আজ ১১ সেপ্টেম্বর। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্র বিমান হামলায় টুইন টাওয়ার ধ্বংসের দিন। এই দিনে ঘটে যাওয়া এই জঘন্য ঘটনার সাথে সম্পৃক্ত কয়েকটি সংখ্যাতত্ত্ব গুগল ঘেঁটে পাওয়া গেছে, যা পড়ে আপনি নিশ্চয় অবাক হবেন। তবে মূল বিষয়টি হচ্ছে এই দিনের সাথে জড়িয়ে আছে আমার সবচেয়ে কষ্টের একটি স্মৃতি। সেটা আমার জন্য টুইন টাওয়ার ধ্বংসের চেয়েও বড়।
>> যাকে ভালোবেসে সব কিছু ছেড়ে চলে গিয়েছিলাম প্রেমের টানে দূরের একট শহরে, তার সাথে আমার বিয়ের দিন ছিলো এই ১১ সেপ্টেম্বর ২০১১। কিন্তু এই বিয়েটি টিকে থাকেনি। মাত্র দুই মাসের মধ্যে তা ডিভোর্সের অন্ধকারে গর্তে হারিয়ে যায়।
>> বোমা হামলার তারিখঃ ৯/১১: ৯+১+১= ১১
>> ১১ সেপ্টেম্বর হচ্ছে ইংরেজি বছরের ২৫৪ তম দিন। ২+৫+৪= ১১
>> ১১ সেপ্টেম্বর এর পর ইংরেজি বছর শেষ হতে আর বাকি থাকে ১১১ দিন।
...
>> টুইন টাওয়ারের ভব দুইটা পাশাপাশি দাঁড়িয়ে ছিলো। দেখতে দেখাতো ১১ এর মতো।
>> টাওয়ারের জানালার সংখ্যা ছিলো ২১৮০০ টি। ২+১+৮+০+০= ১১
>> তৃতীয় ভবনটা ছিলো ৪৭ তলা। ৪+৭= ১১
>> টাওয়ারে প্রথম যে বিমানটি আঘাত হানে ওটার ফ্লাইট নাম্বার ছিলো ১১
>> আমারিকান এয়ারলাইন্স-এর নাম্বার হচ্ছে 1-800-245-0999 ; 1+8+0+0+2+4+5+0+9+9+9=47 = 11
>> স্ট্যাট অব নিউ ইয়র্ক হচ্ছে আমেরিকার ১১ তম স্ট্যাট
>> New York City লিখতে অক্ষর লাগে ১১ টি
>> Afghanistan লিখতে অক্ষর লাগে ১১ টি
>> The Pentagon লিখতে অক্ষর লাগে ১১ টি
>> George W. Bush লিখতে অক্ষর লাগে ১১ টি
>> ১৯৯৩ সালে ওয়ার্ল ট্রেড সেন্টারে বোমা হামলাকারী হিসেবে দোষি সাব্যস্ত হওয়া Ramzi Yousef এর নামে অক্ষর সংখ্যা ১১ টি
>> ১১ নম্বর ফ্লাইটের বোর্ডার ছিলেন ৯২ জন। ৯+২= ১১
>> ১১ নম্বর ফ্লাইটে ক্রু ছিলেন ১১ জন।
>> ৭৭ নম্বর ফ্লাইটে বোর্ডার ছিলেন ৬৫ জন। ৬+৫= ১১
>> ১১ নম্বর বিমান ছিনতাইকারীদের চারজনের নামের শুরুতে ছিলো A. A. AA= 11
>> ১১ নম্বর ফ্লাইটের ছিন্তাইকারীদের একজন ছিলো পাইলট। তার নাম ছিলো Mohamed Atta। তার নামে অক্ষর আছে ১১ টি
>> World Trade Center Towers - অক্ষর আছে ২২ টি। ১১ x ২ = ২২
>> প্রথম ভবনটি কলাপস হয় সকাল ১০ টা ২৮ মিনিটে। ১+০+২+৮ = ১১
>> ঘটনাস্থলে প্রথম যে ফায়ার ইউনিট পৌছায় সেটার নাম ছিলো FDNY Unit 1 তারা তাদের ১১ জন ফায়ারম্যান হারায়।
>> World Trade Center-এ আগুন জ্বলেছিলো টানা ৯৯ দিন। ৯ x ১১ = ৯৯
>> ঐ সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা মোট ২৮০১ জন। ২+৮+০+১ = ১১
>> এফ বি আই এর মতে হাইজ্যাকাররা প্রথমে ১১ টি প্ল্যান ছিনতাই করার পরিকল্পনা করেছিলো।
>> হামলার ১৩ দিন পর FBI ২২ জনের একটি মোস্ট ওয়ান্টেড তালিকা প্রকাশ করে। ২২= ১১ x ২
>> তালেবানদের আফগান জিহাদ বইটিতে আছে মোট ১১ টি অধ্যায়
>> ওসামা বিন লাদেনের জন্ম স্থান Saudi Arabia. Saudi Arabia লিখতে অক্ষর লাগে ১১ টি
>> স্যান অ্যান্টনিয়তে যে ট্রেনটি থামিয়ে দুজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয় সেটির নাম্বার ছিলো ১২১। ১২১ = ১১ x ১১
>> যে বাসাটিতে হামলাকারীরা থাকতো সেটির নাম্বার ছিলো ১০০১। শূন্য বাদ দিলে দাঁড়ায় ১১
(পোষ্টটির তথ্যগুলো সংগৃহীত)
আমার ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল। কম্পিউটার, তথ্য প্রযুক্তি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ টিপস ও ধারণা পাবেন। বিনোদনের জন্য সার্বক্ষণিক অনলাইন রেডিও চালু আছে।
আমি আজম মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মজা পাইলাম