ঢাকার রাস্তায় আজ চলাচল শুরু করল ডিজিটাল বাস, এটা আমরা প্রায় সবাই জানি।
কিন্তু প্রশ্ন থাকে কিনা এটা কীভাবে ডিজিটাল? আসুন দেখি-
আসলে বাসগুলোতে থাকছে খুব উন্নত প্রযুক্তির ওয়াই-ফাই সেবা। প্রতিটি বাসে দুইটা থেকে চারটা ওয়াই-ফাই রাউটার দেওয়া থাকবে। যে কেউ ভ্রমণ পথে দ্রুতগতির ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।
তাছাড়া বাসগুলো সঠিক রুটে চলছে কিনা, এটাও জানার সুবিধা থাকছে এই ডিজিটাল বাসে। এটার সাথে সাথে বাসটির বর্তমান অবস্থান কোথায় সেটাও জানা যাবে এই বাসে।
তবে অনেকে মনে করতে পারে বাসের বাইরে থেকেও তো তাহলে অনেকে ওয়াই-ফাই ব্যবহার করবে! আসলে তা পারবে না, কারণ বাসের ভেতর QR কোড থাকবে, যেটা (বারকোড) স্ক্যান করলেই একজন কেবল ইন্টারনেট ব্রাউজ করতে পারবে।
আজ মোট দশটি ডিজিটাল বাস চলা শুরু করছে। ধীরে ধীরে সব BRTC বাস গুলোতেই এই সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে।
তাহলে ঢাকা শহর কি হচ্ছে বলুন তো?
ঢাকা শহর কী নিউ-ইয়র্ক সিটি হয়ে গেলো নাকি?
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
QR কোডগুলো কি র্যান্ডমলি চেইন্জ হবে? তা নাহলে তো একবার স্ক্যান করলেই সবসমই ব্যবহার করা যাবে। তবে এখানেও একটা প্রশ্ন, বাসটির জীবদ্দশায় কতবার কোড চেইন্জ করবে?