ওয়ার্ল্ড কাপ দেখবেন অথচ কোথায়/কোন স্টেডিয়ামে খেলা হচ্ছে জানবেন না, তা কিভাবে হয়! আসুন জেনেনি এবারের বিশ্ব কাপের সবগুলো স্টেডিয়ামের নাম, পরিচিতি ও কোন স্টেডিয়ামে কোন খেলা।
স্টেডিও মারাকানা স্টেডিয়ামটি ব্রাজিল শহরের রিও ডি জানইরো (Rio de Janeiro) শহরে অবস্থিত। ১৯৫০ সালের ১৬ জুন স্টেডিও মারাকানা (Estádio Maracanã) স্থাপিত হয়। স্টেডিও মারাকানা এর অফিসিয়াল নাম স্টেডিও জরনালিস্তা মারিও ফিলহো (Estádio Jornalista Mário Filho)। স্টেডিও মারাকানা স্টেডিয়ামে প্রথম খেলা হয় ব্রাজিলের সাথে উরুগুয়ে। ব্রাজিল ২-১ গোলে জিতে যায়। এই স্টেডিয়ামের বর্তমান মোট ধারন সংখ্যা ৭৪,৬৮৯ জন।
স্টেডিও নাসিওনাল, ব্রাজিল শহরের ব্রাজিলিয়া, ডিএফ (Brasília, DF) শহরে অবস্থিত। ১৯৭৪ সালের ১০ মার্চ স্টেডিয়ামটি স্থাপিত হয়। স্টেডিও মারাকানা এর অফিসিয়াল নাম স্টেডিও নাকিওনাল মানে গাররিনচা (Estádio Nacional Mané Garrincha)। ইংল্যান্ড এর পর এটিই বিশ্বের দ্বিতীয় ব্যবহুল স্টেডিয়াম। ১৯৭৪ সালে এর নির্মাণ ব্যায় ৯০০ মিলিয়ন ডলার। এই স্টেডিয়ামের বর্তমান মোট ধারন সংখ্যা ৬৮,০০৯ জন।
এরিনা ডি সাও পাউলো (Arena de São Paulo) এর আসল নাম এরিনা করিন থিয়ান্স (Arena Corinthians)। ওয়ার্ল্ড কাপ উপলক্ষে এর নামকরন ওরা হয় এরিনা ডি সাও পাউলো (Arena de São Paulo)। এটি ব্রাজিলের সাউ পাউলো (São Paulo) শহরে অবস্থিত। ২০১৪ সালের ১০ মে স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। এর নির্মাণ ব্যায় পড়ে প্রায় ৪৩৩ মিলিয়ন ডলার। স্টেডিয়ামটিতে বর্তমান মোট ধারন সংখ্যা ৬১,৬০৬ জন।
স্টেডিও ক্যাস্টেলাও (Estádio Castelão), ব্রাজিল শহরের ফোরটালিযা, চিয়েরা (Fortaleza, CE) শহরে অবস্থিত। স্টেডিও ক্যাস্টেলাও এর অফিসিয়াল নাম স্টেডিও প্লাসিদো এডেরালদো ক্যাস্টেলাও (Estádio Plácido Aderaldo Castelo)। ১৯৭৩ সালের ১১ নভেম্বর স্টেডিয়ামটি স্থাপিত হয়। স্টেডিয়ামটিতে বর্তমান মোট ধারন সংখ্যা ৬৭,০৩৭ জন।
স্টেডিও মিনেইরাও (Estádio Mineirão) এর অফিসিয়াল নাম স্টেডিও গভারনাডর মাগাল হিস পিন্টো ( Estádio Governador Magalhães Pinto) যা ব্রাজিলের বেলো হরিজন্ট (Belo Horizonte) শহরে অবস্থিত। ১৯৬৫ সালের ৫ সেপ্টেম্বর স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। স্টেডিয়ামটিতে বর্তমান মোট ধারন সংখ্যা ৬২,১৬০ জন।
স্টেডিও বেইরা-রিও (Estádio Beira-Rio) এর আরেক নাম স্টেডিও জসে পিন হেই রো বোর্ডাল (Estádio José Pinheiro Borda)। ব্রাজিলের গুইবা নদীর (Guaíba River) পাশে অবস্থিত। ১৯৬৯ সালের ৬ এপ্রিল স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। স্টেডিয়ামটিতে বর্তমান মোট ধারন সংখ্যা ৫১,৩০০ জন।
এরিনা ফন্টে নোভা (Arena Fonte Nova) স্টেডিয়ামটি ব্রাজিলের সাল্ভাডর, বাহিয়া (Salvador, Bahia) শহরে অবস্থিত। এর নির্মাণ ব্যায় পড়ে প্রায় ২৬৫ মিলিয়ন ডলার। ২০১৩ সালের ৭ এপ্রিল স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। স্টেডিয়ামটিতে বর্তমান মোট ধারন সংখ্যা ৫০,০০০ জন।
এরিনা পারনামবুকও (Arena Pernambuco) স্টেডিয়ামটি ব্রাজিলের সাও লউরেনকো ডা মাতা ( São Lourenço da Mata) শহরে অবস্থিত। ২০১৩ সালের ২২ মার্চ স্টেডিয়ামটি উদ্বোধন করা হয়। স্টেডিয়ামটিতে বর্তমান মোট ধারন সংখ্যা ৪৬,১৫৪ জন।
এটি ফিফা উপলক্ষে তৈরি করা নতুন স্টেডিয়াম। এটি ব্রাজিলের কুইবা (Cuiabá) শহরে অবস্থিত। এর নির্মাণ কাজ শেষ হয় ২০১৪ সালের ২৬ এপ্রিল। এর নির্মাণ ব্যায় পড়ে ২১০ মিলিয়ন ডলার। মোট ধারন সংখ্যা ৩৯,৮৫৯ জন।
এরিনা ডা আমাজনিয়া (Arena da Amazônia) স্টেডিয়ামটি ব্রাজিলের মানাউস (Manaus) শহরে অবস্থিত। স্টেডিয়ামটি নির্মিত হয় ২০১৪ সালের ৯ মার্চ। এর বর্তমান মোট ধারন সংখ্যা৪২,৩৭৪ জন।
এরিনা ডা ডুনাস (Arena da Dunas) স্টেডিয়াম ব্রাজিলের নাতাল ( Natal) শহরে অবস্থিত। এটি ২০১৪ সালে ২৬ জানুয়ারি নির্মিত হয়। এর নির্মাণ ব্যায় প্রায় ১৭৯ মিলিয়ন ডলার এবং এর ধারন ক্ষমতা ৪৫,০০০ জন।
এটি ব্রাজিলের পারানা (Paraná) শহরে অবস্থিত। এরিনা ডা বাইক্সাডা (Arena da Baixada) ১৯৯৯ সালে ২৪ জুন নির্মিত হয়। এর ধারন ক্ষমতা ২৮,৪১৩ জন।
উপরের সকল তথ্য উইকিপিডিয়া থেকে সংগৃহীত। তথ্যে কোন ভুল থাকলে ধরিয়ে দিবেন।
সরাসরি বিশ্বকাপ দেখতে চাইলে বুকমার্ক করে রাখুন।
আমি Zubi14। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ!