বর্তমান যুগ স্মার্ট ফোনের যুগ।তবুও আমরা চাই নিত্ত নতুন ডিভাইস। আর ব্যাবহারকারির কথা মাথায় রেখেই প্রযুক্তিবিদরা খাটছে আমাদের নতুন কিছু উপহার দিতে। আর এরই ধারা বাহিকতায় আমাদের কাছে তারা নিয়ে আসছে স্মার্ট ফোন,স্মার্ট ওয়াচ এবং স্মার্টগ্লাস। এবার শুনা যাচ্ছে স্মার্টরিং এর কথা।এখন থেকেই বিভিন্ন স্মার্ট কম্পানি গুলোও তাদের কাজ শুরু করে দিয়েছেন।গুঞ্জন শুনা যাচ্ছে যে আগামী বছরেই এই স্মার্টরিং বাজারে আসবে। তবে প্রযুক্তি চিন্তাবিদেরা মনে করছেন এটা বাজারে আসতে আর এক দশক লাগতে পারে। তবে অনেকেই বলছেন বর্তমানে আমদের প্রযুক্তি চক্রবৃদ্ধি হারে বাড়ছে, আর এই কারনেই ধারনা করা হয় দুই তিন বছরের মধ্যেই আমরা এই নতুন প্রযুক্তির মুখ দেখতে পারব।তবে এই বিষয়ে কোন কম্পানিই এখন কন তথ্য প্রকাশ করে নি।এর পেছনে একটা কারন আছে আর তা হল চুরির ভয়।পেটেন্ট চুরির ভয়।তবে যাই হোক না কেন আমাদের দেশে এই প্রযুক্তি আসতে মনে হয় ঠিকই এক দশক লাগবে।এই খবরকে অনেকে ভিত্তিহীন মনে করলেও এটা অবাস্তব নয়।
রিং টি স্টেইনলেস স্টিল এর তৈরি এবং এতে ২৪ ঘন্টার ব্যটারি লাইফ রয়েছে।এতে দুইটা পার্ট আছে।একটা ইন্টারনাল এবং আরেকটা এক্সটারনাল।এটা হবে আকর্ষণীয় এবং পরিধেয় যোগ্য। এর ভর হতে পারে মাত্র ১৩ গ্রাম।ভরটা আসেলেই অবিশ্বাস্য।
নিচে কিছু কাল্পনিক ছবি দেয়া হলঃ---->
তথ্য সূত্রঃ বিভিন্ন ওয়েবসাইট
একটা ভিডিও দেখতে পারেন। ভিডিও লিঙ্কঃ http://www.youtube.com/watch?feature=player_embedded&v=bXQlpY0LXgg
আমি কাজী কামরুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
NICE. WE ARE WAITING…