টেকটিউনসে কমেন্ট রিপলাই ইমেইল অ্যালার্ট। কর্তৃপক্ষকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

টিউন বিভাগ খবর
প্রকাশিত

সেদিন(১৫ জুলাই ২০১০) সকালে ঘুম থেকে উঠে মেইল চেক করছিলাম। দেখি টেকটিউনস থেকে মেইল এসেছে। ভাবলাম আমার কোন পুরোনো টিউনে কেউ মন্তব্য করেছে হয়ত তাই এটা এলার্ট মেইল। খুললাম, ওমা এটা মন্তব্যের এলার্ট ঠিকই কিন্তু আমার টিউনের নয় অন্য একটা টিউনে আমি মন্তব্য করেছিলাম এবং সেই মন্তব্যের রিপ্লাই হয়েছে বলে আমার কাছে এলার্ট এসেছে।

আমার খুশি আর দেখে কে? সাথে সাথে একটি ধন্যবাদ টিউন করতে বসে গেলাম। আমার কলেজে ৭.৩০ এ (একদম টর্চার) ক্লাস শুরু হয়। সুতরাং শেষ করতে পারলাম না তাই ড্রাফট-এ রেখে দিলাম। ভাবলাম টিউনটি আর করা হবে না। কিন্তু এই কয়েকদিনে দেখলাম টেকটিউনসে এ নিয়ে কোন মাতামাতি নেই। এতবড় ফিচার আর কোন সাড়া নেই! নিশ্চই অনেকে জানেন না। তাই টিউনটি শেষ করলাম। এই টিউনের মাধ্যমে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হল। এখন আর মন্তব্যের রিপ্লাই এসেছে কিনা তা দেখার জন্য বার বার টিউন ভিজিট করতে হবে না।

ফলে আমাদের সময় এবং টেকটিউনসের ব্যান্ডউইডথ উভয় সংরক্ষন হবে। এই চমৎকার ফিচার যুক্ত করে আমাদের প্রীয় টেকটিউনসকে আরও উন্নত করার জন্য মেহেদী ভাই সহ টেকটিউনসের অ্যাডমিন প্যানেলের সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেখেননি তারা কমেন্ট করা শুরু করুন কেউ রিপ্লাই করলে অবশ্যই এলার্ট পেয়েযাবেন।

আমার প্রথম এলার্টের একটা স্ক্রীনসর্টঃ

mailbox

Level 0

আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

😉

Level 0

আপনি ধন্যবাদ জানান নি ?

    এইতো এই টিউনের মাধ্যমে জানালাম।

লক্ষ করিয়াছিলাম কিন্তু অতি আনন্দের ধাক্কায় তাহা প্রকাশ করিবার খেয়াল হারাইয়া ফেলিয়াছিলাম!!!!!

    বিচলিত হইবার কোনরুপ আবশ্যকতা নেই আপনি এখনও বহিঃপ্রকাশ করিতে পারেন।

Level 0

ঠিক তাই…………

হুম আমিও ইমেইল নোটিফিকেশন পেয়ে অবাক হয়েছি, ধন্যবাদ টেকটিউনকে।

” কমেন্ট রিপলাই ইমেইল অ্যালার্ট ” সম্বন্ধে আমাদের অ্যালার্ট করার জন্য আপনাকে ধন্যবাদ……

প্রায় ৩ দিন আগে থেকে এই এলার্ট চালু হয়েছিল।

    হুম… আর এই ৩ দিন আগে তারিখ ছিল ১৫ জুলাই ২০১০ যা প্রথমেই উল্লেখীত। ধন্যবাদ মন্তব্যের জন্য।

হুমম অনেক দিনের চাওয়া পাওয়া ছিল এই সার্ভিস টা।
ধন্যবাদ টেকটিউনসকে 🙂

বুজিয়া উঠিতে পারি নাই। বলার জন্য ধন্যবাদ।

Level 0

দাবি গুলো আস্তে আস্তে পূরন হচ্ছে ……… 🙂 🙂

Level 2

আমি এখনো পাই নাই।পাইলে বলুম নে।