সবাইকে সালাম ও শুভেচ্ছা ।
বিশ্বকাপ ফুটবলের এটাই আমার শেষ টিউন । এর আগে ভবিশ্যতবাণী নিয়ে যে দুইট টিউন করেছিলাম দুটোই খুব আলোচতি ও সমালোচিত হয়েছে । কিন্তু এবারের টিউনটি করতে গিয়ে আমি নিজেই বিপাকে পরেছি । তার কারন আজকে আরেকটি জ্যোতিষির খবর পেলাম । এটি একটি টিয়া পাখি । টিয়া পাখিটি জানিয়েছে বিশ্বকাপ পাবে নেদারল্যান্ড । অপর দিকে অক্টোপাস জানিয়েছে বিশ্বকাপ পাবে স্পেইন । যে দলই জিতুক তাতে আমার কি ? আমার ব্রাজিল-ই নেই ।
পরবর্তীতে কোন খবর পেলে টিউনটি আপডেট করে দিব ।
---------------------------বাপ্পী পটুয়াখালী---------------------------
আমি বাপ্পী পটুয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 136 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র এই পৃথিবীর বিরাট খাতায়,পাঠ্য যে সব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র
দুনিয়াতে রহস্যময় কতকিছু যে আছে…দেখা যাক কার কথা ফলে যায়। ধন্যবাদ টিউনটির জন্য। ভাল থাকবেন।