আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা অনেকে এই বিষয়টা জানেন না। তাই এ বিষয়ে লিখতে বসলাম।ভুল হলে ক্ষমা করবেন।
অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএসের সর্বশেষ সংস্করণ আইওএস-৭ আসে গত বছর সেপ্টেম্বরে। আর মাত্র সাড়ে চার মাসের মধ্যেই অ্যাপলের শতকরা ৮০ ভাগ ডিভাইসই এখন আইওএসের এই সর্বশেষ সংস্করণে চলছে বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।
আইওএসের নতুন সংস্করণ উন্মুক্তের পরপরই কী পরিমাণ ডিভাইসে তা ব্যবহার করা হচ্ছে তার হিসেব রাখা শুরু করে অ্যাপল কর্তৃপক্ষ। তারই পরিপ্রেক্ষিতে গত বছর ডিসেম্বর নাগাদ পাওয়া তথ্যমতে তখন পর্যন্ত অ্যাপলের শতকরা ৭৪ ভাগ ডিভাইস চলছিল আইওএস-৭ অপারেটিং সিস্টেমে। আর মাত্র এক মাসের মাথায় সেই সংখ্যা শতকরা ৬ ভাগ এখন বেড়ে দাঁড়াল শতকরা আশি ভাগে। অ্যাপল আরও জানায়, চলতি বছর ১৯ জানুয়ারি পর্যন্ত পাওয়া তথ্যমতে অ্যাপল ডিভাইস ব্যবহারকারী শতকরা ১৭ ভাগ এখনও আইওএস-৬ এবং শতকরা ৩ ভাগ আইওএস-৫ কিংবা তারও পূর্ববর্তী কোন আইওএস সংস্করণ ব্যবহার করছেন।
অন্যদিকে, অ্যাপলের আইওএসের প্রধান প্রতিদ্বন্দ্বী গুগলের অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ কিটক্যাটও উন্মুক্ত করা হয়েছে খুব বেশিদিন হয়নি। কিন্তু এখনও পর্যন্ত শতকরা মাত্র ১.৪ ভাগ অ্যান্ড্রয়েড চালিত ডিভাইসে ব্যবহৃত হচ্ছে কিটক্যাট। অ্যান্ড্রয়েডের শতকরা ৬০ ভাগ ডিভাইস এখনও চলছে জেলি বিন এবং শতকরা ২০ ভাগেরও বেশি ডিভাইস চলছে প্রায় তিন বছরের পুরাতন জিঞ্জারব্রেড সংস্করণে।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 629 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 120 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।
iso 7 আসলেই আসাধারন