“Guess… Who is the winner” শীর্ষক কুইজে অংশ নিয়ে জিতে নাও প্রতিম্যাচে এপাসার এমপি ফোর প্লেয়ারসহ অনেককিছু

টিউন বিভাগ খবর
প্রকাশিত

কম্পিউটার সোর্স লিমিটেড শুরু করেছে ফিফা বিশ্বকাপ ২০১০ উপলক্ষে আকর্ষণীয় এক কুইজ প্রতিযোগিতার। "Guess... Who is the winner" শীর্ষক এই কুইজে অংশ গ্রহন করতে পারবে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ। এবারের বিশ্বকাপ ২০১০ চলাকালীন সময়ে প্রতিদিন তাদের ওয়েব সাইটে এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ থাকছে। মোট ৬৪টি প্রশ্নের  মধ্যে আপনার দেয়া যে কোনো সঠিক উত্তর (এক বা একাধিক) বয়ে আনতে পারে আপনার জন্য আকর্ষণীয় উপহার।

প্রতিদিন যে কতটি খেলা অনুষ্ঠিত হবে সেই খেলার ফলাফল (কোন দল জিতবে / ড্র) খেলা শুরু হবার আগে অপশন সিলেক্ট করে সাবমিট করে রাখতে হবে। যেমন-
Q1.  Who will win today's match ?
• South Africa Mexico Draw          [Submit]

এরপর খেলা শেষ হলে খেলার চুড়ান্ত ফলাফল অনুযায়ী যাদের উত্তর সঠিক থাকবে তাদের মধ্য থেকে একজনকে কম্পিউটার প্রোগ্রামিং-এর মাধ্যমে রেন্ডমলি বেছে নেয়া হবে এবং পরদিন তা ওয়েবসাইটে পাবলিশ করা হবে এবং বিজয়ীর ইমেইল ঠিকানায় এবং মোবাইল নম্বরে একটি কোডসহ পাঠিয়ে দেয়া হবে। এই কোডটি উপহার গ্রহণের সময় দরকার পড়বে।

এছাড়া প্রশ্নটির পাশে কতজন কোন উত্তরটি সিলেক্ট করেছে তার একটি শতকরা হিসেবও দেয়া থাকবে। ফলে আপনার অনুমান তাদের সাথে মিলিয়ে নেয়ার সুবিধাও পাবেন।

নিয়মাবলী :
১. সহজ এবং ছোট একটি রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনার প্রদত্ত লগইন নেইম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। এবং Click 2 Play বাটনটিতে ক্লিক করুন।
২. রেজিষ্ট্রেশন করার সময় অবশ্যই ইমেইল আইডি এবং মোবাইল নম্বর সঠিক লিখবেন। অন্যথায়, আপনি বিজয়ী হলেও পুরস্কার গ্রহণ করতে পারবেন না এই ভুলটির কারণে।
৩. এবার আপনি আপনার অপশন সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।
৪. মনে রাখবেন, একবার অপশন সিলেক্ট করে সাবমিট করার পর আর কোনোভাবেই তা পরিবর্তন করতে পারবেন না।
৫. প্রতিদিন রাত ০৩.০০ টায় পরের দিনের খেলাগুলোর প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করা হবে।
৬. কুইজ সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তন, পরিমার্জন করার অধিকার কম্পিউটার সোর্স কর্তৃক সংরক্ষিত।

কুইজে অংশগ্রহন করতে এখনি লগইন করুন : http://www.computersourcebd.com ওয়েবসাইটে।

বি.দ্র. : দ্বিতীয় পর্ব থেকে ফাইনাল পর্যন্ত খেলাগুলোর উপহার অবশ্যই আরো আকর্ষণীয় থাকবে যা আপনাদের জন্য এখন টুইস্ট রাখা হলেও অচিরেই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

Level 0

আমি Amin Mehedi। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 218 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ শেয়ার করার জন্য
দেখি অংশ গ্রহন করেই দেখি

Level 0

কেউ যদি বিশ্ব কাপের উদ্বধনী আনুষ্ঠানে সম্পূর্ন ভিডিও পেয়ে থাকান, শেয়ার করবেন প্লিজ। [email protected] Thanks

    আপু আপনি যদি আগে বলতেন , তাহলে অমি Internal – এ রেকর্ড চালু করে দিয়ে রাখতাম ।

দেরি করে লাভ নাই । তাড়াতাড়ি রেজিষ্ট্রেশন টা করে ফেলি । বলা তো যায় না যদি লাইগা যায় !!!!!!!

Level 0

কুইজে অংশগ্রহন করতে ভাললাগে।

Level 0

পুরা জোস তো মামা..
কাছা মেরে লাগলাম কিন্তু…

Level 0

ধন্যবাদ আপনাকে। আচ্ছা কেউকি বলতে পারেন, SPAN কোন সেটের চ্যানেল। মানে যেমন: telset, telset10. arabset. euroset. nileset ইত্যাদি।….

thanks to Computer Source Ltd.

ধন্যবাদ মেহেদী ভাই শেয়ার করার জন্য । অংশ গ্রহন করলাম ।

ধন্যবাদ আমিন মেহেদি ভাই। অংশগ্রহন করে দেখি !

Level 0

মনে হয় আমার ভাগ্যটা পুরাপুরি খারাপ কারন আমি পুরষ্কার পাই নি !!

Fifa world cup’10 song lyrics :

Ooooooh Wooooooh

Give me freedom, give me fire, give me reason, take me higher
See the champions, take the field now, you define us, make us feel proud
In the streets are, exaliftin , as we lose our inhabition,
Celebration its around us, every nation, all around us

Singin forever young, singin songs underneath that sun
Lets rejoice in the beautiful game.
And together at the end of the day.

WE ALL SAY

When I get older I will be stronger
They’ll call me freedom Just like a wavin’ flag
And then it goes back
And then it goes back
And then it goes back

When I get older I will be stronger
They’ll call me freedom
Just like a wavin’ flag
And then it goes back
And then it goes back
And then it goes

Oooooooooooooh woooooooooohh hohoho

Give you freedom, give you fire, give you reason, take you higher
See the champions, take the field now, you define us, make us feel proud
In the streets are, exaliftin, every loser in ambition,
Celebration, its around us, every nations, all around us

Singin forever young, singin songs underneath that sun
Lets rejoice in the beautiful game.
And together at the end of the day.

>> kiron

গতকাল পর্যন্ত ৮টি ম্যাচ শেষ হয়েছে। আর এর মধ্যে ১ম ৫টি ম্যাচের কুইজ রেজাল্ট ওয়েবসাইটে জানানো হয়েছে। প্রতিদিন দুপুর ১২টার আগেই রেজাল্ট জানানো হচ্ছে। আর এই রেজাল্ট তৈরি করেছি র‌্যান্ডমলি সিলেকশনের মাধ্যমে। আশা করি আপনাদের নামও আসবে। আর খেলতে থাকুন ফাইনাল পর্যন্ত। সর্বোচ্চ সঠিক উত্তরদাতার জন্যও রয়েছে পুরস্কার।

লটারী ইসলামে হারাম।

    ভাই, ইসলাম নিয়ে কথা না বাড়ানোই ভালো। কারণ ভিন্ন সম্প্রদায়ের অনেকেই অংশগ্রহন করছে। আর বিষয়টি যদি হারাম হয়ে থাকে তাহলে জাতীয় ক্রীড়া উন্নয়ন তহবিল লটারি, প্রাইজবন্ড ড্র, শেয়ার মার্কেটের প্রাইমারী শেয়ারের ড্র, কিংবা এই বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে পড়বে তার ড্র সব কিছুই হারাম। এতসব জেনেশুনে মুসলিম রাষ্ট্রগুলো নিশ্চয় অংশগ্রহন করতো না, তাই না!!!

    আমিন মেহেদী ভাই, আপনার বুঝার একটু ভুল আছে । বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে পড়বে তার ড্র করাটা হারাম কেন হবে । এটাতো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য করা হয়েছে । লটারী ঐ সকল ক্ষেত্রে হারাম হবে যদি আপনি বিনা পরিশ্রমে আপনার ক্রয়কৃত লটারির ( ধরুন ১০ টাকা) টাকার চেয়ে বেশী পান ।

    এই ওয়েবসাইটে প্রশ্নের উত্তর দিতে কোনো পয়সা লাগেনা। তাই এর হিসেব আপনারা কিভাবে করবেন ?

    আমিন মেহেদী ভাই, আপনি এই ব্যাপারে আপনার নিকটস্থ আলেম সম্প্রদায়ের নিকট জেনে নিন । আপনার দ্বন্দ্বকে স্থির করুন ।

    বিশ্বকাপে কোন দল কোন গ্রুপে পড়বে তার ড্র করা নিয়ে [আইটিপ্রেমী রুহুল ] এর সাথে আমি একমত।

    Amin Mehedi ভাই শেয়ার মার্কেটের প্রাইমারী শেয়ারের ড্র হারাম বললেন, ভাই আমিতো হারাম খাই না তাহলে প্রাইমারী শেয়ারের থেকে প্রাপ্ত টাকা কি করবো?
    ভবিস্যতে টেকটিউনসেরও শেয়ার বিতরন হতে পারে, যদি তাদের টার্গেট হয় ২০০ জন তবে সুস্ট বিতরনের জন্য লটারি করবে, না কি টপটিউনার ভাইদের দিয়ে দেবে? যদি টপটিউনারদের দিয়ে দেয় তখন আমরাই বলবো এটা কি হল? তাই না।
    তবুও আপনার কথাটা মাথায় রেখে আলেম সম্প্রদায়ের নিকট থেকে জেনে নেব। ধন্যবাদ।

    বিষয়টা জটিল না করে শুধু জানতে চাচ্ছি- সমস্যাটা আসলে কিসে ? লটারি করার জন্য। এখানে লটারি বলতে আসলে সিলেকশন বুঝানো হয়েছে। এবং যা RAND() পিএইচপি কোডিং-এর মাধ্যমে কম্পিউটার মহাশয় বের করে দেয়। আমার বা কম্পিউটার সোর্স-এর এখানে কোনো হাত নেই। লটারী নিয়ে যদি সমস্যা হয়, তাহলে আপনাদের কাছে এর অন্য সমাধান জানতে চাচ্ছি। আমাকে বলুন, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
    একটি সমাধান আছে – সবার আগে যিনি সঠিক উত্তর দিবেন তাকে দেয়া যায়। কিন্তু রাত ২.৩০ এ নতুন দিনের খেলার লিস্ট অটো আপডেট হয়। সবাই কি তখন জেগে থাকবে ? তাই আসুন তর্কে না জড়িয়ে একটা ভালো সমাধানে আসি।

    ভাই চেস্টায় সাইদ, শেয়ার মার্কেটে আমারো টাকা লাগানো আছে। আমি জেনে শুনে তারপরই নেমেছি। কারণ আপনার লগ্নিকৃত টাকার নির্দিষ্ট কোনো লাভ নেই। বাজারের মূল্যের উপর নির্ভরশীল। আজ ক তো কাল খ। লসের ক্ষেত্রেও একই। তাই এখানে হারামের কিছু আছে কিনা তা এখন পর্যন্ত আমার জানা নেই।

    {“আমি জেনে শুনে তারপরই নেমেছি।”} ধন্যবাদ সুন্দর ভাবে বুঝিয়ে দেয়ার জন্য। নিশ্চিত করার জন্য।
    আর ক্ষমা চাচ্ছি কমেন্ড ভুল হওয়ার জন্য {“আর বিষয়টি যদি হারাম হয়ে থাকে তাহলে…”}কথাটা প্রথমেই দেখা উচিৎ ছিল। যদিও ভুলটা আপনি দেখিয়ে দেননি।
    Amin Mehedi ভাই তাহলে আমাদের মধ্যে একটা মিল পাওয়া গেল।

ভাই বেয়াদবি হলে মাফ করবেন, এই ওয়েবসাইটে প্রশ্নের উত্তর দিতে কোনো পয়সা লাগেনা মানলাম। তাই এর হিসেব আমরা কিভাবে করবো ? ঠিক! কিন্ত আপনি কতটা টাকা দিয়ে টিউন করেছেন,,,???? আসলে আমাদের দৃষ্টি টা বদলাতে হবে। তাড়াতাড়ি বড় লোক না হয়ে শ্রম আর মেধা দিয়ে কিভাবে বড় হওয়া য়ায আমাদের সে পথ দেখান। ইসলাম সত্যি অনেক বড় শান্তি ও সত্যের ধর্ম। ইসলামের ভুল ব্যাখা আমাদের জাতীয় ও ব্যাক্তি জীবনে এত অশান্তির কারণ। আমাদের জানতে হবে আরো অনেক । আমি নিজে ও অনেক কম জানি । আমার ও অনেক জানার প্রয়োজন আছে। আপনি আমার সিনিয়র তাই আপনি আমার থেকে বেশী জানতে পারেন। যে প্রতিযোগীতায় মেধার ভিত্তিতে পুরস্কার করা হয় তা হালাল। য়ারা সঠিক উত্তর দিবে তাদের সবাইকে পুরস্কার দিলে আপনার উপরের কুইজে অংশগ্রহন হালাল হত। সঠিক উত্তর দিলেই হবে না, ইসলামে সব ধরনের বাজি ধরা হারাম। কোন বাজিতে সঠিক উত্তর দিলে তা হারাম।
এতসব জেনেশুনে মুসলিম রাষ্ট্রগুলো নিশ্চয় অংশগ্রহন করতো না, তাই না!!!
কথার পেক্ষিতে বলছি, কে কি করল তা দেখার দরকার আছে। তবে আমি কি করছি তা আগে দেখতে হবে। আগে নিজেকে বদলাতে হবে। ইসলাম নিয়ে এত কথা বললাম, না জেনে কোন ভুল করলে আল্লাহ মাফ করোক।
আমি টিউনে কমেন্ট কম করি। প্রয়োজন ছাড়া কমেন্ট না করার চেষ্টা করি। তাই আমাকে টাকা ছাড়া কমেন্ট কারী বলে লজ্বা দিবেন না। আপনার টিউনে কমেন্ট করতে টাকার প্রয়োজন হলে আমি তাই দিতাম।
ধন্যবাদ আপনাকে।

