যুক্তরাজ্যের বিখ্যাত ফোন কোম্পানি অরেঞ্জ সম্প্রতি এক বিশেষ ধরণের বুট জুতো আবিষ্কার করেছে। এই জুতোর সাহায্যে আমাদের ব্যবহার্য্য মোবাইল ফোনগুলো অথবা আইপড অথবা এমন ছোটখাটো হ্যান্ডহেল্ড ডিভাইস চার্জ করা সম্ভব হবে। এসব বুটজুতোগুলো প্রকৃতপক্ষে থার্মো-ইলেক্ট্রিক জেনারেটর হিসেবে কাজ করবে। বুট জুতো ব্যবহারকারীর পা থেকে যে উষ্ণতা পাওয়া যাবে সেটিকে বিদ্যুতে পরিণত করবে এই বুটজুতো। যুক্তরাজ্যের শহরের বাইরের এলাকায় বুটজুতোর প্রচলন অনেক বেশি। এসব এলাকায় অনেক সময় প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মোবাইল ফোন অথবা অন্যান্য হ্যান্ডহেল্ড ডিভাইসের চার্জ শেষ হয়ে যেতেই পারে - এই ধারণাকে মাথায় রেখেই অরেঞ্জ আবিষ্কার করল এই বিশেষ বুটজুতোর।
তবে কিছুটা হতাশাজনক হলেও এই জুতোর কিছুটা সীমাবদ্ধতা এখনো আছে। যেমন আপনার মোবাইলটিকে চার্জ দিয়ে যদি এক ঘন্টার টকটাইম পেতে চান তাহলে আপনাকে কমপক্ষে বারো ঘন্টা হাটার দরকার হবে। তবে এর বিকল্প ব্যবস্থাও আছে।যদি কোনভাবে পায়ের তাপমাত্রা বাড়িয়ে তোলা যায় স্বাভাবিকের চাইতে অনেক বেশি তাহলে চার্জ করার প্রক্রিয়াটা অনেক দ্রুত করা যাবে। যেমন এই বুট জুতো পরিধান করে নাচা যেতে পারে অথবা দৌঁড়ানো যেতে পারে। জুতোটির মধ্যে উৎপাদিত তড়িৎশক্তিকে সঞ্চয় করে রাখার জন্য একটি ছোট্ট ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেখানে একদিন পর্যন্ত এই তড়িৎশক্তিকে সঞ্চয় করে রাখা সম্ভব হবে।
তথ্যসূত্র: আরটিএনএন ডটনেট/বিজ্ঞান-প্রযুক্তি/সংবাদ/ফএ
আমি তওহীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাবজেক্ট বিহীন টিউন থেকে এটি অনেক অনেক গুন সুন্দর ।