*** ফেসবুকে চালু হচ্ছে সার্চ ইঞ্জিন ***

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক তার ৫০ কোটি ব্যবহারকারীর জন্য তথ্য খোঁজার সার্চ ইঞ্জিন চালু করতে যাচ্ছে। ফেসবুক এই প্রথম এ ধরনের উদ্যোগ নিয়েছে। ‘কোয়েশ্চেনস’ নামে এই সার্চ ফিচারে গ্রাহকেরা অন্যান্য গ্রাহক সম্পর্কে নানা প্রশ্ন করতে পারবে। ইয়াহু, টুইটার ও সার্চ ইঞ্জিন আস্ক ডট কমের মতো কোয়েশ্চেনসও গ্রাহকের জানার চাহিদা মেটাবে। সার্চ ইঞ্জিন ল্যান্ডের এডিটর ইন-চিফ ড্যানি সুলিভান বলেন, যেকোনো সার্চ ফিচারের মূল বিষয় হচ্ছে প্রশ্ন করা। তাই ফেসবুক কর্তৃপক্ষ তাদের সার্চ ফিচারের নামকরণ করেছে ‘কোয়েশ্চেনস’। তিনি বলেন, প্রায় ১৫ বছর আগে আমরা সার্চ ইঞ্জিনের জগতে প্রবেশ করেছি। যোগাযোগ ও তথ্য জানার ক্ষেত্রে বিস্ময়কর বিপ্লব ঘটিয়েছে সার্চ ইঞ্জিন। তবে ফেসবুকের সার্চ ফিচার কখনোই গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিনের জন্য হুমকি হিসেবে দেখা দেবে না। কারণ এটি অন্য সব সার্চ ইঞ্জিনের চেয়ে একটু আলাদা। এখানে গ্রাহকেরা বিশ্বের নানা তথ্য ছাড়াও ফেসবুকের অন্যান্য গ্রাহকদের সম্পর্কে প্রশ্ন করতে পারবে এবং এসব প্রশ্নের উত্তরও পাবে। ‘আস্ক কোয়েশ্চেন’ বাটনে ক্লিক করে গ্রাহকেরা তাদের প্রশ্ন লিখবে। তবে গ্রাহকদের মনে রাখতে হবে, সব প্রশ্ন ও উত্তর ফেসবুকের সব গ্রাহক দেখতে পারবে।
চলতি বছরের গোড়ার দিকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ভবিষ্যদ্বাণী করেছিলেন, ফেসবুক মানুষের আরও কাছাকাছি আসবে। গ্রাহকদের কাছে এই সাইটটিকে আপনজন বলে মনে হবে। নতুন এই সার্চ ফিচার হয়তো তাঁর ভবিষ্যদ্বাণীকে বাস্তব রূপ দেবে। -- বিবিসি হতে সংগ্রীহিত।

Level 0

আমি ঈপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 152 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকটিউনসে সবসময় থাকতে চায় টেকটিউনস হতে সর্বদা ভালো কিছু শিখতে এবং খারাপ বর্জন করতে চায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই প্রথম আলো থেকে নাকি????????

শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

করুক তাও গুগলের কিছুই হবে না