প্রযুক্তি বিশ্বের আরো এক আকর্ষণ – গুগল নেক্সাস টিভি

টিউন বিভাগ খবর
প্রকাশিত

প্রযুক্তি বিশ্বর সঙ্গে তালমিলিয়ে চলতে এবার বাজারে টেলিভিশন নিয়ে আসছে টেক জায়ান্ট গুগল। ‘নেক্সাস টিভি’ নামে আগামী বছরের শুরুতেই আমাদের হাতের নাগালে এই টিভি পাওয়া যাবে বলে জানিয়েছে গুগল। সাধারণ টেলিভিশনের সঙ্গে বিশেষ পার্থক্য থাকছে গুগল টিভির ।

যেসব সুবিধা থাকছে এতেঃ

  • টিভি দেখা ছারাও গেম খেলা যাবে
  • ইউটিউবের ভিডিও দেখা যাবে
  • ভিডিও ডাউনলোড,আপলোড,শেয়ার ইত্যাদি করা যাবে
  • ভিডিও কল এবং চ্যাটিং করা যাবে
  • 2D থেকে 3D মুডে এবং রঙিন ছবিকে সাদা কালো করে দেখা যাবে
  • এটা নিয়ন্ত্রন করা যাবে অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন এবং স্মার্ট-ওয়াচের সাহায্যে আরো নিয়ন্ত্রন করা যাবে হাত এবং ভয়েসের সাহায্যে আর করা যাবে
  • এতে উন্নত মানের ক্যামেরা যুক্ত থাকবে
  • সিডি,ডিভিডি এবং পেন-ড্রাইভ দিয়ে ভিডিও দেখা যাবে

আনুমানিক গঠনঃ

এটা হবে খুবই স্টাইলিশ এবং চারপাশের ফ্রেম হবে খুবই পাতলা। এটি একটি ফ্রেম স্ট্যান্ডের উপর দাঁড়ানো থাকবে।এতে অ্যান্ড্রয়েড সেট-টপ বক্স যুক্ত করা থাকবে।ফলে সহজেই চ্যানেল পাল্টানো যাবে এবং সেটিং করা যাবে।এটা ওজনে হালকা এবং স্লিম হবে।

নিচে কিছু ছবি দেখে নেয়া যাকঃ

সম্পূর্ণ টিভি সেট
সম্পূর্ণ টিভি সেট
সম্পূর্ণ টিভি সেট সাথে গুগল গ্লাস
সম্পূর্ণ টিভি সেট সাথে গুগল গ্লাস
 গুগল টিভি
গুগল টিভি
 গুগল টিভি
গুগল টিভি
 গুগল টিভির এক কর্ণ
গুগল টিভির এক কর্ণ
গুগল টিভির পেছনের অংশ
গুগল টিভির পেছনের অংশ
গুগল টিভির পেছনের অংশ
গুগল টিভির পেছনের অংশ
গুগল টিভির স্ট্যান্ড
গুগল টিভির স্ট্যান্ড
অ্যান্ড্রয়েড সেট-টপ বক্স
অ্যান্ড্রয়েড সেট-টপ বক্স
অ্যান্ড্রয়েড সেট-টপ বক্স
অ্যান্ড্রয়েড সেট-টপ বক্স
গেম খেলছে একজন
গেম খেলছে একজন
সর্বশেষ একটি তালিকা
সর্বশেষ একটি তালিকা

কয়েক বছর ধরেই টেলিভিশন-বাজারে  দাড়িয়ে থাকার চেষ্টা করে যাচ্ছে গুগল।কিন্তু ত্মনভাল কোন ফল তারা পাইনি। এবার মূলত অ্যাপল টিভির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা  করতেই  গুগল এমন উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে এর আগে গুগল  ক্রোমকাস্ট নামে বিশেষ একটি এইচডিএমএ প্লাগ প্রযুক্তি বাজারে এনেছিল। তবে সেটি তেমন জনপ্রিয়তা পায়নি। নতুন ক্রোম টিভিটি ক্রোমকাস্টেরই একটা  সংস্করণ বলে মনে করছেন অনেকেই।

গুগলের টিভি বাজারে আসার পর এ তালিকায় শিগগিরই চিফ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল ও ই-কমার্স সাইট আমাজনের  নামও যুক্ত হতে পারে বলে জানা গেছে অনেকের কাছ থেকে। বিশেষজ্ঞদের মতে, সকল প্রতিষ্ঠান গুলো নিজেদের শীর্ষে রাখার চেষ্টা করছে। আর এরই অংশ হিসেবে  এমন উদ্যোগ নিয়েছে গুগল।

দয়া করে মন্তব্য করে জানাবেন কেমন লাগলো

তথ্য সূত্রঃ বিভিন্ন ওয়েবসাই

Level 0

আমি কাজী কামরুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Price koto hote pare vai ami buy korbo……..ha ha ha …..

কেমনে কমু আমিতো জানিনা। তবে ফিচার দেখেত আন্দাজ করতেই পারেন হাহ হাহ হ্হ্হহা!!!!!!!!!