ঢাকাতে ডিজিটাল বাস। আসলে এটা কীভাবে ডিজিটাল?

টিউন বিভাগ খবর
প্রকাশিত

ঢাকার রাস্তায় আজ চলাচল শুরু করল ডিজিটাল বাস, এটা আমরা প্রায় সবাই জানি।

কিন্তু প্রশ্ন থাকে কিনা এটা কীভাবে ডিজিটাল? আসুন দেখি-

আসলে বাসগুলোতে থাকছে খুব উন্নত প্রযুক্তির ওয়াই-ফাই সেবা। প্রতিটি বাসে দুইটা থেকে চারটা ওয়াই-ফাই রাউটার দেওয়া থাকবে। যে কেউ ভ্রমণ পথে দ্রুতগতির ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।

তাছাড়া বাসগুলো সঠিক রুটে চলছে কিনা, এটাও জানার সুবিধা থাকছে এই ডিজিটাল বাসে। এটার সাথে সাথে বাসটির বর্তমান অবস্থান কোথায় সেটাও জানা যাবে এই বাসে।

তবে অনেকে মনে করতে পারে বাসের বাইরে থেকেও তো  তাহলে অনেকে  ওয়াই-ফাই ব্যবহার করবে! আসলে তা পারবে না, কারণ বাসের ভেতর QR কোড থাকবে, যেটা (বারকোড) স্ক্যান করলেই একজন কেবল ইন্টারনেট ব্রাউজ করতে পারবে।

আজ মোট দশটি ডিজিটাল বাস চলা শুরু করছে। ধীরে ধীরে সব BRTC বাস গুলোতেই এই সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে।

তাহলে ঢাকা শহর কি হচ্ছে বলুন তো?

ঢাকা শহর কী নিউ-ইয়র্ক সিটি হয়ে গেলো নাকি?

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

QR কোডগুলো কি র‌্যান্ডমলি চেইন্জ হবে? তা নাহলে তো একবার স্ক্যান করলেই সবসমই ব্যবহার করা যাবে। তবে এখানেও একটা প্রশ্ন, বাসটির জীবদ্দশায় কতবার কোড চেইন্জ করবে?

    Level 2

    @আশরাফ: আসলে এটা বিস্তারিত পাওয়া যায় নি, তবে এটা কিন্তু ঠিক বাস চলতে থাকলে, বাইরে থেকে কেউ নির্দিষ্ট জায়গা থেকে নেট ব্রাউজ করতে পারবে না- QR কোড জানা থাকলেও, কারণ সে নেট থেকে দূরে চলে যাবে কয়েক মিনিটের মধ্যে। ধন্যবাদ।

কিন্তু পরিবহন ব্যবস্থার সাথে সাথে নগর জীবণের উন্নতি করতে হবে। 😛

    Level 2

    @Sumon Bashar: আসলে ভাই।

অসম্ভব সুন্দর পরিকল্পনা, ধন্যবাদটা সরকারকে জানাতেই হচ্ছে কিছু কারনে,
১. বর্তমান সাধারণ জনগোষ্ঠির পরিবহন খাতে যে ওয়াই ফাই সেবা, তা পৃথিবীর শ্রেষ্ঠ সব ডিজিটাল শহর গুলোতেও তেমন ভাবে চালু হয়নি, আমি কোরিয়া তে প্রতিটি বাস, ট্যাক্সি তে এই ধরনের সেবা দিতে দেখেছি, এমন কি প্রতিটি ষ্টপেজ নির্ধারিত কিছু সময় পর পর প্রতিটি বাস এর বর্তমান অবস্থান এবং আর কত মিনিট যাত্রী সাধারণ কে অপেক্ষা করতে হবে, সবই প্রদর্শন করে। কিন্তু পাশের দেশ ভারতেই কিন্তু এই সেবা এখনো চালু হয়নি।
২. বর্তমানে স্মার্ট ফোন বা ডিজিটাল ডিভাইস বা ল্যাপটপ নিয়ে অসংখ্য যাত্রী সাধারণ -ই চলা-চল করেন, আর ঢাকা শহর দুর্ভাগ্য বশত জ্যাম এর নগরী, এমতাবস্থায়,সবাই নিজেদের প্রয়োজনীয় কাজ গুলো নির্ধিধায় সেরে ফেলতে পারবেন।
৩. আমাদের বেসরকারী পরিবহন খাতগুলো শুধু অবৈধ ভাবে ভাড়া বাড়িয়ে, নাম মাত্র সেব প্রদান করে থাকে, সাথে হয়রানি তো নিত্য সঙ্গী। এমতাবস্থায়, সরকারী সম্পদের দিকে জনগণ কে অনুপ্রাণিত করার জন্য এমন কিছু ব্যবস্থা নেয়া উচিত ছিল আরো আগেই যাতে প্রত্যেক রাহু হুমরা চুমরা দের টনক নড়ে, যারা গরমে সিদ্ধ হয়ে যাওয়া জনগনের উষ্টাগত জীবনের কথা না চিন্তা করে, একটু ব্যটারী বাচানোর জন্য বাস এর ফ্যান গুলো পর্যন্ত খুলে রাখে!
৪. একটা নির্দিষ্ঠ প্রজন্মকে শিক্ষিত করার জন্য এটাই যেকোনো উন্নয়নশীল দেশের প্রথম পরিকল্পনা থাকে। কিছু সুবিধা কে জনগনের দোর ঘুরায় এর চেয়ে সহজে পৌছানো যাবে না।
উপসংহারে কিছু কথা বলা উচিত, আমাদের উপমহাদেশের সরকার গুলো কোনভাবেই অত পাওয়ার ফুল নয়, তার বিভিন্ন কারণ আছে, কিন্তু জনগনের করার মত অনেক কিছু আছে, সবচেয়ে বড় ব্যাপার সচেতনতা। তাই রাজনৈতিক মুর্খ নেতা কর্মী কিনবা পথশিশুদের ২০ টাকার বিনিময়ে বাস-এ আগুন দিয়ে আসলে কার সম্পদ নষ্ট করছে , তা নিয়ে ভাবার সময় আমাদের এখন। আর সরকার গুলো কেন ক্ষমতায় থেকেও শক্তিশালী না ? কারণ, পৃথিবীর কোন দেশে সব ক্ষেত্রে এত সিন্ডিকেট আছে যারা নিজেদের দুর্নীতি গুলোকে স্বাভাবিক করার জন্য খুদ সাধারণ জনগণ কে কোনঠাসা করে রেখে, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারে ? সব ক্ষেত্রে কিসের এত সিন্ডিকেট? কেন ?

