়েকটি হল
Google Drive , Drop box, A drive ইত্যাদি । উপরের যে সাইট গুলো দেয়া আছে এগুলো তে অ্যাকাউন্ট খুলার পরে তাদের পিসি ভার্সন সফটওয়্যার আপনি ডাউনলোড করে নিতে পারবেন । যাতে আপনি অনলাইন এ সরাসরি না ঢুকেই সফটওয়্যার দিয়ে লগিন করে আপনার প্রয়োজনীয় ফাইল আপলোড করতে পারেন ।
আজ এখানেই শেষ করছি । সবাই ভাল থাকবেন । বিদায় ।
আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর, আপনাকে ধন্যবাদ