    টাকা আর টাকা…………… হা হা হা

    টাকার কাছে আজ ধর্ম অসহায়।

    ধর্ম বিষয়টা আপনিই নিয়ে এসেছেন। খেলার সাথে ধর্মের মিল কোথায় ছিল তা আমার বোধগম্য নয়। একটি কুইজের উত্তর দিয়ে সঠিক হলে বিজয়ী পাবেন ৪৫০০ টাকা মূল্যের এপাসার প্লেয়ার। এতে কেইবা বড়লোক হয়ে যাবে!!!!
    আর “এই ওয়েবসাইটে প্রশ্নের উত্তর দিতে কোনো পয়সা লাগেনা। তাই এর হিসেব আপনারা কিভাবে করবেন ?” এই লাইনটিতে আমি টেকটিউনস কে নয়, কম্পিউটার সোর্স-এর ওয়েবসাইটকে বুঝাতে চেয়েছি। এখানে রেজিস্ট্রেশন বা উত্তর দিতে কোনো টাকা লাগেনা (ইন্টারনেট খরচ বাদ দিলে)। অথচ এখন অনেক কুইজ চালানো হচ্ছে পত্রিকায় যেখানে এসএমএস পাঠিয়ে রেজিষ্ট্রেশন করতে হয়, উত্তর পাঠাতে হয় বা কখনো পরবর্তী প্রশ্নের জন্য এসএমএস পাঠাতে হয়। এতে কি আপনার পকেট থেকে খরচ হচ্ছে না।
    এই অফারটি যখন দেয়া হয়েই গেছে তাহলে কষ্ট করে একটু সহ্য করুন বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত। ভবিষ্যতে আর এ ধরনের কোনো কুইজ আমার প্রতিষ্ঠান থেকে যেন না দেয়া হয় সে চেষ্টায় করব। জানি না সবাই বিষয়টি কিভাবে নেবেন।

আমি মনে করি এই ব্যাপারে আর অগ্রসর না হওয়াই ভালো ।……….

    তাই হোক। আমি আর কোন কথা বলব না। এই স্টপ হলাম।

    ভাই আমিও তাই মনে করি। এ তর্ক এখানেই শেষ হোক।

    আমিও মনে করি এইটা এইখানেই বন্ধ হওয়া উচিৎ।কারন এই সব বিষয় নিয়ে কিছু বলতে হলে দলিল প্রমান সহ বলতে হয় তা না হলে অনেকের বুঝতে সমস্যা হয় এবং এতে অহেতুক তর্ক বাড়ে।আশা করি সবাই এই ব্যপারে সতর্ক হব।(কেউ কমেন্টা ব্যক্তিগত ভাবে নিবেন্না।)

রেজিষ্ট্রেশন করলাম। দেখি কি হয়? আর আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ মেহেদী ভাই …………………………।।শেয়ার করার জন্য..।……………………
আমার উত্তর সঠিক হয়েছে……………………কিন্তু জিত্তে পারলাম না আইফোনটা

    আইফোন ??????? ভাই আপনি মনে হয় ভুল করছেন।

Level 0

হুর..র..রে আমি কুইজ এ জিতেছি।
কুইজে প্রতিটি খেলার জন্য ড্র হয় এবং জেতার সম্ভাবনা বেশি, তো দেরি কেন???

ধন্যবাদ মেহেদি ভাই শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই।

Level 0

Tankuuuuuuu

আমি কুইজ এ জিতছি, রেজিষ্ট্রেশনের এক সপ্তাহের মধ্যে… 🙂