একটু আগে অনলাইনে কালের কন্ঠ পত্রিকাটি পড়ছিলাম। টেক প্রতিদিন বিভাগে দেখলাম ছবি থেকে কার্টুন তৈরি করার সফ্টওয়্যার এর লিংক দেয়া আছে।
যাইহোক, এই লিংকটিতে গিয়ে যা দেখলাম...
এটা খুব সম্ভবত টেক-টিউনস এর প্রবাসী রওনক ভাই এর দেয়া। তিনি টেক-টিউনস ছাড়া অন্য কোথাও লিখেন না। তাই কালের কন্ঠে লেখকের উচিত ছিল এই সফ্টওয়্যার লিংক কোথায় পেয়েছেন তা জানানো। সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করা হতো রওনক ভাই এর প্রতি।
বি:দ্র: কালের কন্ঠে রওনক ভাই লিখে থাকলে মডারেটররা পোস্টটি ডিলিট করে ফেলবেন।
আমি গ্লাইডার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রবাসী ভাইর মন্তব্য চাই।