শিক্ষাপ্রতিষ্ঠানে সাইবার সেন্টার হচ্ছে আর অপারেটিং সিসটেম উবন্টু

টিউন বিভাগ খবর
প্রকাশিত

হা হা হা শেষ পর্যন্ত সরকারও বুঝল। তাই পয়সা খরচ করে অপারেটিং সিসটেম না কিনে উবন্টু ব্যবহার করাই ভাল।

বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের নতুন ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজে সাইবার সেন্টার গড়ে তোলার কাজ বর্তমানে শেষ পর্যায়ে। কর্মসূচি বাস্তবায়ন করছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। কর্মসূচির পরিচালক বিসিসির কর্মকর্তা আবদুল হান্নান চৌধুরী জানান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০টি কম্পিউটার, প্রিন্টার, লোকাল নেটওয়ার্কসহ এ সাইবার সেন্টার স্থাপন করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রতিটি ল্যাবে পাঁচটি করে মোবাইল ইন্টারনেট সংযোগও দেওয়া হচ্ছে। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এরই মধ্যে ব্রডব্যান্ড সংযোগ রয়েছে, সে ক্ষেত্রে সেই সংযোগ ব্যবহূত হবে।
সেন্টারগুলো সার্বক্ষণিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এ ছাড়া সব সেন্টারে প্রয়োজনে প্রশিক্ষণও পরিচালনা করা যাবে। এরই মধ্যে সাইবার সেন্টারের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। সেন্টারের কম্পিউটারগুলো মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু লিনাক্সে পরিচালিত হবে। এ ব্যাপারে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আদিবা মাহজাবীন গতকাল প্রথম আলোকে জানান, ‘আমাদের সেন্টার তৈরির কাজ প্রায় শেষের পথে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়তে বিশেষ সহায়তা করবে।’
নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর সরকারি এম এম কলেজ, খুলনা বি এল কলেজ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন কলেজ, ঢাকা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি বি এম কলেজ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাবিপ্রবি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কারমাইকেল কলেজ, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও নরসিংদী সরকারি কলেজ।

তথ্য সূত্র: প্রথম আলো

Level 0

আমি পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 512 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

[url=http://onubad.tutobd.com][img]http://tutobd.com/ad/onubad_ad2.gif[/img][/url]


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অভ্রের পরে এবার উবুন্টু…… সরকারের তো দেখি দিন দিন বুদ্ধি-সুদ্ধি বাড়তেছে……
লক্ষণ শুভ মনে হইতেছে…..

Level New

সরকারের উদ্যোগটা ভাল।
তবে কত দিন চলবে?
জনগন আসলে উপকৃত হবে কিনা সেটাই দেখার বিষয়।

    আপনার কথাও ঠিক। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Level 0

vabnar bishoi ,dekhajak shamne ki hoi.tune korar jonno thanks

    ধন্যবাদ কমেন্ট করার জন্য।

Level 0

ওপেন সৌর্স এর জয় জয়কার তো সব জায়গায়. আমাদের সরকার টাকা বাচাই তাসে নাকি মহত উদ্দেশে করতেছে তা দেখার বিসয়. যদি মহত উদ্দেশে করে থাকে তাহলে সাদুবাদ জানাচ্ছি. একদিন না একদিন তো সবাইকে ওপেন সৌর্স এর পতাকা তলে আসতেই হবে. সেদিন আর দুরে নাই.

http://www.deshisms.com

    সহমত ধন্যবাদ কমেন্ট করার জন্য।

টিউনের জন্য ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।

valo——->ভাল হইছে
Computer tips & tricks
http://www.a2zbd.info

    আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য।

শুভবোধ উদয় হোক

    সবাই তাই চাই।ধন্যবাদ কমেন্ট করার জন্য।