গ্রীষ্মের এই দাবদাহে আপনাদের মনে কিছুটা শান্তির পরশ বুলিয়ে দিতে শুরু হলো ‘বিজ্ঞান প্রযুক্তি ডট কম গ্রীষ্ম প্রতিযোগীতা’। তবে এটি কিভাবে আপনাদের মনে শান্তির পরশ বুলিয়ে দিবে সে ব্যাপারে বিজ্ঞান প্রযুক্তি কর্তৃপক্ষের খুব একটা ধারনা নেই। পুরষ্কারের লোভ আপনাদের মনকে আরো অশান্তও করে তুলতে পারে। মূলত এটিকে কোন প্রতিযোগীতা বলা যায় না। কারন এখানে সব প্রতিযোগী থাকবে সমান এবং এলোমেলোভাবে ৫ জন বিজয়ী নির্ধারন করা হবে। আর পুরষ্কার হিসেবে আপাতত থাকছে মোবাইল টপআপ।
‘মোট ১,৫০০ টাকা মূল্যমানের পুরষ্কার থাকছে’
আগেই বলা হয়েছে এটি মূলত কোন প্রতিযোগীতা নয়। অংশগ্রহনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৫ জন বিজয়ী নির্ধারন করা হবে। সেই ৫ জন থেকে আবার লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্ধারন করা হবে। আজ থেকে শুরু হয়ে এই মাসের ৩১ তারিখ পর্যন্ত চলতে থাকবে প্রতিযোগীতা। পরবর্তী মাসের ১ তারিখে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে এবং ৫ তারিখের মধ্যে সকলের পুরষ্কার পৌঁছে যাবে। তবে অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বাংলাদেশের বাইরে থাকা কাউকে পুরষ্কারের আওতায় আনা সম্ভব নয়।
এই প্রতিযোগীতায় অংশগ্রহন করার জন্য আপনাকে যা যা করতে হবে তা নিম্নরুপঃ
পাশের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুনঃ
(সাবস্ক্রাইব করার জন্য উপরের বক্সে আপনার ই-মেইল এড্রেস লিখে Subscribe বাটনে ক্লিক করুন। এরপর একটি পপ-আপ উইন্ডো আসবে এবং সেখানে ইমেজ আকারে কিছু এলোমেলো ইংরেজী অক্ষর দেয়া থাকবে। সেগুলো নিচের বক্সে লিখে ‘Complete Subscription Request’ বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনার ইনবক্সে একটি ই-মেইল পাবেন। সেখানে থাকা কনমারমেশন লিংক এ ক্লিক করলে সাবস্ক্রিপশন প্রক্রিয়া সম্পন্ন হবে)
তাহলে আর দেরী কেন? এখনই প্রতিযোগীতায় অংশগ্রহন করুন আর জিতে নিন পুরষ্কার ……..
বিঃ দ্রঃ ব্লগের কোন এডমিন এই প্রতিযোগীতায় অংশ নিতে পারবেন না। তবে লেখকরা পারবেন।
টেকটিউনসের কয়েকজন ব্লগাররে উদ্যোগে এ বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর জন্ম । আশা করি এ উদ্যোগকে স্বাগতম জানাবেন। লেখাটি আমার না। বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর এ আয়োজনটি জানানোর জন্য সেই ব্লগ এডমিনের অনুমোতি ক্রমে লেখা।
আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub
পুরষ্কারটা ভাল উদ্যোগ
তবে ………।।