!!!সব টিউন বন্ধুদের সালাম এবং শুভেচ্ছা !!!
সম্প্রতি মোবাইল সেট জায়ান্ট নকিয়া এমন একটি চার্জার তৈরি করেছে যা দিয়ে বাইসাইকেল চালিয়ে চার্জ করা যাবে মোবাইল ফোন। সাইকেলের সঙ্গে লাগানো থাকবে একটি ডায়নামো। ঘন্টায় ৪ মাইল বেগে ১০ মিনিট সাইকেল চালালেই চার্জ হয়ে যাবে সঙ্গে থাকা নকিয়া ফোন সেটটি। খবর বিবিসি অনলাইন-এর।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, এ চার্জারের সঙ্গে ২ মিলিমিটার পাওয়ার জ্যাকও আছে। এ ভাবে চার্জ দেয়া হলে ২৮ মিনিট কথা বলা যাবে এমনকি স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে ৩৭ ঘন্টা।
জানা গেছে, এ বছরের শেষ দিকেই বাজারে আসবে এই চার্জার।
Δ এর দাম হতে পারে ১৫ ইউরো।Δ
সুত্র- বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
আমি ۩۩۩ডিজিটাল বিপ্লব۩۩۩। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vaia sayer korar jonno thx..
plz visit my site: http://www.rangpurjob.blogspot.com