এটা কী তাহলে অকৃতজ্ঞতা নয় ???

টিউন বিভাগ খবর
প্রকাশিত

একটু আগে অনলাইনে কালের কন্ঠ পত্রিকাটি পড়ছিলাম। টেক প্রতিদিন বিভাগে দেখলাম ছবি থেকে কার্টুন তৈরি করার সফ্টওয়্যার এর লিংক দেয়া আছে।

যাইহোক, এই লিংকটিতে গিয়ে যা দেখলাম...

এটা খুব সম্ভবত টেক-টিউনস এর প্রবাসী রওনক ভাই এর দেয়া। তিনি টেক-টিউনস ছাড়া অন্য কোথাও লিখেন না। তাই কালের কন্ঠে লেখকের উচিত ছিল এই সফ্টওয়্যার লিংক কোথায় পেয়েছেন তা জানানো। সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করা হতো রওনক ভাই এর প্রতি।

বি:দ্র: কালের কন্ঠে রওনক ভাই লিখে থাকলে মডারেটররা পোস্টটি ডিলিট করে ফেলবেন।

Level 0

আমি গ্লাইডার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রবাসী ভাইর মন্তব্য চাই।

হু উল্লেখ করার মত। আপনার মাধ্যমে জানলাম।

এরা ইহকালে মানুষ হবে না ……. আমার মনে হয় না যে প্রবাসী ভাই সেখানে লিখে থাকেন

    টিনটিন ভাই ঠিক বলেছেন এরা ইহকালেও মানুষ হবেনা এখন আমিও আপনার দৃষ্টি আকর্শন করছি কিছু কিছু কমেন্টার শুধু নিজের সাইটের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে কমেন্ট করা নাম মাত্র,এই সব দিকে কি একটু দৃষ্টি দেয়া যায়?টেকটিউন্সের সংবিধান অনুযায়ীতো এই রকমটা চলতে পারেনা আপনি কি বলেন?

    ঠিক বলেছেন ভাই। ব্যক্তিগত ভাবে আমি বেশকিছু টিউনার কে কমেন্টের মাধ্যমেই এসব নিজের সাইটের বিজ্ঞাপন দেয়া বন্ধ করতে বলেছি। কিন্তু কে শুনে কার কথা বলেন। বাচাধন এ্যাড এখনো চালায় যাচ্ছেন। এ্যাডমিন কি একটু দৃষ্টি দেবেন? 🙁

আমি প্রবাসি ভাইয়ের মন্তব্যে আশাহত।
প্রবাসী says:৭ জুলাই, ২০১০ at 8:46 অপরাহ্নভাই তারা আমার অনুমতি নেয়নি এবং সে্টার খুব একটা প্রয়োজনও নেই।আমার মূল উদ্দেশ্য সফটওয়্যার গুলো হাতে হাতে পৌঁছে দেয়া।সেখানে আমার নাম ব্যবহার করলেও যা না করলেও তা।যে কেউ ইচ্ছে করলে আমার প্রদত্ত সফটগুলো তাদের সাইটে ব্যবহার করতে পারে।আমার অনুমতি কিংবা আমার নাম কিছুই ব্যবহার করতে হবে না।

    শেষ পর্যন্ত তিনি একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছেন।

ওনারা আমার অনুমতি নেননি এবং আমি একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছি।যাতে লিখেছি>>>>>
“জনাব,সালাম নিবেন।অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার দেয়া ফটো টু কার্টুন সফটওয়্যারের লিঙ্কটি আপনারা ব্যবহার করেছেন আমার অনুমতি না নিয়ে।একটি জাতীয় দৈনিকের কাছে এমন চোরের মত আচরন আশা করি না।আপনার তথা আপনাদের কাছে এর সদুত্তর প্রত্যাশা করছি।

রওনক আলী খান
মনফালকোনে
ইতালী”

আর একটি কথা।আমি একমাত্র টেকটিউন ছাড়া অন্য কোথাও লিখিনা এবং ভবিষ্যতেও লিখবো না।অর্থের বিনিময়েও না।কোন কছুর বিনিময়েও না।সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিবাদ করার জন্য।

    এই না হলে টেকটিউনস প্রেমী…………সালাম গুরু আপনাকে আবারও সালাম!!!

    ঠিক বলছেন। 🙂 গুরু তোমাকে হাজার ছালাম 🙂

আমার মনে হয় শুধু প্রবাসী ভাইয়ের টিউনটিই না। আমি প্রায় প্রতিদিন বিভিন্ন পত্র পত্রিকা পড়ে থাকি। প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন এ এবং কালের কণ্ঠের টেক প্রতিদিন কলামে প্রায় প্রতিদিনই এই টেকটিউনের বিভিন্ন লেখা কিছুটা সংশোধন করে লিখে থাকে। আজকে টেকটিউনে কোন ভাল টিউন প্রকাশিত হলে তা পড়ের দিন এই দুইটির যে কোন একটিতে প্রায়ই প্রকাশিত হয়ে থাকে। তারা তথ্যসূত্র দিয়ে থাকে না।তাদের উচিত তথ্য সূত্র দেয়া। আর এইটাতো রওনক ভাইয়ের আপলোড করা সফটওয়্যারের লিকংকটি। টেকটিউন কর্তৃপক্ষকে কিছু একটা করা উচিত।

Level 0

এটা করোরই কাম্য নয়। প্রবাসী(রওনক আলী খান) ভাই এর মত আমরাও কর্তৃপক্ষের নিকট এর সদুত্তর প্রত্যাশা করছি।

চুরি করা বাঙ্গালীর সভাব হয়েগেছে, আর পত্রিকা প্রকাশক দের কথা তো বাদই দিলাম।

লিংকের তো কপিরাইট হয় না। যদি তারা লেখাটি হুবুহু ব্যাবহার করত তবে চোর বলা যেত কিন্তু এখন বলা যাবে না। কারন অনলাইন দুনিয়ায় সার্চ করেও তো আপনার লিংক পাবে তাই লিংকের কোন কপিরাইট হয় না। কপিরাইট হয় লেখার।

আপনাদের সততা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। একটা লিন্ক দিয়েছে তাতেই এতো নীতিকথা… ! আর শতশত প্রোগ্রামারদের কতো কতো সফটওয়ার যে আপনারা সিরিয়াল কি সহ ফ্রিতে বিলিয়ে যাচ্ছেন তার হিসেব কি কেউ রাখে ?

প্রবাদ: চালুনি বলে “সুই তোর পুটকিতে ছেদা”

    ভাইয়া আমি ঠিক এই কথাটিই বলতে যাচ্ছিলাম, প্রবাসী ভাই শুধু লিঙ্ক দিয়েছেন, সফটয়ারটি তার তইরি করা নয়, সুতরাং এটা এমন কিছু না যে এত রাগারাগি করে প্রতিবাদ লিপি পাঠানো লাগবে। আমরা নিজেরাও অনেক সময় এমন এমন লিঙ্ক থেকে ডাউনলোড করি যার আপলোডার কে নাম গন্ধও জানিনা। অনেক কিছুই খারাপ লাগে, কিন্তু বাস্তবে এর বিরুদ্ধে যুক্তি খুঁজে পাওয়া যায় না। প্রবাসী ভাইকে ধন্যবাদ আপলোড করার জন্যে। কালের কন্ঠ কে চোর বলছি না কারন, যে শেষ পর্যন্ত টেকটিউন্স এর প্রবাসী ভাইএর জিনিসই সবার সাথে শেয়ার করেছে, ফলে এমন অনেকে সফটটি পেতে পারে যারা হয়ত কখনো টেকটিউন্সে আসবে না।