কম্পিউটার সোর্স পুরস্কৃত করল প্রথম ১৭জন কুইজ বিজয়ীকে

টিউন বিভাগ খবর
প্রকাশিত

গত ১৯ জুন দেশের শীর্ষ আইটি প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স লিমিটেড কর্তৃক আয়োজিত ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১০ অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রথম সপ্তাহের ১৭টি খেলার বিজয়ীদের মধ্যে এপাসার এমপিফোর প্লেয়ার পুরস্কার বিতরণ করা হয় প্রতিষ্ঠানটির ঢাকার কর্পোরেট মার্কেটিং অফিসে৷ উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সেলস্ ডিরেক্টর এ. ইউ. খান জুয়েল এবং ফাইন্যান্স ডিরেক্টর শামসুল হুদা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন৷ অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ছাড়াও এবারের ফিফা ২০১০ বিশ্বকাপ, কম্পিউটার সোর্স কর্তৃক আয়োজিত কুইজ, ওয়েবসাইট বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়৷ এছাড়া ঢাকার বাইরের বিজয়ীরা কম্পিউটার সোর্সের নিকটস্থ ব্রাঞ্চ থেকে পুরস্কার গ্রহন করে৷

অংশগ্রহণকারী পুরস্কার বিজয়ীদের মাঝে বেশীর ভাগই ছিলেন দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে (ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, ইউল্যাব, ঢাকা পলিটেকনিক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ) অধ্যয়নরত শিক্ষার্থী। এছাড়া গ্রামীণফোন, জিমার্ট ইত্যাদি প্রতিষ্ঠানে কর্মরত চাকুরিজীবিরাও পুরস্কৃত হন।

উল্লেখ্য, আগামী ফাইনাল খেলা পর্যন্ত এই প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং ফাইনালে পুরষ্কার হিসেবে থাকছে ডেল নোটবুক৷ কুইজে অংশগ্রহনসহ বিস্তারিত জানতে লগ ইন করুন- http://www.computersourcebd.com ওয়েবসাইটে৷

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর 😀 🙂 !! দুঃখ আমি অংশ করেছিম , কিন্তু পেলাম না 😉 যাই হোক বাকি গুলোতে অংশ গ্রহন করে যাব !

    আপনি যদি টাংগাইলের পোলা হয়ে থাকেন তাহলে পাওয়ার সম্ভাবনা ১০০% আর যদি না হন ১০০% উত্তর দিয়াও লাভ নাই।সকল চেস্টা বৃথা যাবে।

    টাঙ্গাইলের হলেই যে জিততে পারবে, তার কোনো গ্যারান্টি নাই। কারণ, আপনার উত্তর সঠিক হতে হবে, আপনার ইউজার একাউন্ট/ইমেইল এড্রেস একটিভ থাকতে হবে (একটিভেশন মেইল দেখুন), আর শেষে প্রায় ২০০০+ সঠিক উত্তরদাতার সাথে আপনারও ভাগ্য সিস্টেমের হাতে ছেড়ে দিতে হবে।

    প্রোসেসর ভাই টাংগাইলের ছেলে না আমি নীলফামারীর ছেলে 🙂 আর আমার ভাগ্য সাথে থাকলে আমি যেখানের হই না কেন? আমি পাব :p

Level 0

ভাই আমিও একটা খেলায় অংশ গ্রহন করেছিলাম
তবে যদি টারগেট করি তাহলে হয়ত একটা আদায় করতে পারব

    আপনি টার্গেট অনুযায়ী খেলুন সে আশাই রাখি

Level 0

আমারও Same দশা,একটাও লাগেনি 🙁 😉

Level 0

আমি তাহলে আজকে থেকে শুরু করি, ভাগ্যে থাকলে ঠেকায় কে?

