দেশের ই-কমার্স খাতে নতুন মাত্রা নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ইনপেইসবাজার ডট কম (রহঢ়ধপবনধুধৎ.পড়স)। মার্কেটিং সেবা প্রদানকারী দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইনপেইসের উদ্যোগে এই ই-কমার্স সাইটটি ৩০ এপ্রিল ২০১৪ বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে এক জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে। ইনপেইসের ব্যবস্থাপনা পরিচালক ও ইনপেইসবাজার ডট কম-এর প্রধান নির্বাহী জনাব মো. কামরুল আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দেশের তথ্যপ্রযুক্তি খাতের খ্যাতনামা ব্যক্তিত্ব জনাব মোস্তফা জব্বার। এ সময়ে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি আবু হানিফ মো. মাহফুজুল আরিফ, সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, যুগ্ম-মহাসচিব এস. এম. ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ কাজী শামসুদ্দিন আহমেদ লাভলু, পরিচালক আলী আশফাক, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি ফয়জুল্লাহ খান, বিসিএস কম্পিউটার সমিতির সহ-সভাপতি মো. মাজহারুল ইমাম সিনা, সাধারন সম্পাদক এএমএ কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হাসান সিদ্দিকী, মাসিক কম্পিউটার বিচিত্রার প্রতিষ্ঠাতা ভূঁইয়া ইনাম লেনিন, মাসিক সি নিউজের সম্পাদক ও প্রকাশক রাশেদ কামাল, ডিজিটাল সময়ের সম্পাদক খালেদ সাইফুল্যাহ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইনপেইসের ব্যবস্থাপনা পরিচালক ও ইনপেইসবাজার ডট কম-এর প্রধান নির্বাহী জনাব মো. কামরুল আহসান বলেন, ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এবং দেশ-বিদেশের ক্রেতাদের ই-কমার্স সেবা দ্বারপ্রান্তে পৌঁছে দিতে ইনপেইসবাজার ডট কম দৃঢ় প্রতিজ্ঞ। এ সাইটটি থেকে ক্রেতারা কিনতে পারবেন আইটি, ডিজিটাল লাইফস্টাইল, গৃহস্থালী, ভোগ্যপণ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, বুটিকসহ হরেক রকমের পণ্য। এছাড়া ক্রেতাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন পণ্যও যোগ করা হবে ইনপেইসবাজারে।
তিনি আরও বলেন, বাংলাদেশে ই-কমার্সের প্রসারের ফলে ডিপার্টমেন্টাল স্টোরের উপর চাপ কমবে, বাণিজ্যিক স্থানের ব্যবহার কমবে, ব্যাপকভাবে বিদ্যুৎ ও জ্বালানী সাশ্রয় হবে, যানজট কমবে এবং সময় বাঁচবে।
ইনপেইসবাজার ডট কম-এর প্রতিনিধিরা বলেন, একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ই-স্টোর তৈরির এ উদ্যোগকে সফল করতে সর্বস্তরের সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আমাদের দৃঢ় বিশ্বাস সকলের পরামর্শ, দিক নির্দেশনা ও সহযোগিতা নিয়ে ক্রেতা, গ্রাহক ও অংশিদারসহ সবাইকে নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের মাধ্যমে সামনে এগিয়ে যাবে ইনপেইসবাজার ডট কম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বলা হয়, ইনপেইসবাজার ডট কম-এর বিপুল সংখ্যক পণ্যের সমাহার থেকে ক্রেতারা খুব সহজেই তাদের পছন্দের পণ্য বেছে নিতে পারবে। আর দেশ-বিদেশের ক্রেতাদের জন্য সর্বোচ্চমানের ই-কমার্স সেবা নিশ্চিত করার মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি অর্জন করাই ইনপেইসবাজার ডট কম-এর প্রধান লক্ষ্য।
ইনপেইসবাজারের ফেইসবুক পেইজ http://www.facebook.com/inpacebazar এ যুক্ত হয়ে বিভিন্ন পণ্য ও অফার সম্পর্কে প্রতিনিয়ত আপডেট পাওয়া যাবে।
উল্লেখ্য, ক্রেতা ও গ্রাহকদের সর্বোচ্চমানের সেবা দিতে বিশ্বস্ত ও মননশীল সহযোগী প্রতিষ্ঠান হিসেবে নিজেদের উপস্থিতি জানান দিতে ইনপেইস সর্বদাই সাফল্যের পরিচয় দিয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা আর দক্ষ জনবলের মাধ্যমে দেশ ও দেশের বাইরে সংশ্লিষ্ট সকল ক্ষেত্রেই ইনপেইস আজ এক বিশ্বস্ত নাম। রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ককে নিজেদের দর্শণ হিসেবে ধারণ করে অংশিদার ও গ্রাহকদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ইনপেইস সর্বদাই সফল ভূমিকা পালন করে আসছে।
আমি Techtunes tAds। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো ই-কমার্স সাইট তৈরী হচ্ছে দিন দিন। শুভকামনা !