আসুন পরিচিত হই কিছু নতুন পুরাতন ক্লাউড স্টোরেজ এর সাথে , আপনার পছন্দ কোনটা?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

বর্তমান যুগে অনলাইন  এবং প্রযুক্তির এর  ব্যাপক উন্নতির ফলে গুরুত্বপূর্ণ ডাটা গুলো সংরক্ষণ মুলত শুধু হার্ডডিস্ক কিংবা পেন্দ্রাইভে এর মধ্যেই সীমাবদ্ধ না থেকে তা চলে গেছে অনলাইন  ক্লাউড স্টোরেজ   পর্যন্ত । আপনি চাইলেই খুব সহজে আপনার গুরুত্বপূর্ণ ফাইল গুলো  এখন অনলাইনে সংরক্ষণ করে রাখতে পারবেন । আমার আজকের টিউন টি মুলত এই অনলাইন ক্লাউড  স্টোরেজ নিয়েই । বর্তমান  যুগের সাথে তাল মিলিয়ে অনেক ক্লাউড স্টোরেজ অনলাইন ইউজার দের জন্য এই সুবিধা দিচ্ছে । আমি আপনাদেরকে কিছু অলটাইম পপুলার  ক্লাউড স্টোরেজ সাথে পরিচয় করিয়ে দিব ।

১ । One Drive cloud storage

ক্লাউড স্টোরেজ সার্ভিসগুলোর মধ্যে অন্যতম হল One drive cloud Storage . এটি মুলত মাইক্রোসফট এর একটি সার্ভিস । One Drive Cloud Storage তাদের গ্রাহক দের জন্য ১৫ জিবি ফ্রি স্পেস দিয়ে থাকে । এই ১৫ জিবি স্পেস কাজে লাগিয়ে যে কেউ তার প্রয়োজনীয় ডাটা , ডকুমেন্ট , গান , ছবি কিংবা ভিডিও সংরক্ষণ করতে পারবে । অ্যাকাউন্ট খুলতে সরাসরি চলে যান তাদের official website এ

official website ঃ- https://onedrive.live.com/

ফ্রী স্পেস ১৫ জিবি per account

২। Copy (কপি)

copy একটি বহুম জনপ্রিয় ক্লাউড স্টোরেজ সার্ভিস । অনেকেই এটি অনলাইন স্টোরেজ হিসেবে ব্যবহার করে থাকে । অ্যাকাউন্ট খুলার সাথে সাথে আপনাকে ১৫ জিবি ফ্রী জায়গা দেয়া হবে অনলাইন স্টোরেজ এর জন্য । অ্যাকাউন্ট খুলতে চলে যান তাদের ওয়েবসাইট এ

Official website :- https://www.copy.com/home/

ফ্রী স্পেস ১৫ জিবি per account

৩। Box (বক্স)

অনলাইন স্টোরেজ হিসেবে তেমন একটা জনপ্রিয় না হলেও এদের সার্ভিস খুব একটা খারাপ না । তবে এদের স্পেস কম , ১০ জিবি। ইউজার দের প্রতি অ্যাকাউন্ট এর জন্য  এরা ১০ জিবি করে স্পেস দিয়ে থাকে । অ্যাকাউন্ট খুলতে চলে যান তাদের ওয়েবসাইট এ

Official website :- https://www.box.com/

ফ্রী স্পেস ১০ জিবি per account

৪। Wuala ( উয়ালা )

নামটা অনেকের কাছে পরিচিত নাও হতে পারে । আমি যদিও নিজেই এদের সার্ভিস ব্যবহার করি কারন এদের ইন্টারফেস টা আমার কাছে অনেক ভাল লাগে । যদিও এরা  স্পেস দেয় অনেক কম মাত্র ৫ জিবি । তার পরেও অনলাইন স্টোরেজ হিসেবে খুব একটা খারাপ না । যদি কেউ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এদের Oficial website এ চলে যান

Official website :- https://www.wuala.com/en/

ফ্রী স্পেস ৫  জিবি per account

এবার কিছু কথা

উপরের সাইট গুলো ছাড়াও আর অনেক সাইট আছে যারা এই ধরণের সার্ভিস দিয়ে থাকে । তাদের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় কয়েকটি হল

Google Drive , Drop box, A drive ইত্যাদি । উপরের যে সাইট গুলো দেয়া আছে এগুলো তে অ্যাকাউন্ট খুলার পরে তাদের পিসি ভার্সন সফটওয়্যার আপনি ডাউনলোড করে নিতে পারবেন । যাতে আপনি অনলাইন এ সরাসরি না ঢুকেই সফটওয়্যার দিয়ে লগিন করে আপনার প্রয়োজনীয় ফাইল আপলোড করতে পারেন ।

আজ এখানেই শেষ করছি । সবাই ভাল থাকবেন । বিদায় ।

 

Level 2

আমি techpicho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর, আপনাকে ধন্যবাদ

Level 0

ভাই মেগা https://mega.co.nz এই লিঙ্কে 50 জিবি ফ্রি পাবেন। নিয়ে নেন। এতো একাউন্টের দরকার নেই।

@bdmillat আপনাকে ধন্যবাদ । আমি শুধু এই সম্পর্কে ধারনা দিলাম