নাম নাতাশা জন্ম ১৯৮৭ সালে রাশিয়ার Saransk, Mordovia তে। সে দেখতে আমাদের মত সাধারন মানুষের মত হলেও তার আছে একটি সুপারহিউম্যান ক্ষমতা। তার চোখ আমাদের চোখের চেয়ে অধিক শক্তিশালী। আমাদের দেখার ক্ষমতার সীমাবদ্ধতা আছে কিন্তু সে তার চোখ দিয়ে মানুষের শরীরের মধ্যের অঙ্গ-প্রত্যঙ্গও দেখতে পারে। সহজ কথায় বলা যায় তার চোখের ক্ষমতা একটি এক্সরে মেশিনের সমান বা তার থেকে বেশি।
সে যখন সাধারন থাকে তখন আমাদের মত কিন্তু যখন সে তার ক্ষমতা ব্যবহার করে তখন সে কঠিন বস্তুর অপর পাশের বিষয়বস্তুও দেখতে পায়। তার এই ক্ষমতার কথা জানাজানি হলে ডিসকভারি টিম সহ আমেরিকার, রাশিয়ার বেশ কয়েকটি বৈজ্ঞানিক প্রতিষ্ঠান তাকে নিয়ে পরিক্ষা চালায় এবং পরে ডিসকভারি টিভি চ্যানেলে তাকে নিয়ে প্রতিবেদন তৈরি করে। তবে আজও সকলের নিকট এটা একটি রহস্য সে কিভাবে তার চেখকে এত সুপারহিউম্যান পর্যায়ে নিয়ে যায়।
সূত্র: এক্সরে চোখ যুক্ত(x-ray eye) রাশিয়ান বালিকা
http://en.wikipedia.org/wiki/Natasha_Demkina
তাকে নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে।
আমি অসীম কষ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র পড়াশুনার ফাঁকে ফাঁকে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করি। এতে আমি যা জানতে পারি বা বুঝতে পারি তা বন্ধুদের সাথে শেয়ার করি। ঘুরে বেড়াতে ভাল লাগে একা একা থাকতে আর সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে কম্পিউটারের সাথে লেগে থাকতে ভাল লাগে। খুব বেশি বন্ধু তবে আমরা যখন একত্র হই তখন...
আপনাকে অসংখ্য ধন্যবাদ।