অবশেষে বাংলাদেশে কলকাতার টিভি চ্যানেল জি বাংলা ও স্টার জলসা বন্ধ হতে যাচ্ছে। তথ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে বাংলাদেশে আগামী ৬ই আগস্ট থেকে জি বাংলা এবং স্টার জলসা টিভি চ্যানেল বন্ধ হতে যাচ্ছে এবং স্টার প্লাস টিভির সম্প্রচার ও বন্ধ হতে পারে। ভারতের এই টিভি চ্যানেল গুলোর বন্ধ করার কারণ জানতে চাইলে সুত্রটি জানায়, এই ঈদে পাখি নামের একটি লেডিস ড্রেস নিয়ে আত্মহত্যা এবং তালাকের মতো ঘটনা ঘটায় সোশ্যাল মিডিয়া ও কিছু অনলাইন নিউজ পোর্টালে তীব্র নিতিবাচক মন্তব্য আসায় তথ্য মন্ত্রণালয় এহেন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। তবে এখন পর্যন্ত তথ্য মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক ভাবে এই ব্যাপারে কিছু জানায়নি। তবে আজ সন্ধ্যার আগ থেকে এই সংবাদটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে প্রচার হয়াতে সকলে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যাচ্ছে তবে যারা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছে তাঁরা প্রায় সকলেই পুরুষ।
এই ব্যাপারে এখনো নীরবতা পালন করছে এই দেশের নারী ফেসবুক ইউজারেরা, তাঁরা এখনো বিশ্বাস করতে পারছে না তাঁদের প্রিয় টিভি চ্যানেল জি বাংলা, স্টার জলসা বন্ধ হতে পারে। এই রিপর্টারের সাথে তেমনি একজন স্টার প্লাস, জি বাংলা ও স্টার জলসা টিভি’র শক্তপোক্ত এক ভক্তের কথা হয়, সেই ভক্তটি রাগান্বিত স্বরে তাঁর মন্তব্য প্রকাশ করতে গিয়ে বলেন ”আমাদের দেশের টিভি তে কি দেখায় যে আমরা দেখবো ? এমন কিছু যদি হয়েই থাকে তাহলে আমরা দরকার হলে ইন্টারনেট থেকে লাইভ এই সব টিভি দেখবো, দেখি আমাদের ঠ্যাকায় কে ?”
সূত্রঃ প্রবাসনিউজ২৪.কম
আমি Imon Mahmud। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যদি সত্যিই বন্ধ হয়, তাহলে আমার চাইতে বেশি খুশি মনে হয় আর কেউ হবেনা। মাঝে মাঝেই নিজের টিউনটার https://www.techtunes.io/reports/tune-id/236221 দিকে তাকাই আর ভাবি যে কবে জী-জলসামুক্ত একটা দেশ পাবো। যাক পরিবারের কেউ আর বলতে পারবে না যে,”কিরে, খুব তো লিখছিলি! তাও তো আমাদের চ্যানেলগুলো বন্ধ করতে পারলি না।” যদি সত্যিই বন্ধ হয় তবে ধন্যবাদ তথ্য মন্ত্রণালয়কে।