    Level 2

    @জুয়েল: ধন্যবাদ ভাই, আরও বেশি তথ্য দিয়ে জানানোর জন্য।

Level 0

Dgital Dhaka. Yes.
____________________
It has lcd tv also right?
Run
on Motijheel-Uttara route.

    Level 2

    @M.Sameer: ধন্যবাদ।

আপনার শিরোনামটা কি ঠিক হলো?

    Level 2

    @Tanvir Mustafa Joy: কেন ভাই, কি হলে ভালো হত? জানার জন্য এটা দেওয়া। ধন্যবাদ।

      @it.sardar: তা না ভাই। জানতাম খবরটা। 🙂

        Level 2

        @Tanvir Mustafa Joy: ঠিক, তারপরও নতুন ভাবে জানলাম ভাই আমরা। 😀

valo to akhn brtc r pice chuten sobai 😀

    Level 2

    @sarwar sajeeb: ছোটা তো স্বাভাবিক ভাই, কি বলেন, ঢাকা শহর ডিজিটাল। ধন্যবাদ।

      @it.sardar: ভাই কেও তো এখন বাস থেকে নামবো না

Level 0

উদ্যেগটা ভালো, কিন্ত অনেক সময় অন্যান্য উপাদান গুলো ঠিক করতে না পারলে ভালো উদ্যেগ গুলো ও নষ্ট হয়ে যায় ?? কারন ঢাকা শহরের বেশীরভাগ রাস্তায় িই আমি মোবাইল বের করি না, ভয়ে,েআর আমার ধারনা এতে বাসে চোরদের উতপাত বাড়বে এবং মোবাইল /ল্যাপটপ চুরির ঘটনা বৃদ্দি পাবে !!!

    Level 2

    @tahia: আপনার কথা আসলে ঠিক, এগুলো কত্তৃপক্ষের ভাবা উচিত। এটা আমাদের নিরাপত্তার ব্যাপার। ধন্যবাদ আপু।

    Level 2

    @tahia: আপনার কথা আসলে ঠিক, এগুলো কত্তৃপক্ষের ভাবা উচিত। এটা আমাদের নিরাপত্তার ব্যাপার। ধন্যবাদ ।

bah !! শুইনা ভাল লাগল 😀

    Level 2

    @IHK শাওন: ডিজিটাল শহর আমাদের। ধন্যবাদ।

Level 0

শুনতে ভাল পর্যন্তই। কারন কাজ করতে গেলে দেখা যাবে আসলে কিছুই হচ্ছে না। কাজে আসলে ভাল।

    Level 2

    @frzban: কাজে হবে, এই কামনা করি সবায়। ধনবাদ।

    Level 2

    @frzban: কাজে হবে, এই কামনা করি সবায়। ধন্যবাদ।

Level 2

কাজে হবে, এই কামনা করি সবায়। ধন্যবাদ।

Level 0

ar jonno kono ki extra pement korta hoba naki?

Level 2

না ভাই, সরকারি জিনিস, ফ্রিতে পাবেন যতটুকু জানি।

খুশির খবর মিয়া রা, কি কউ তোমরা? ব্যাফক মজা পাইলাম ! 😀 তাইলে আমাগোর দেশ কি ডিজিটেল হইতাছে ? 😀 😀 সরদার ভাই ধন্যবাদ

    Level 2

    @রাহাতুল ইসলাম: ধন্যবাদ ভাই। ডিজিটাল ঢাকা।

ডিজিটাল এখন আরও অনেক কিছু হবে।

    Level 2

    @রিয়াদ হাসান: হুম ভাই।

Level 0

khobi balo ami sotti e anondito. hasina ar kicu jaikorok onekgula valo kaj o hoiise. jeta khaleda thakle kokhono possible hoto na

    Level 2

    @md.faisal: 😀 তবে ঢাকা ডিজিটাল।

      Level 2

      আমরা অন্য ভাবে না নেই।

বাসের কন্টেকটর বাস থেইকা নামতে কইলে কমু ” ভাই থামেন , ডাউনলোড শেষ হোউক ” !! 😀

হরলতাল দিলেই ডিজিটাল শেষ হয়ে যাবে আমাদের দের দেশে এতো ভালো জিনিশ দিয়ে কোন লাভ নেই 😀 হা হা হা

    Level 2

    @অজানা অচেনা: তারপরও দিছে যখন, এক সময় রক্ষাও পাবে। 😀

শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।

    Level 2

    @ব্লগার ভাই: আপনাকেও ধন্যবাদ।