ফিলিপাইনে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় মৃত এক মেয়ে জেগে উঠল!!

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ইউটিউবে মেয়েটির মৃত থেকে জীবিত হওয়ার এ চাঞ্চ্যলকর দৃশ্যটি ধারণ করা হয়েছে।  ভিডিওটির ধারণকৃত লিঙ্কটি নীচে দেয়া হলো৷

বালিকাটি শুক্রবার ভর্তি ছিল মেডিকাল ক্লিনিক এ। এমন সময় সে মারা যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে। মেয়েটির অন্ত্যেষ্টিক্রিয়ার সময় তার এক আত্নীয় দেখতে পায় মেয়েটির মাথা কফিনের ভেতর নড়ছে।

মেয়েটির বাবা মা তার মেয়েটিকে তাড়াতাড়ি কফিন থেকে বের করে আলিঙ্গন করে কিন্তু এর শেষ সমাপ্তি সুখের হয়নি কারণ মেয়েটি আবারও মারা যায় ডাক্তাররা পরীক্ষা করে দেখেন। ডাক্তাররা তাড়াতাড়ি মেয়েটিকে কবর দেওয়ার জন্য পরামর্শ্ দেন মেয়েটির বাব-মাকে।

আল্লাহতায়ালার ইচ্ছায় হযরত ঈসা (আঃ) মৃত ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা পেয়েছিলেন। এরকম আশ্চর্যজনক ঘটনা সেই কথাই মনে করিয়ে দেয়। এছাড়া  পবিত্র কুরআন এ সূরা-বাকারায় মৃত ব্যক্তি জীবিত হয়ে তার হত্যাকারীর নাম বলে দেয়  একটি ঘটনার বিশদ বর্ণনা আছে।

ভিডিওটি দেখার জন্য নিচের লিঙ্ক এ যান--

Level 0

আমি Zia Uddin Ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 40 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai link koi

    ভাই চশমা লাগিয়ে খুজুন, পেয়ে যাবেন ইনসাল্লাহ্।

vai aita to kono girjar vitor
meye ti ki chiristan???

জ্বী, সম্ভবত খ্রীষ্টান, আর আপনি ঠিক ই বলেছেন গীর্জার ভিতর।