কম্পিউটার সোর্স লিমিটেড শুরু করেছে ফিফা বিশ্বকাপ ২০১০ উপলক্ষে আকর্ষণীয় এক কুইজ প্রতিযোগিতার। "Guess... Who is the winner" শীর্ষক এই কুইজে অংশ গ্রহন করতে পারবে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ। এবারের বিশ্বকাপ ২০১০ চলাকালীন সময়ে প্রতিদিন তাদের ওয়েব সাইটে এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ থাকছে। মোট ৬৪টি প্রশ্নের মধ্যে আপনার দেয়া যে কোনো সঠিক উত্তর (এক বা একাধিক) বয়ে আনতে পারে আপনার জন্য আকর্ষণীয় উপহার।
প্রতিদিন যে কতটি খেলা অনুষ্ঠিত হবে সেই খেলার ফলাফল (কোন দল জিতবে / ড্র) খেলা শুরু হবার আগে অপশন সিলেক্ট করে সাবমিট করে রাখতে হবে। যেমন-
Q1. Who will win today's match ?
• South Africa • Mexico • Draw [Submit]
এরপর খেলা শেষ হলে খেলার চুড়ান্ত ফলাফল অনুযায়ী যাদের উত্তর সঠিক থাকবে তাদের মধ্য থেকে একজনকে কম্পিউটার প্রোগ্রামিং-এর মাধ্যমে রেন্ডমলি বেছে নেয়া হবে এবং পরদিন তা ওয়েবসাইটে পাবলিশ করা হবে এবং বিজয়ীর ইমেইল ঠিকানায় এবং মোবাইল নম্বরে একটি কোডসহ পাঠিয়ে দেয়া হবে। এই কোডটি উপহার গ্রহণের সময় দরকার পড়বে।
এছাড়া প্রশ্নটির পাশে কতজন কোন উত্তরটি সিলেক্ট করেছে তার একটি শতকরা হিসেবও দেয়া থাকবে। ফলে আপনার অনুমান তাদের সাথে মিলিয়ে নেয়ার সুবিধাও পাবেন।
নিয়মাবলী :
১. সহজ এবং ছোট একটি রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনার প্রদত্ত লগইন নেইম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। এবং Click 2 Play বাটনটিতে ক্লিক করুন।
২. রেজিষ্ট্রেশন করার সময় অবশ্যই ইমেইল আইডি এবং মোবাইল নম্বর সঠিক লিখবেন। অন্যথায়, আপনি বিজয়ী হলেও পুরস্কার গ্রহণ করতে পারবেন না এই ভুলটির কারণে।
৩. এবার আপনি আপনার অপশন সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।
৪. মনে রাখবেন, একবার অপশন সিলেক্ট করে সাবমিট করার পর আর কোনোভাবেই তা পরিবর্তন করতে পারবেন না।
৫. প্রতিদিন রাত ০৩.০০ টায় পরের দিনের খেলাগুলোর প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করা হবে।
৬. কুইজ সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তন, পরিমার্জন করার অধিকার কম্পিউটার সোর্স কর্তৃক সংরক্ষিত।
কুইজে অংশগ্রহন করতে এখনি লগইন করুন : http://www.computersourcebd.com ওয়েবসাইটে।
বি.দ্র. : দ্বিতীয় পর্ব থেকে ফাইনাল পর্যন্ত খেলাগুলোর উপহার অবশ্যই আরো আকর্ষণীয় থাকবে যা আপনাদের জন্য এখন টুইস্ট রাখা হলেও অচিরেই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য
দেখি অংশ গ্রহন করেই দেখি