    ভাগ্যের সাথে সাথে আপনার উত্তর সঠিক হতে হবে, আপনার ইউজার একাউন্ট/ইমেইল এড্রেস একটিভ থাকতে হবে (একটিভেশন মেইল দেখুন), আর শেষে প্রায় ২০০০+ সঠিক উত্তরদাতার সাথে আপনারও ভাগ্য সিস্টেমের হাতে ছেড়ে দিতে হবে।

আমি সবগুলোতে অংশ নিয়ে একটাও পাইনি।

    কাল ব্রাজিলের খেলায় সঠিক উত্তর ছিল ২৪০০ এর উপরে। আর বিজয়ী হবেন মাত্র একজন। তাহলে বলেন আপনার চান্স কতটুকু ?

    Level 0

    ১/২৪০০+ %

Level 0

আমি প্রথম খেলায় অংশ গ্রহন করে জিতেছি। এবার ফাইনাল……………
চেস্টা চালিয়ে যান ভাগ্যে থাকলে ঠেকায় কে?

    শুভ ভাই, আপনি অনেক ভাগ্যবান। আপনার ভাগ্যটা কি আমাকে বাকী দেওয়া যাবে।

আমার মনে হয় উপরে যারা যারা পুরস্কার পেয়েছে তারা সবাই টাঙ্গাইলের ছেলে। Amin Mehedi ভাইকে চ্যালেন্স করলাম উত্তর দিন…………

    আপনার চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করলাম। আপনি কেন টাঙ্গাইল কথাটা বলেছেন তা আমি জানি। ভাই, এখন পর্যন্ত যারা অংশগ্রহণ করে বিজয়ী হয়েছেন, তাদের মাঝে শুধুমাত্র একজন টাঙ্গাইল থেকে বিজয়ী (ডাটাবেস অনুসারে)। এখন আপনার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলাম – আপনি যদি প্রমাণ করতে পারেন যারা যারা পুরস্কার পেয়েছে তারা সবাই (২০% হলেও চলবে) টাঙ্গাইলের ছেলে, তাহলে আপনাকে আমি আমার পকেট থেকে জরিমানা দিয়ে ডেল নোটবুক উপহার দিব ফাইনালের উপহারের সাথে। মনে হয়, কুইজ খেলার চেয়ে এটি সহজ।
    একটা কথা বলি, জগতে এখনো কিছু লোক আছে যারা সৎ পথে চলে, চলতে চায়। আমিও সেই দলের একজন। তাই পুরস্কার দেয়া নিয়ে কোনো ধরনের লুকোচুরি যেমন আমার দ্বারা হয়নি, তেমন আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকেও করা হয়নি। তাই বলব, কাউকে নিরুৎসাহী না করে বরং উৎসাহ দিন। দোয়া করি আপনিও একটি গিফট পান। হয়তো তখন স্বচ্ছতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আপনার কাছে, অনেকের কাছে।

    Level 0

    টাঙ্গাইলের ছেলে !!!
    প্রোসেসর ভাই আপনি মনে হয় ভূল করছেন। অংশগ্রহণকারী পুরস্কার বিজয়ীদের মধ্যে আমিও একজন, প্রায় সবার সাথে কথা হোয়েছে আমার, ওনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন । আমার বাড়ী কিন্তু টাঙ্গাইল না।
    চেস্টা চালিয়ে যান তাহলে হয়ত একটা আদায় করতে পারবেন।

বোঝা যাচ্ছে খুব ভাল একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তাই আমি সকল আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।
এই প্রতিযোগিতায় সঠিক উত্তরের সাথে সাথে ভাগ্যটাও লাগবে বোঝা যাচ্ছে, কেননা প্রায় সকলেই সঠিক উত্তর দেয়।

    Level 0

    ভাই আপনি ঠিক ধরেছেন। আপনার সাথে সহমত

ওরা কি লটারির মাধ্যমে বিজয়ীদের সিলেক্ট করে?
আমার কত answer যে সঠিক হয়েছে, কিন্তু একটা ও লাগলো না।